নয়াদিল্লি, 31 ডিসেম্বর: 2023 সালের শেষ 'মন কি বাত' অনুষ্ঠানে প্রযুক্তির বিকাশে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারে উৎসাহ দিলেন তিনি ৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো উদ্ভাবনী প্রযুক্তি কীভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা নিয়ে এসেছে তা উল্লেখ করেন ৷ এক্ষেত্রে উত্তরপ্রদেশে 'কাশি-তামিল সঙ্গম' অনুষ্ঠানে ব্যবহার হওয়া এআই দ্বারা পরিচালিত 'ভাষিনি' অ্যাপকে উদাহরণ হিসেবে তুলে ধরেন মোদি ৷ ওই অ্যাপের মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে 'রিয়েল টাইমে' মোদির ভাষণকে হিন্দি থেকে তামিলে অনুবাদ করা হয়েছিল ৷
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনুবাদ সংক্রান্ত অ্যাপগুলি নিয়ে আরও বেশি করে গবেষণার আবেদন করেছেন মোদি ৷ যাতে 'রিয়েল টাইম' অনুবাদের ক্ষেত্রে এআই-কে 100 শতাংশ নির্ভুলভাবে ব্যবহার করা যায় ৷ আজকের 'মন কি বাতে' এ নিয়ে মোদি 'কাশি-তামিল সঙ্গম' অনুষ্ঠানে ব্যবহার হওয়া এআই অ্যাপ 'ভাষিনি'কে উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷
মোদি বলেন, "কিছু দিন আগে, কাশীতে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল ৷ যা আমি অবশ্যই মন কি বাতের শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাই ৷ আপনারা জানানে, 'কাশি-তামিল সঙ্গম' অনুষ্ঠানে অংশ নিতে তামিলনাড়ু থেকে অনেক হাজার হাজার মানুষ কাশি গিয়েছিলেন ৷ সেখানে আমি প্রথমবার জনসমক্ষে 'ভাষিনি' অ্যাপ ব্যবহার করেছিলাম তাঁদের সঙ্গে আলাপচারিতার জন্য ৷ অ্যাপটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিচালিত হয় ৷ আমি সেখানে মঞ্চ থেকে হিন্দিতে ভাষণ দিয়েছি ৷ কিন্তু, ধন্যবাদ 'ভাষিনি' অ্যাপকে, যার সাহায্য সেখানে উপস্থিত তামিলনাড়ুর লোকজন আমার কথা তামিল ভাষায় শুনতে পেরেছেন ৷ আর সেই অনুবাদ 'রিয়েল টাইমে' (সেই মুহূর্তে) হয়েছে ৷"
প্রধানমন্ত্রীর বিশ্বাস, "আগামী দিনে খুব দ্রুত এমন একটা সময় আসবে, যখন সবরকম ভাষায় ভাষণ বা বক্তব্য শোনা যাবে ৷ যেখানে একটাই ভাষণ শ্রোতারা 'রিয়েল টাইমে' নিজেদের ভাষায় শুনতে পাবেন ৷ এই একই প্রযুক্তি ভবিষ্যতে সিনেমাতেও ব্যবহার করা হবে ৷ যেখানে দর্শকরা সিনেমা হলে 'রিয়েল টাইমে' এআই-এর সাহায্যে নিজেদের ভাষায় সিনেমার দৃশ্যের সঙ্গে ডায়লগ শুনতে পাবেন ৷" আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন পুরোদমে ভারতে ব্যবহার শুরু হবে, তখন শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভাষার কোনও সমস্যা আর থাকবে না বলে উল্লেখ করেছেন মোদি ৷
খবর সূত্র সংবাদসংস্থা- এএনআই
আরও পড়ুন: