ETV Bharat / bharat

PM Narendra Modi : সকাল 10টায় দেশবাসীকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী - 100 কোটি ভ্যাকসিনের ডোজ

গতকাল 100 কোটি কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়ার সীমা অতিক্রম করে ইতিহাস তৈরি করেছে ভারত ৷ হু-সহ বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ৷ আজ সকাল 10 টায় তিনি কী বলবেন দেশবাসীকে ?

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Oct 22, 2021, 8:12 AM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর : আজ সকাল 10 টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ গতকাল ভারত 100 কোটি কোভিড-19 ভ্যাকসিন ডোজ (COVID-19 vaccination) অতিক্রম করে ইতিহাস গড়েছে ৷ এর আগে বিশ্বে চিন প্রথম 100 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়ার রেকর্ড গড়েছিল ৷ ভারত রইল দ্বিতীয় স্থানে ৷

প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল পিএমও ইন্ডিয়ায় (PMO India) একটি টুইটে দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা দেওয়ার কথা জানানো হয়েছে ৷ বৃহস্পতিবার (21 October) সকালে 100 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়ার মাইলফলক ছুঁয়ে ফেলে ভারত ৷ উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী টুইট করে জানান "ভারত ইতিহাস গড়েছে" ৷ তিনি দেশের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের অভিনন্দন জানান ৷ এই জয় ভারতের বিজ্ঞানের, উদ্যমের এবং 130 কোটি ভারতীয়ের সামগ্রিক উদ্দীপনার ৷

আরও পড়ুন : 1 Billion Vaccine : 100 কোটি ডোজের উদযাপনে তেরঙা আলোয় উদ্ভাসিত মেটকাফ হল ও কারেন্সি বিল্ডিং

পরে নয়াদিল্লিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এইমস-এর (AIIMS) নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "21 অক্টোবর, 2021, এই দিনটি ইতিহাসে লিপিবদ্ধ হল ৷ ভারত কিছুক্ষণ আগে 100 কোটি ভ্যাকসিনের ডোজ় পার করেছে ৷ 100 বছরের সবচেয়ে বড়ো প্যানডেমিকের মোকাবিলায় দেশে এখন 100 কোটি ভ্যাকসিন ডোজের সুরক্ষিত ঢাল রয়েছে ৷ এই কৃতিত্ব ভারতের, প্রত্যেক ভারতীয় নাগরিকের ৷"

নয়াদিল্লি, 22 অক্টোবর : আজ সকাল 10 টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ গতকাল ভারত 100 কোটি কোভিড-19 ভ্যাকসিন ডোজ (COVID-19 vaccination) অতিক্রম করে ইতিহাস গড়েছে ৷ এর আগে বিশ্বে চিন প্রথম 100 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়ার রেকর্ড গড়েছিল ৷ ভারত রইল দ্বিতীয় স্থানে ৷

প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল পিএমও ইন্ডিয়ায় (PMO India) একটি টুইটে দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা দেওয়ার কথা জানানো হয়েছে ৷ বৃহস্পতিবার (21 October) সকালে 100 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়ার মাইলফলক ছুঁয়ে ফেলে ভারত ৷ উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী টুইট করে জানান "ভারত ইতিহাস গড়েছে" ৷ তিনি দেশের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের অভিনন্দন জানান ৷ এই জয় ভারতের বিজ্ঞানের, উদ্যমের এবং 130 কোটি ভারতীয়ের সামগ্রিক উদ্দীপনার ৷

আরও পড়ুন : 1 Billion Vaccine : 100 কোটি ডোজের উদযাপনে তেরঙা আলোয় উদ্ভাসিত মেটকাফ হল ও কারেন্সি বিল্ডিং

পরে নয়াদিল্লিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এইমস-এর (AIIMS) নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "21 অক্টোবর, 2021, এই দিনটি ইতিহাসে লিপিবদ্ধ হল ৷ ভারত কিছুক্ষণ আগে 100 কোটি ভ্যাকসিনের ডোজ় পার করেছে ৷ 100 বছরের সবচেয়ে বড়ো প্যানডেমিকের মোকাবিলায় দেশে এখন 100 কোটি ভ্যাকসিন ডোজের সুরক্ষিত ঢাল রয়েছে ৷ এই কৃতিত্ব ভারতের, প্রত্যেক ভারতীয় নাগরিকের ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.