বেঙ্গালুরু, 5 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র 5 দিন ৷ শুক্রবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3 দিন রাজ্যের একাধিক জেলায় রোড শো করবেন ৷ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার করবেন ৷ শুক্রবার দুপুর নাগাদ তিনি দিল্লি থেকে কর্ণাটকে পৌঁছবেন ৷ বেলা 2 টোয় বেল্লারি এবং সাড়ে 4টে টুমাকুর গ্রামীণ জনসভায় অংশ নেবেন ৷
মোদির এই নির্বাচনী কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি ৷ আজ বেল্লারি শহরের কাপাগাল্লু রোডে দুপুর 2টোয় মোদির কর্মসূচি শুরু হবে ৷ কিন্তু গতকাল রাতে বৃষ্টি হওয়ায় অনুষ্ঠানস্থলে জল জমেছে ৷ এখনও আবহাওয়া মেঘলা বৃষ্টির আশঙ্কা রয়েছে ৷ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম মেরামতের কাজ করছেন কর্মীরা ৷ কর্মীদের জন্য প্রায় 80 টি আসনের ব্যবস্থা করা হয়েছে ৷ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের প্রায় 1.5 থেকে 2 লক্ষ দলীয় কর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে ৷
বেল্লারিতে সম্মেলন শেষে টুমাকুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদী ৷ জেলার 11টি আসনের প্রার্থীদের জন্য প্রচার করবেন ৷ বিকেল সাড়ে 4টেয় টুমাকুর পৌঁছনোর কথা রয়েছে তাঁর ৷ শহরের সরকারি প্রি-গ্র্যাজুয়েশন কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মীদের একটি বিশাল সম্মেলনে মোদি অংশ নেবেন ৷ সম্মেলনে প্রায় এক লাখ লোকের সমাগম হবে বলে মনে করা হচ্ছে ৷
বেঙ্গালুরুতে মোদি রোড শো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বেঙ্গালুরুতে রোড শো করবেন ৷ রোড শো জেপি নগরের ব্রিগেড মিলেনিয়াম থেকে শুরু হয়ে মল্লেশ্বরার সার্কেল মারাম্মা মন্দির পর্যন্ত চলবে ৷ পরে নরেন্দ্র মোদি বাদামীর (বাগালাকোট জেলা) উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 4টেয় সম্মেলনে যোগ দেবেন ৷ এরপর সন্ধ্যা 7টায় হাভেরিতে তাঁর জনসভা রয়েছে ৷ এরপর প্রধানমন্ত্রী হুবলি যাবেন এবং সেখানেই থাকবেন ৷
দ্বিতীয় দিনের বেঙ্গালুরু রোড শো অনুষ্ঠিত হবে । রবিবার সকাল 10 টা থেকে 11.30 টা পর্যন্ত এই মেগা রোড শো করার কথা প্রধানমন্ত্রীর । সুরঞ্জন দাস সার্কেল থেকে ট্রিনিটি সার্কেল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই রোড শো ৷ বেঙ্গালুরু রোড শোয়ের পরে, প্রধানমন্ত্রী বিকেল 4টায় শিবমোগ্গায় এবং সন্ধ্যা 7টায় মহীশূরের নাঞ্জনগুড়ের একটি জনসভায় যোগ দেবেন ৷ সভা শেষ হওয়ার পর তিনি নাঞ্জনগুড়ের শ্রীকান্তেশ্বর মন্দিরে যাবেন এবং বিশেষ পুজো দেবেন ৷ এরপর তিনি দিল্লির জন্য রওনা দেবেন ৷
আরও পড়ুন: 'ধর্মের ভিত্তিতে সংরক্ষণ অসাংবিধানিক', কর্ণাটকে 'শাহি' বার্তায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী