দেরাদুন, 30 সেপ্টেম্বর : কেদারনাথ মন্দিরে আশীর্বাদ নিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 7 অক্টোবর তাঁর মন্ত্রিত্বের 20 বছর পূর্ণ হচ্ছে ৷ 2001-এর এই দিনে তিনি প্রথম গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন ৷ পরে 2014-য় প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্বভার নেন ৷ তাই 7 অক্টোবর উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দির (Kedarnath) দর্শনে যাবেন নরেন্দ্র মোদি ৷
এই সময় উত্তরাখণ্ডের ঋষিকেশে (Rishikesh) এইমস হাসপাতালে (AIIMS Hospital) তিনি একটি অক্সিজেন প্ল্যান্ট (oxygen plant), দেরাদুনে (Dehradun) জলি গ্রান্ট (Jolly Grant Airport) বিমানবন্দরের একটি টার্মিনালের উদ্বোধন করবেন ৷ ঋষিকেশে একটি সভায় বক্তৃতা দেওয়ার কথা রয়েছে মোদির ৷ আর সেখানে ঋষিকেশ থেকে কর্নপ্রয়াগ (Rishikesh-Karnprayag) পর্যন্ত রেললাইন তৈরির কাজ কী অবস্থায় রয়েছে, তাও নিজের চোখে দেখবেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন : Amit-Amarinder Meet : বৈঠকের জল্পনা খারিজ করেও অমিত সাক্ষাতে অমরিন্দর
আগামী বছরের প্রথম দিকেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তাই সেখানে স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে ভোট পরিস্থিতি, কৌশল সংক্রান্ত বৈঠক করবেন বিজেপি প্রধানমন্ত্রী ৷ এই সফর শুধুমাত্র কেদারনাথ মন্দিরে যাওয়ায় সীমাবদ্ধ নয়, বরং রাজ্যের আসন্ন নির্বাচনের জন্য উল্লেখযোগ্য ৷
ইতিমধ্যে দলে ও রাজ্য সরকারি স্তরে ভোটের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ সম্প্রতি বিজেপি মহিলা মোর্চা (BJP Mahila Morcha) জাতীয় স্তরে উচ্চ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করে ৷ বুধবার রাজ্যে কেন্দ্রীয় স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি (National President) জে পি নাড্ডা (JP Nadda) ৷