ETV Bharat / bharat

PM Modi on Women Empowerment: 9 বছরে নারীর ক্ষমতায়ন থেকে নারীর নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়েছে ভারত, দাবি প্রধানমন্ত্রীর - মোদি সরকার

বাজেট পরবর্তী ওয়েবিনারে (Post Budget Webinar) শুক্রবারের বিষয় ছিল ভারতীয় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) জানান, গত 9 বছরে নারীর ক্ষমতায়ন থেকে নারীর নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়েছে ভারত ৷

PM Modi on Women Empowerment
PM Modi on Women Empowerment
author img

By

Published : Mar 10, 2023, 1:00 PM IST

নয়াদিল্লি, 10 মার্চ: মোদি জমানায় ভারতে নারীর ক্ষমতায়নে অনেক কাজ হয়েছে ৷ আগে নারীর উন্নয়নের লক্ষ্যে কাজ হত ৷ 2014 সালের পরের নয় বছরে সেই পরিস্থিতি বদলে গিয়েছে ৷ এখন নারীর নেতৃত্বে উন্নয়নের কাজ হয় ৷ শুক্রবার এমনই দাবি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi on Women Empowerment) ৷

আগামী আর্থিক বছরের জন্য যে বাজেট তৈরি করেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Government), সেই বাজেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়েবিনারের আয়োজন করছে কেন্দ্র ৷ শুক্রবার তেমনই একটি ওয়েবিনারে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি ভারতীয় মহিলাদের স্বনির্ভর হওয়ার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন ৷

এদিন বাজেট পরবর্তী যে ওয়েবিনারের আয়োজন করা হয়, তার বিষয় ছিল নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (Economic Empowerment of Women) ৷ সেখানে প্রধানমন্ত্রী মোদি জানান, দেশে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি ও গণিতের মতো ক্ষেত্রগুলিতে এখন মহিলাদের অংশীদারিত্ব প্রায় 42 শতাংশ ৷ যা আমেরিকা, ব্রিটেন ও জার্মানির থেকে বেশি বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷

একই সঙ্গে মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলি থেকে ইউনিকর্ন তৈরির উপর জোর দেন ৷ কেন্দ্রীয় সরকার বাজেটে এই নিয়ে তিন বছরের পরিকল্পনা করেছে বলেও উল্লেখ করেন তিনি ৷ প্রসঙ্গত, শেয়ার বাজারে তালিকাভুক্ত না হয়েও ইউনিকর্ন কোম্পানিগুলি 1 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পুঁজি তৈরি করতে পারে ৷

2014 সালে প্রধানমন্ত্রী পদে বসার পর নরেন্দ্র মোদি ঋণ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আসেন ৷ যে প্রকল্পগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর জোর দেওয়া হয় ৷ তেমনই একটি প্রকল্প মুদ্রা লোন ৷ এদিনের ওয়েবিনারে সেই মুদ্রা লোনের প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, এখনও পর্যন্ত মুদ্রা লোনের উপভোক্তাদের মধ্যে 70 শতাংশ মহিলা ৷

তাঁর কথায়, এই মহিলারা নিজেদের পরিবারের জন্য রোজগার করছেন ৷ পাশাপাশি দেশের অর্থনীতির জন্য নতুন নতুন রাস্তার উন্মোচন করছেন ৷ তিনি জানান, মহিলাদর প্রতি সমান মনোভাব ও সম্মান প্রদর্শন করলে ভারত সামনের দিকে এগোতে পারবে ৷ তাই তিনি মহিলাদের সামনে আসা সমস্ত বাধা দূর করার জন্য সকলকে দৃঢ়প্রতিজ্ঞ হতে আহ্বান জানিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রের তরফে মোট 12টি এমন বাজেট পরবর্তী ওয়েবিনার আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল ৷ ইতিমধ্যে 10টি ওয়েবিনার আয়োজন শেষ হয়েছে ৷ শুক্রবার একাদশতম ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল ৷ আরও একটি ওয়েবনিরারের আয়োজন এখনও বাকি রয়েছে ৷ এই ওয়েবিনারগুলিতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের মন্ত্রীরা ছাড়াও থাকছেন আমলারা ৷ এছাড়া বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরাও থাকছেন ৷ সংশ্লিষ্ট বিষয়গুলিতে তাঁদের মতামত নেওয়া হচ্ছে এই ওয়েবিনারগুলি থেকে ৷

আরও পড়ুন: ডিজিটাল বিপ্লবের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 10 মার্চ: মোদি জমানায় ভারতে নারীর ক্ষমতায়নে অনেক কাজ হয়েছে ৷ আগে নারীর উন্নয়নের লক্ষ্যে কাজ হত ৷ 2014 সালের পরের নয় বছরে সেই পরিস্থিতি বদলে গিয়েছে ৷ এখন নারীর নেতৃত্বে উন্নয়নের কাজ হয় ৷ শুক্রবার এমনই দাবি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi on Women Empowerment) ৷

আগামী আর্থিক বছরের জন্য যে বাজেট তৈরি করেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Government), সেই বাজেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়েবিনারের আয়োজন করছে কেন্দ্র ৷ শুক্রবার তেমনই একটি ওয়েবিনারে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি ভারতীয় মহিলাদের স্বনির্ভর হওয়ার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন ৷

এদিন বাজেট পরবর্তী যে ওয়েবিনারের আয়োজন করা হয়, তার বিষয় ছিল নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন (Economic Empowerment of Women) ৷ সেখানে প্রধানমন্ত্রী মোদি জানান, দেশে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি ও গণিতের মতো ক্ষেত্রগুলিতে এখন মহিলাদের অংশীদারিত্ব প্রায় 42 শতাংশ ৷ যা আমেরিকা, ব্রিটেন ও জার্মানির থেকে বেশি বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন ৷

একই সঙ্গে মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলি থেকে ইউনিকর্ন তৈরির উপর জোর দেন ৷ কেন্দ্রীয় সরকার বাজেটে এই নিয়ে তিন বছরের পরিকল্পনা করেছে বলেও উল্লেখ করেন তিনি ৷ প্রসঙ্গত, শেয়ার বাজারে তালিকাভুক্ত না হয়েও ইউনিকর্ন কোম্পানিগুলি 1 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পুঁজি তৈরি করতে পারে ৷

2014 সালে প্রধানমন্ত্রী পদে বসার পর নরেন্দ্র মোদি ঋণ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আসেন ৷ যে প্রকল্পগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর জোর দেওয়া হয় ৷ তেমনই একটি প্রকল্প মুদ্রা লোন ৷ এদিনের ওয়েবিনারে সেই মুদ্রা লোনের প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, এখনও পর্যন্ত মুদ্রা লোনের উপভোক্তাদের মধ্যে 70 শতাংশ মহিলা ৷

তাঁর কথায়, এই মহিলারা নিজেদের পরিবারের জন্য রোজগার করছেন ৷ পাশাপাশি দেশের অর্থনীতির জন্য নতুন নতুন রাস্তার উন্মোচন করছেন ৷ তিনি জানান, মহিলাদর প্রতি সমান মনোভাব ও সম্মান প্রদর্শন করলে ভারত সামনের দিকে এগোতে পারবে ৷ তাই তিনি মহিলাদের সামনে আসা সমস্ত বাধা দূর করার জন্য সকলকে দৃঢ়প্রতিজ্ঞ হতে আহ্বান জানিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রের তরফে মোট 12টি এমন বাজেট পরবর্তী ওয়েবিনার আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল ৷ ইতিমধ্যে 10টি ওয়েবিনার আয়োজন শেষ হয়েছে ৷ শুক্রবার একাদশতম ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল ৷ আরও একটি ওয়েবনিরারের আয়োজন এখনও বাকি রয়েছে ৷ এই ওয়েবিনারগুলিতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের মন্ত্রীরা ছাড়াও থাকছেন আমলারা ৷ এছাড়া বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরাও থাকছেন ৷ সংশ্লিষ্ট বিষয়গুলিতে তাঁদের মতামত নেওয়া হচ্ছে এই ওয়েবিনারগুলি থেকে ৷

আরও পড়ুন: ডিজিটাল বিপ্লবের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.