ETV Bharat / bharat

PM Modi on Union Budget 2023: অমৃতকালের প্রথম বাজেট কৃষক থেকে মধ্যবিত্তের স্বপ্নপূরণ করবে, বললেন প্রধানমন্ত্রী

বুধবার 2023-24 আর্থিক বছরের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) ৷ সেই বাজেট নিয়ে পরে ভার্চুয়াল ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই ভাষণে তিনি বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন ৷

PM Modi on Union Budget 2023
PM Modi on Union Budget 2023
author img

By

Published : Feb 1, 2023, 2:50 PM IST

Updated : Feb 1, 2023, 3:34 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: স্বাধীনতার 75 বছর থেকে শতবর্ষ পর্যন্ত সময় অমৃতকাল (Amrit Kaal) বলছে কেন্দ্রীয় সরকার ৷ আর সেই অমৃতকালের প্রথম বাজেট পেশ হল বুধবার ৷ এদিন ভার্চুয়াল ভাষণের মাধ্য়মে ওই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর বক্তব্য, এই বাজেট কৃষক থেকে মধ্যবিত্ত, সমাজের বঞ্চিত অংশ থেকে উচ্চাকাঙ্খীদের স্বপ্নপূরণের কাজ করবে ৷

বুধবার সকাল 11টায় লোকসভায় 2023-24 আর্থিক বছরের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Budget) ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি বাজেট ভাষণ দেন ৷ যে বাজেটে একাধিক ঘোষণা রয়েছে ৷ পাশাপাশি বারবার ফিরে এসেছে অমৃতকালের বিষয়টি ৷ দুপুর 2টো নাগাদ বাজেট নিয়ে ভার্চুয়াল ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ তিনিও অমৃতকাল দিয়েই শুরু করেন নিজের বক্তব্য ৷

তিনি বলেন, ‘‘অমৃতকালে প্রথম বাজেট বিকশিত ভারতের বিরাট সংকল্প পূরণের জন্য মজবুত ভিত নির্মাণ করছে ৷ এই বাজেট বঞ্চিতদের, গ্রামবাসী, মধ্যবিত্তদের স্বপ্নপূরণের কাজ করবে ৷’’ এই বাজেট ভারতবাসীকে উপহার দেওয়ার জন্য তিনি অভিনন্দন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ৷ বাজেট তৈরিতে সীতারমনের যে দল কাজ করেছে, তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এবারের বাজেটে (Union Budget 2023) নতুন যে প্রকল্পগুলি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান ৷ ওই প্রকল্পের কথাও উঠে এসেছে মোদির ভাষণে ৷ তিনি জানিয়েছেন, কোটি কোটি বিশ্বকর্মা এই দেশের নির্মাতা৷ কামার, স্বর্ণকার, আরও অনেকে আছেন ৷ এঁদের জন্য এই প্রথম বাজেট নতুন প্রকল্প আনা হয়েছে ৷ সরকার এঁদের প্রযুক্তি, প্রশিক্ষণ, আর্থিক সাহায্য দেবে ৷

এবারের বাজেটে মহিলাদের জন্য একটি সঞ্চয় যোজনা শুরু করার কথা বলা হয়েছে ৷ সেই প্রসঙ্গও প্রধানমন্ত্রী তুলেছেন ৷ ওই সঞ্চয় যোজনা মহিলাদের আত্মনির্ভর হতে সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন ৷ এর আগে তাঁর সরকারের তৈরি করা জনধন যোজনার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, জনধন যোজনা যেভাবে সাফল্য পেয়েছিল, এই প্রকল্পও একই ভাবে সফল হবে ৷

এবারের বাজেটে আয়করে (Income Tax) ছাড়ের উর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে ৷ এতদিন 5 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হত ৷ এবার তা বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হল ৷ মধ্যবিত্তদের স্বস্তিদিতেই এই ঘোষণা বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, মধ্যবিত্তরা ভারতের সবচেয়ে বড় শক্তি ৷ এঁদের জন্য তাঁর সরকার আগে অনেক প্রকল্প নিয়েছে ৷ কর ছাড় দেওয়া হয়েছে ৷ কর প্রদান সহজ করা হয়েছে ৷ মধ্যবিত্তদের পাশে সব সময় কেন্দ্র রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: 16 শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাবে সিগারেট আরও মহার্ঘ হওয়ার পথে

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: স্বাধীনতার 75 বছর থেকে শতবর্ষ পর্যন্ত সময় অমৃতকাল (Amrit Kaal) বলছে কেন্দ্রীয় সরকার ৷ আর সেই অমৃতকালের প্রথম বাজেট পেশ হল বুধবার ৷ এদিন ভার্চুয়াল ভাষণের মাধ্য়মে ওই বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তাঁর বক্তব্য, এই বাজেট কৃষক থেকে মধ্যবিত্ত, সমাজের বঞ্চিত অংশ থেকে উচ্চাকাঙ্খীদের স্বপ্নপূরণের কাজ করবে ৷

বুধবার সকাল 11টায় লোকসভায় 2023-24 আর্থিক বছরের জন্য বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Budget) ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি বাজেট ভাষণ দেন ৷ যে বাজেটে একাধিক ঘোষণা রয়েছে ৷ পাশাপাশি বারবার ফিরে এসেছে অমৃতকালের বিষয়টি ৷ দুপুর 2টো নাগাদ বাজেট নিয়ে ভার্চুয়াল ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ তিনিও অমৃতকাল দিয়েই শুরু করেন নিজের বক্তব্য ৷

তিনি বলেন, ‘‘অমৃতকালে প্রথম বাজেট বিকশিত ভারতের বিরাট সংকল্প পূরণের জন্য মজবুত ভিত নির্মাণ করছে ৷ এই বাজেট বঞ্চিতদের, গ্রামবাসী, মধ্যবিত্তদের স্বপ্নপূরণের কাজ করবে ৷’’ এই বাজেট ভারতবাসীকে উপহার দেওয়ার জন্য তিনি অভিনন্দন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ৷ বাজেট তৈরিতে সীতারমনের যে দল কাজ করেছে, তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এবারের বাজেটে (Union Budget 2023) নতুন যে প্রকল্পগুলি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান ৷ ওই প্রকল্পের কথাও উঠে এসেছে মোদির ভাষণে ৷ তিনি জানিয়েছেন, কোটি কোটি বিশ্বকর্মা এই দেশের নির্মাতা৷ কামার, স্বর্ণকার, আরও অনেকে আছেন ৷ এঁদের জন্য এই প্রথম বাজেট নতুন প্রকল্প আনা হয়েছে ৷ সরকার এঁদের প্রযুক্তি, প্রশিক্ষণ, আর্থিক সাহায্য দেবে ৷

এবারের বাজেটে মহিলাদের জন্য একটি সঞ্চয় যোজনা শুরু করার কথা বলা হয়েছে ৷ সেই প্রসঙ্গও প্রধানমন্ত্রী তুলেছেন ৷ ওই সঞ্চয় যোজনা মহিলাদের আত্মনির্ভর হতে সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন ৷ এর আগে তাঁর সরকারের তৈরি করা জনধন যোজনার কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, জনধন যোজনা যেভাবে সাফল্য পেয়েছিল, এই প্রকল্পও একই ভাবে সফল হবে ৷

এবারের বাজেটে আয়করে (Income Tax) ছাড়ের উর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে ৷ এতদিন 5 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হত ৷ এবার তা বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হল ৷ মধ্যবিত্তদের স্বস্তিদিতেই এই ঘোষণা বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, মধ্যবিত্তরা ভারতের সবচেয়ে বড় শক্তি ৷ এঁদের জন্য তাঁর সরকার আগে অনেক প্রকল্প নিয়েছে ৷ কর ছাড় দেওয়া হয়েছে ৷ কর প্রদান সহজ করা হয়েছে ৷ মধ্যবিত্তদের পাশে সব সময় কেন্দ্র রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: 16 শতাংশ শুল্ক বৃদ্ধির প্রস্তাবে সিগারেট আরও মহার্ঘ হওয়ার পথে

Last Updated : Feb 1, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.