নয়াদিল্লি, 28 মার্চ : মঙ্গলবার মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi to address Matua Dharma Maha Mela on tuesday) ৷ তার আগে মতুন মন পেতে হরিচাঁদ ঠাকুর, বড়মা বীণাপাণি ঠাকুরকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী ৷ সোমবার সন্ধ্যায় মতুয়াদের নিয়ে পরপর কয়েকটি টুইট করেন প্রধানমন্ত্রী ৷ গত বছর তাঁর বাংলাদেশের ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শনের অভিজ্ঞতার কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণায় ৷
এদিন একটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "আগামীকাল মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি ৷ মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ৷ আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করব ৷" অন্য একটি টুইটে তাঁর বার্তা, "2019 এর ফেব্রুয়ারিতে আমার ঠাকুরবাড়ি যাওয়ার সৌভাগ্য হয়েছিল ৷ এই সফর কখনও ভুলতে পারি না ৷ বড়মা বীণাপাণি ঠাকুরের আশীর্বাদ পাওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ " প্রধানমন্ত্রীর স্মৃতি চারণায় উঠে এসেছে গত বছর তাঁর ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শনের অভিজ্ঞতার কথাও ৷
-
আগামীকাল ২৯শে মার্চ বিকেল ৪-৩০এ মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করবো।https://t.co/1DJaRpqdUB
— Narendra Modi (@narendramodi) March 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">আগামীকাল ২৯শে মার্চ বিকেল ৪-৩০এ মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করবো।https://t.co/1DJaRpqdUB
— Narendra Modi (@narendramodi) March 28, 2022আগামীকাল ২৯শে মার্চ বিকেল ৪-৩০এ মতুয়া ধর্ম মহামেলায় ভাষণ দেবার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজি সামাজিক ন্যায় ও জনকল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তাঁর জন্মজয়ন্তীও উদযাপন করবো।https://t.co/1DJaRpqdUB
— Narendra Modi (@narendramodi) March 28, 2022
আরও পড়ুন : পাহাড়ের উন্নয়নে সবরকম সহযোগিতা করব, আশ্বাস মুখ্যমন্ত্রীর
গত শনিবার হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরবাড়িতে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর সেই বার্তার কপি ইতিমধ্যে নিজের ফেসবুক পেজে শেয়ার করেন শান্তনু ঠাকুর । শুভেচ্ছা বার্তার কপিতে প্রধানমন্ত্রী লেখেন, "শ্রী হরিচাঁদ ঠাকুরজির 211 তম জন্মবার্ষিকী সম্পর্কে জানতে পেরে আনন্দিত । ঠাকুরনগর ঠাকুরবাড়িতে 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কর্তৃক মতুয়া ধর্ম মহামেলার আয়োজন প্রশংসনীয় ।"
-
বাংলাদেশে ২০২১ সালের মার্চে ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন একটি বিশেষ মুহূর্ত। সেই অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে ভাগ করে নিলাম।https://t.co/XpZL6wzWyl
— Narendra Modi (@narendramodi) March 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">বাংলাদেশে ২০২১ সালের মার্চে ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন একটি বিশেষ মুহূর্ত। সেই অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে ভাগ করে নিলাম।https://t.co/XpZL6wzWyl
— Narendra Modi (@narendramodi) March 28, 2022বাংলাদেশে ২০২১ সালের মার্চে ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন একটি বিশেষ মুহূর্ত। সেই অনুষ্ঠানে আমার বক্তব্য এখানে ভাগ করে নিলাম।https://t.co/XpZL6wzWyl
— Narendra Modi (@narendramodi) March 28, 2022