ETV Bharat / bharat

India Japan: জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মোদির - নরেন্দ্র মোদি

জাপানের প্রধানমন্ত্রীর (Japan PM) দায়িত্ব নেওয়া ফুমিয়ো কিশিদার (Fumio Kishida) সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ দু‘দেশের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি ৷

PM narendra modi-speaks-to-japans-new-pm Fumio Kishida
জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মোদির
author img

By

Published : Oct 8, 2021, 8:10 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর: জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী (Japan PM) ফুমিয়ো কিশিদার (Fumio Kishida) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন নমো ৷

সোমবার ফুমিয়ো কিশিদাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে জাপানের সংসদ ৷ ইয়োশিহিদে সুগার জায়গায় এলেন তিনি ৷ প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মোদির সঙ্গে কথা বললেন কিশিদা ৷ নতুন পদে আসার পর তাঁকে ফোন করে তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে সে কথা জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: Air India: ₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

মোদি লিখেছেন, "জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া এইচ. ই. ফুমিয়ো কিশিদাকে অভিনন্দন জানাতে তাঁকে ফোন করেছিলাম ৷ ভারত-জাপানের মধ্যে কৌশলগত বন্ধন সুদৃঢ় করতে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় (Indo-Pacific Region) এলাকায় সমঝোতা বৃদ্ধিতে তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ৷" ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে বেশ কয়েকদিন ধরেই সচেষ্ট দিল্লি ৷

আরও পড়ুন: Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

নয়াদিল্লি, 8 অক্টোবর: জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী (Japan PM) ফুমিয়ো কিশিদার (Fumio Kishida) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন নমো ৷

সোমবার ফুমিয়ো কিশিদাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে জাপানের সংসদ ৷ ইয়োশিহিদে সুগার জায়গায় এলেন তিনি ৷ প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম মোদির সঙ্গে কথা বললেন কিশিদা ৷ নতুন পদে আসার পর তাঁকে ফোন করে তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে সে কথা জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: Air India: ₹18,000 কোটিতে এয়ার ইন্ডিয়া কিনছে টাটা গোষ্ঠী

মোদি লিখেছেন, "জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া এইচ. ই. ফুমিয়ো কিশিদাকে অভিনন্দন জানাতে তাঁকে ফোন করেছিলাম ৷ ভারত-জাপানের মধ্যে কৌশলগত বন্ধন সুদৃঢ় করতে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় (Indo-Pacific Region) এলাকায় সমঝোতা বৃদ্ধিতে তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ৷" ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে বেশ কয়েকদিন ধরেই সচেষ্ট দিল্লি ৷

আরও পড়ুন: Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.