ETV Bharat / bharat

Narendra Modi Tweets : 'ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন সৌভাগ্যের', মতুয়া ধর্ম মহামেলায় ভাষণের আগে টুইট মোদির - pm narendra modi tweets on matua before attending the matua dharma maha mela

মঙ্গলবার বিকেলে ভার্চুয়ালি মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to address Matua Dharma Maha Mela on tuesday) ৷

narendra modi tweets on matua
মতুয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে হরিচাঁদ ঠাকুর, বড়মাকে স্মরণ মোদির
author img

By

Published : Mar 28, 2022, 9:08 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ : মঙ্গলবার মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi to address Matua Dharma Maha Mela on tuesday) ৷ তার আগে মতুন মন পেতে হরিচাঁদ ঠাকুর, বড়মা বীণাপাণি ঠাকুরকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী ৷ সোমবার সন্ধ্যায় মতুয়াদের নিয়ে পরপর কয়েকটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ গত বছর তাঁর বাংলাদেশের ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শনের অভিজ্ঞতার কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণায় ৷

এদিন একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "আগামীকাল মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি ৷ মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ৷ আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করব ৷" অন্য একটি টুইটে তাঁর বার্তা, "2019 এর ফেব্রুয়ারিতে আমার ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য হয়েছিল ৷ এই সফর কখনও ভুলতে পারি না ৷ বড়মা বীণাপাণি ঠাকুরের আশীর্বাদ পাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ " প্রধানমন্ত্রীর স্মৃতি চারণায় উঠে এসেছে গত বছর তাঁর ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শনের অভিজ্ঞতার কথাও ৷

  • আগামীকাল ২৯শে মার্চ বিকেল ৪-৩০এ মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করবো।https://t.co/1DJaRpqdUB

    — Narendra Modi (@narendramodi) March 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পাহাড়ের উন্নয়নে সবরকম সহযোগিতা করব, আশ্বাস মুখ্যমন্ত্রীর

গত শনিবার হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরবাড়িতে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর সেই বার্তার কপি ইতিমধ্যে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন শান্তনু ঠাকুর । শুভেচ্ছা বার্তার কপিতে প্রধানমন্ত্রী লেখেন, "শ্রী হরিচাঁদ ঠাকুরজির 211 তম জন্মবার্ষিকী সম্পর্কে জানতে পেরে আনন্দিত । ঠাকুরনগর ঠাকুরবাড়িতে 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কর্তৃক মতুয়া ধর্ম মহামেলার আয়োজন প্রশংসনীয় ।"

  • বাংলাদেশে ২০২১ সালের মার্চে ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন একটি বিশেষ মুহূর্ত। সেই অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে ভাগ করে নিলাম।https://t.co/XpZL6wzWyl

    — Narendra Modi (@narendramodi) March 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 28 মার্চ : মঙ্গলবার মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi to address Matua Dharma Maha Mela on tuesday) ৷ তার আগে মতুন মন পেতে হরিচাঁদ ঠাকুর, বড়মা বীণাপাণি ঠাকুরকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী ৷ সোমবার সন্ধ্যায় মতুয়াদের নিয়ে পরপর কয়েকটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ গত বছর তাঁর বাংলাদেশের ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শনের অভিজ্ঞতার কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণায় ৷

এদিন একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "আগামীকাল মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি ৷ মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ৷ আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করব ৷" অন্য একটি টুইটে তাঁর বার্তা, "2019 এর ফেব্রুয়ারিতে আমার ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য হয়েছিল ৷ এই সফর কখনও ভুলতে পারি না ৷ বড়মা বীণাপাণি ঠাকুরের আশীর্বাদ পাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ " প্রধানমন্ত্রীর স্মৃতি চারণায় উঠে এসেছে গত বছর তাঁর ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শনের অভিজ্ঞতার কথাও ৷

  • আগামীকাল ২৯শে মার্চ বিকেল ৪-৩০এ মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করবো।https://t.co/1DJaRpqdUB

    — Narendra Modi (@narendramodi) March 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পাহাড়ের উন্নয়নে সবরকম সহযোগিতা করব, আশ্বাস মুখ্যমন্ত্রীর

গত শনিবার হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরবাড়িতে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর সেই বার্তার কপি ইতিমধ্যে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন শান্তনু ঠাকুর । শুভেচ্ছা বার্তার কপিতে প্রধানমন্ত্রী লেখেন, "শ্রী হরিচাঁদ ঠাকুরজির 211 তম জন্মবার্ষিকী সম্পর্কে জানতে পেরে আনন্দিত । ঠাকুরনগর ঠাকুরবাড়িতে 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কর্তৃক মতুয়া ধর্ম মহামেলার আয়োজন প্রশংসনীয় ।"

  • বাংলাদেশে ২০২১ সালের মার্চে ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন একটি বিশেষ মুহূর্ত। সেই অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে ভাগ করে নিলাম।https://t.co/XpZL6wzWyl

    — Narendra Modi (@narendramodi) March 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.