দিল্লি, 16 ফেব্রুয়ারি : 2021-22 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে বাড়তি নজর দেওয়া হয়েছে পরিকাঠামো ক্ষেত্রে । কীভাবে পরিকাঠামো ক্ষেত্রে কার্যকর বিকাশ রূপায়ণ করা যাবে, তা নিয়ে আজ একটি অনলাইন আলোচনাচক্রে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ বিকেল 4 টের সময় ওয়েবিনারটি আয়োজন করা হয়েছে ।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়েবিনারটিতে 200 জনেরও বেশি প্যানেলিস্ট অংশগ্রহণ করবেন । প্যানেলিস্টদের মধ্যে রয়েছেন বিভিন্ন অর্থকরী সংস্থা ও ফান্ডের প্রতিনিধিরা । এছাড়াও থাকবেন এই সংক্রান্ত বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন : বারাণসীর দু‘টি গ্রাম দত্তক নেবেন প্রধানমন্ত্রী
পরিকাঠামো ক্ষেত্রে উন্নয়নের গতি ও গুণগত মান কীভাবে আরও ভালো করা যায়, সেই সংক্রান্ত বিষয়ে নিজেদের মত জানাবেন প্যানেলিস্টরা । মূল লক্ষ্য থাকবে উন্নত প্রযুক্তির ব্যবহার ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ টানার দিকে ।