ETV Bharat / bharat

আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী মোদি - নরেন্দ্র মোদি

PM Narendra Modi: বুধবার গুজরাতের গান্ধিনগরে ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট 2024 এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি জানান, আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 2:40 PM IST

গান্ধিনগর, 10 জানুয়ারি: স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময় ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, বুধবার গুজরাতের গান্ধিনগরে ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিটের উদ্বোধন করে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2047 সাল পর্যন্ত সময়কে কেন্দ্রীয় সরকার অমৃতকাল হিসেবে ঘোষণা করেছে ৷ সেই কারণে মোদি এ দিন উল্লেখ করেছেন যে এটা অমৃতকালে প্রথম ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট ৷

প্রধানমন্ত্রী বলেন, "এই অমৃতকালের মধ্যে এটিই প্রথম ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট । তাই এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ । 100টিরও বেশি দেশের প্রতিনিধি, যাঁরা এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন, তাঁরা ভারতের এই উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার ।" এর পরই তাঁর সংযোজন, "সাম্প্রতিককালে, ভারত স্বাধীনতার 75 বছর পূর্ণ করেছে । এখন, ভারত আগামী 25 বছরের জন্য তার লক্ষ্য নিয়ে কাজ করছে । স্বাধীনতার 100 বছর উদযাপন করার সময় ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য আমাদের রয়েছে । তাই, এই 25 বছরের সময়কাল ভারতের অমৃতকাল ৷"

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ভারতের পরিকাঠামো উন্নয়নের কথা শোনা যায় ৷ গত দশ বছরে অর্থাৎ তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়েই যে এই পরিকাঠামো উন্নয়নের কাজ আগের তুলনায় অনেক বেশি গতি পেয়েছে, সেটাও জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী ৷ তাঁর বক্তব্য, এই সংস্কার দেশের অর্থনীতির ভিত আরও শক্তিশালী করছে ৷ তিনি বলেন, "আজ, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি । 10 বছর আগে, ভারত একাদশতম অবস্থানে ছিল । আজ, সমস্ত প্রধান সংস্থা অনুমান করে যে ভারত আগামী বছরগুলিতে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে । বিশ্বের মানুষ তাঁদের মতো করে বিশ্লেষণ করুন ৷ কিন্তু এটা যে ঘটবে সেটা আমার গ্যারান্টি ৷”

গুজরাতের এই শিল্প শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও অন্যান্য প্রতিনিধিরা ছিলেন ৷ এছাড়াও ছিলেন অনেক বিদেশি প্রতিনিধি, মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতিরা ৷ এ দিন মূলত অর্থনৈতিক বৃদ্ধি, বিনিয়োগ ও আন্তর্জাতিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 2047 এর মধ্যে ভারতের 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পথে কেউ বাধা হতে পারবে না, মত আম্বানির
  2. আগামী 5 বছরে গুজরাতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির
  3. ভারতের জিডিপি বৃদ্ধি গত 10 বছরের রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন, দাবি প্রধানমন্ত্রীর

গান্ধিনগর, 10 জানুয়ারি: স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময় ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, বুধবার গুজরাতের গান্ধিনগরে ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিটের উদ্বোধন করে এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 2047 সাল পর্যন্ত সময়কে কেন্দ্রীয় সরকার অমৃতকাল হিসেবে ঘোষণা করেছে ৷ সেই কারণে মোদি এ দিন উল্লেখ করেছেন যে এটা অমৃতকালে প্রথম ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট ৷

প্রধানমন্ত্রী বলেন, "এই অমৃতকালের মধ্যে এটিই প্রথম ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট । তাই এটি আরও বেশি তাৎপর্যপূর্ণ । 100টিরও বেশি দেশের প্রতিনিধি, যাঁরা এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন, তাঁরা ভারতের এই উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ অংশীদার ।" এর পরই তাঁর সংযোজন, "সাম্প্রতিককালে, ভারত স্বাধীনতার 75 বছর পূর্ণ করেছে । এখন, ভারত আগামী 25 বছরের জন্য তার লক্ষ্য নিয়ে কাজ করছে । স্বাধীনতার 100 বছর উদযাপন করার সময় ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য আমাদের রয়েছে । তাই, এই 25 বছরের সময়কাল ভারতের অমৃতকাল ৷"

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ভারতের পরিকাঠামো উন্নয়নের কথা শোনা যায় ৷ গত দশ বছরে অর্থাৎ তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়েই যে এই পরিকাঠামো উন্নয়নের কাজ আগের তুলনায় অনেক বেশি গতি পেয়েছে, সেটাও জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী ৷ তাঁর বক্তব্য, এই সংস্কার দেশের অর্থনীতির ভিত আরও শক্তিশালী করছে ৷ তিনি বলেন, "আজ, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি । 10 বছর আগে, ভারত একাদশতম অবস্থানে ছিল । আজ, সমস্ত প্রধান সংস্থা অনুমান করে যে ভারত আগামী বছরগুলিতে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে । বিশ্বের মানুষ তাঁদের মতো করে বিশ্লেষণ করুন ৷ কিন্তু এটা যে ঘটবে সেটা আমার গ্যারান্টি ৷”

গুজরাতের এই শিল্প শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও অন্যান্য প্রতিনিধিরা ছিলেন ৷ এছাড়াও ছিলেন অনেক বিদেশি প্রতিনিধি, মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতিরা ৷ এ দিন মূলত অর্থনৈতিক বৃদ্ধি, বিনিয়োগ ও আন্তর্জাতিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 2047 এর মধ্যে ভারতের 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার পথে কেউ বাধা হতে পারবে না, মত আম্বানির
  2. আগামী 5 বছরে গুজরাতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির
  3. ভারতের জিডিপি বৃদ্ধি গত 10 বছরের রূপান্তরমূলক সংস্কারের প্রতিফলন, দাবি প্রধানমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.