ETV Bharat / bharat

PM Narendra Modi: দেশের প্রতিটি কোনা উন্নত হলে বিকশিত ভারতের সপ্ন সফল হবে, মত প্রধানমন্ত্রী মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi on Dream of Developed India: মঙ্গলবার ছত্তিশগড়ের বস্তারে একাধিক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি জানান, দেশের প্রতিটি কোনা উন্নত হলে বিকশিত ভারতের সপ্ন সফল হবে ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ANI

Published : Oct 3, 2023, 5:02 PM IST

বস্তার, 3 অক্টোবর: কখন বিকশিত ভারতের স্বপ্ন সফল হবে, মঙ্গলবার তার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, বিকশিত ভারত তখনই বলা যাবে, যখন দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রামে উন্নয়ন সম্পূর্ণ হবে ৷ এ দিন ছত্তিশগড়ের বস্তারে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি ৷ তার পর ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন প্রধানমন্ত্রী মোদি ৷

এ দিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ছত্তিশগড়ের মানুষের উন্নতির জন্য 27 হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হল ৷ এর জন্য তিনি মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হওয়া ওই রাজ্যের মানুষকে অভিনন্দন জানান ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, পরিকাঠামোয় ভবিষ্যতের চাহিদা উন্নত ভারত তৈরি নিশ্চিত করতে হবে । সেই কারণে তাঁর সরকার গত 9 বছরে পরিকাঠামো উন্নয়ন খাতে 10 লক্ষ কোটি টাকা খরচ করেছে বলেও প্রধানমন্ত্রী দাবি করেন ৷

তিনি ইস্পাতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ৷ রেল, রাস্তা, বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহণ, গরিবদের জন্য বাড়ি, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে ইস্পাতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলেও তিনি জানান ৷ তাঁর দাবি, সেই কারণে গত 9 বছরে ইস্পাত উৎপাদনে ভারতকে আত্মনির্ভর করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷

ছত্তিশগড়ের নগরনারে সবচেয়ে আধুনিক ইস্পাত কারখানার শিলান্যাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ছত্তিশগড় একটি বড় ইস্পাত উৎপাদনকারী রাজ্য হওয়ার সুফল ভোগ করছে ৷ বস্তারে উৎপাদিত ইস্পাত প্রতিরক্ষা রফতানি বাড়ানোর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করবে ৷’’

তাছাড়া বস্তার এলাকার এই ইস্পাত কারখানা স্থানীয় প্রায় 50 হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও তিনি জানিয়েছেন ৷ তিনি আরও জানান, নতুন ইস্পাত কারখানার মাধ্যমে কেন্দ্রীয় সরকার বস্তারের উন্নয়নকে অগ্রাধিকার দিল ৷

উল্লেখ্য, 2023 সালের শেষে সালের দেশের পাঁচ রাজ্য়ে বিধানসভা নির্বাচন হবে ৷ সেই তালিকায় রয়েছে ছত্তিশগড় ৷ 2018 সালে এই রাজ্যে কংগ্রেসের কাছে হেরেছিল বিজেপি ৷ এবার সেই ক্ষমতা পুনরুদ্ধারে মরিয়া প্রচেষ্টা করে যাচ্ছে গেরুয়া শিবির ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছত্তিশগড়ের জন্য এই ‘উন্নয়ন-মন্ত্র’ কি ভোটমুখী, উঠছে প্রশ্ন ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন: 60 বছরে কোনও উন্নয়ন করেনি কংগ্রেস, মধ্যপ্রদেশ থেকে তোপ মোদির

বস্তার, 3 অক্টোবর: কখন বিকশিত ভারতের স্বপ্ন সফল হবে, মঙ্গলবার তার ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, বিকশিত ভারত তখনই বলা যাবে, যখন দেশের প্রতিটি রাজ্য, প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রামে উন্নয়ন সম্পূর্ণ হবে ৷ এ দিন ছত্তিশগড়ের বস্তারে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি ৷ তার পর ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন প্রধানমন্ত্রী মোদি ৷

এ দিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ছত্তিশগড়ের মানুষের উন্নতির জন্য 27 হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হল ৷ এর জন্য তিনি মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হওয়া ওই রাজ্যের মানুষকে অভিনন্দন জানান ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, পরিকাঠামোয় ভবিষ্যতের চাহিদা উন্নত ভারত তৈরি নিশ্চিত করতে হবে । সেই কারণে তাঁর সরকার গত 9 বছরে পরিকাঠামো উন্নয়ন খাতে 10 লক্ষ কোটি টাকা খরচ করেছে বলেও প্রধানমন্ত্রী দাবি করেন ৷

তিনি ইস্পাতের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ৷ রেল, রাস্তা, বিমানবন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহণ, গরিবদের জন্য বাড়ি, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে ইস্পাতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলেও তিনি জানান ৷ তাঁর দাবি, সেই কারণে গত 9 বছরে ইস্পাত উৎপাদনে ভারতকে আত্মনির্ভর করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷

ছত্তিশগড়ের নগরনারে সবচেয়ে আধুনিক ইস্পাত কারখানার শিলান্যাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ছত্তিশগড় একটি বড় ইস্পাত উৎপাদনকারী রাজ্য হওয়ার সুফল ভোগ করছে ৷ বস্তারে উৎপাদিত ইস্পাত প্রতিরক্ষা রফতানি বাড়ানোর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করবে ৷’’

তাছাড়া বস্তার এলাকার এই ইস্পাত কারখানা স্থানীয় প্রায় 50 হাজার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেও তিনি জানিয়েছেন ৷ তিনি আরও জানান, নতুন ইস্পাত কারখানার মাধ্যমে কেন্দ্রীয় সরকার বস্তারের উন্নয়নকে অগ্রাধিকার দিল ৷

উল্লেখ্য, 2023 সালের শেষে সালের দেশের পাঁচ রাজ্য়ে বিধানসভা নির্বাচন হবে ৷ সেই তালিকায় রয়েছে ছত্তিশগড় ৷ 2018 সালে এই রাজ্যে কংগ্রেসের কাছে হেরেছিল বিজেপি ৷ এবার সেই ক্ষমতা পুনরুদ্ধারে মরিয়া প্রচেষ্টা করে যাচ্ছে গেরুয়া শিবির ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছত্তিশগড়ের জন্য এই ‘উন্নয়ন-মন্ত্র’ কি ভোটমুখী, উঠছে প্রশ্ন ৷

সংবাদসংস্থা - এএনআই

আরও পড়ুন: 60 বছরে কোনও উন্নয়ন করেনি কংগ্রেস, মধ্যপ্রদেশ থেকে তোপ মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.