ETV Bharat / bharat

PM Modi on Recruitment System: সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করেছে কেন্দ্র, দাবি প্রধানমন্ত্রী মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মঙ্গলবার নয়াদিল্লিতে রোজগার মেলায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি নিয়োগপত্র দেন 71 হাজার জনকে ৷ সেখানেই তিনি দাবি করেন, সরকারি চাকরিতে নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করেছে কেন্দ্র ৷

PM Modi on Recruitment System
PM Modi on Recruitment System
author img

By

Published : May 16, 2023, 12:57 PM IST

Updated : May 16, 2023, 2:59 PM IST

নয়াদিল্লি, 16 মে: নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করে দিয়েছে তাঁর সরকার ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন তিনি নয়াদিল্লিতে রোজগার মেলায় অংশ অংশগ্রহণ করেন ৷ সেখান থেকে 71 হাজার নিয়োগপত্র তুলে দেন ৷ সেখানেই তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই মন্তব্য করেন ৷ পাশাপাশি জানান, দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করতে নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন তাঁর সরকারই করেছে ৷

মোদি বলেন, ‘‘সরকারি চাকরিতে দুর্নীতি ও স্বজনপোষণের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গিয়েছে ৷’’

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর পদে বসেছেন 2014 সালে ৷ তার পর কেটে গিয়েছে ন’বছর ৷ এই সময়ের মধ্যে সরকারি চাকরিতে আবেদন থেকে ফল প্রকাশ, সবটাই অনলাইন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে ৷ তাছাড়া গত ন’বছরে কর্মসংস্থানের সুযোগ ও পরিকাঠামোর উন্নয়নও তাঁর সরকার করেছে বলে এ দিন দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷

সাম্প্রতিক কালে ওয়ালমার্ট, অ্যাপল, ফক্সকন এবং সিসকো-র মতো আন্তর্জাতিক সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ সেই বৈঠকের প্রসঙ্গও এ দিন রোজগার মেলায় বক্তৃতা দিতে গিয়ে উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর দাবি, ভারতে যে শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি তিনি ওই সব সংস্থার সিইও-দের কাছে তুলে ধরেছেন ৷

কর্মসংস্থানের প্রসঙ্গে ইপিএফও-তে নাম নথিভুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, ইপিএফও-র পরিসংখ্যান অনুযায়ী 2018-19 আর্থিক বছরে 4.5 কোটি মানুষের নাম নতুন করে নথিভুক্ত হয়েছে ৷ যা কর্মসংস্থান বৃদ্ধিকেই তুলে ধরে ৷ তিনি আরও জানান, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এবং রফতানি বেড়ে যাওয়ায় দেশে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে ৷ কাজের পরিধি বাড়ছে ৷ আর সেই বিষয়টিকে মাথায় রেখে কর্মসংস্থানের নতুন ক্ষেত্রগুলির পাশে থাকার চেষ্টা করছে তাঁর সরকার ৷

তিনি জানান, স্টার্ট আপ সেক্টরে ভারতে বিপ্লব হয়েছে ৷ 2014 সালে এর সংখ্যা কয়েকশো ছিল ৷ সেখান থেকে এখন দেশে প্রায় এক লক্ষ স্টার্ট আপ রয়েছে ৷ সেই সংস্থাগুলির মাধ্যমে এখনও পর্যন্ত অন্তত 10 লক্ষ চাকরি হয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী সরকারি পরিকাঠামো উন্নয়নের কথাও বলেছেন ৷ তিনি জানিয়েছেন, গত এক বছরে গ্রামীণ রাস্তা 4 লক্ষ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে 7.25 লক্ষ কিলোমিটার ৷ বিমানবন্দরের সংখ্যা 74 থেকে বেড়ে 150 হয়েছে ৷

তিনি আরও জানান, দেশে সরকারি আবাস প্রকল্পে প্রায় 4 কোটি গরিব মানুষ পাকা বাড়ি পেয়েছে ৷ এর ফলেও কর্মসংস্থান তৈরি হয়েছে ৷ তাছাড়া দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে ৷ 2014 সালে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল 720 ৷ যা এখন বেড়ে 1100 হয়েছে ৷ আর মেডিক্যাল কলেজ তাঁর শাসনকালে 400 থেকে বেড়ে হয়েছে 700 ৷

আরও পড়ুন: পুঁথিগত শিক্ষার ধারণা বদলে দেবে জাতীয় শিক্ষানীতি, দাবি প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, 16 মে: নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করে দিয়েছে তাঁর সরকার ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন তিনি নয়াদিল্লিতে রোজগার মেলায় অংশ অংশগ্রহণ করেন ৷ সেখান থেকে 71 হাজার নিয়োগপত্র তুলে দেন ৷ সেখানেই তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে এই মন্তব্য করেন ৷ পাশাপাশি জানান, দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করতে নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন তাঁর সরকারই করেছে ৷

মোদি বলেন, ‘‘সরকারি চাকরিতে দুর্নীতি ও স্বজনপোষণের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গিয়েছে ৷’’

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর পদে বসেছেন 2014 সালে ৷ তার পর কেটে গিয়েছে ন’বছর ৷ এই সময়ের মধ্যে সরকারি চাকরিতে আবেদন থেকে ফল প্রকাশ, সবটাই অনলাইন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে ৷ তাছাড়া গত ন’বছরে কর্মসংস্থানের সুযোগ ও পরিকাঠামোর উন্নয়নও তাঁর সরকার করেছে বলে এ দিন দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷

সাম্প্রতিক কালে ওয়ালমার্ট, অ্যাপল, ফক্সকন এবং সিসকো-র মতো আন্তর্জাতিক সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ৷ সেই বৈঠকের প্রসঙ্গও এ দিন রোজগার মেলায় বক্তৃতা দিতে গিয়ে উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর দাবি, ভারতে যে শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি তিনি ওই সব সংস্থার সিইও-দের কাছে তুলে ধরেছেন ৷

কর্মসংস্থানের প্রসঙ্গে ইপিএফও-তে নাম নথিভুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, ইপিএফও-র পরিসংখ্যান অনুযায়ী 2018-19 আর্থিক বছরে 4.5 কোটি মানুষের নাম নতুন করে নথিভুক্ত হয়েছে ৷ যা কর্মসংস্থান বৃদ্ধিকেই তুলে ধরে ৷ তিনি আরও জানান, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এবং রফতানি বেড়ে যাওয়ায় দেশে কর্মসংস্থানের সুযোগ বেড়েছে ৷ কাজের পরিধি বাড়ছে ৷ আর সেই বিষয়টিকে মাথায় রেখে কর্মসংস্থানের নতুন ক্ষেত্রগুলির পাশে থাকার চেষ্টা করছে তাঁর সরকার ৷

তিনি জানান, স্টার্ট আপ সেক্টরে ভারতে বিপ্লব হয়েছে ৷ 2014 সালে এর সংখ্যা কয়েকশো ছিল ৷ সেখান থেকে এখন দেশে প্রায় এক লক্ষ স্টার্ট আপ রয়েছে ৷ সেই সংস্থাগুলির মাধ্যমে এখনও পর্যন্ত অন্তত 10 লক্ষ চাকরি হয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী সরকারি পরিকাঠামো উন্নয়নের কথাও বলেছেন ৷ তিনি জানিয়েছেন, গত এক বছরে গ্রামীণ রাস্তা 4 লক্ষ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে 7.25 লক্ষ কিলোমিটার ৷ বিমানবন্দরের সংখ্যা 74 থেকে বেড়ে 150 হয়েছে ৷

তিনি আরও জানান, দেশে সরকারি আবাস প্রকল্পে প্রায় 4 কোটি গরিব মানুষ পাকা বাড়ি পেয়েছে ৷ এর ফলেও কর্মসংস্থান তৈরি হয়েছে ৷ তাছাড়া দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও বেড়েছে ৷ 2014 সালে দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল 720 ৷ যা এখন বেড়ে 1100 হয়েছে ৷ আর মেডিক্যাল কলেজ তাঁর শাসনকালে 400 থেকে বেড়ে হয়েছে 700 ৷

আরও পড়ুন: পুঁথিগত শিক্ষার ধারণা বদলে দেবে জাতীয় শিক্ষানীতি, দাবি প্রধানমন্ত্রী মোদির

Last Updated : May 16, 2023, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.