ETV Bharat / bharat

Narendra Modi Launch 5G: 10 টাকাতেই মিলবে 1 জিবি ডেটা, 5জি-র উদ্বোধনের পর বললেন মোদি - ডিজিটাল ইন্ডিয়া

শনিবার দিল্লির প্রগতি ময়দানে এক অনুষ্ঠান থেকে ভারতে 5জি টেলিকম পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Launch 5G) ৷ তার পর তিনি জানান, দেশকে নতুন যুগের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ ৷

PM Narendra Modi says after Launch of 5G that 1 GB of data will now cost Rupees 10
Narendra Modi Launch 5G: 10 টাকাতেই মিলবে 1 জিবি ডেটা, 5জি-র উদ্বোধনের পর বললেন মোদি
author img

By

Published : Oct 1, 2022, 12:54 PM IST

Updated : Oct 1, 2022, 2:30 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর : আনুষ্ঠানিকভাবে 5জি পরিষেবা চালু হয়ে গেল ভারতে (5g services india) ৷ এই পরিষেবা শুরু টেলিকম ইন্ডাস্ট্রিগুলির পক্ষ থেকে 130 কোটি ভারতবাসীর জন্য উপহার ৷ শনিবার 5জি পরিষেবার উদ্বোধন করে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

এদিন দিল্লির প্রগতি ময়দানে ষষ্ঠ মোবাইল কংগ্রেসের (6th Indian Mobile Congress) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ ঘুরে দেখেন প্রদর্শনী ৷ তার পর তিনি 5জি পরিষেবার সূচনা করেন (Narendra Modi Launch 5G) ৷ পরে ওই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘‘নতুন যুগের পথে আরও একধাপ এগিয়ে গেল দেশ ৷ অফুরন্ত সুযোগের সূচনা হল ৷’’

কী ধরনের সুযোগ সেই ব্যাখ্যাও এদিন মিলেছে প্রধানমন্ত্রীর কথায় ৷ তিনি জানিয়েছেন, আগে 1 জিবি ডেটার জন্য 300 টাকা খরচ করতে হত ৷ কিন্তু এখন মাত্র 10 টাকায় মিলবে 1 জিবি ডেটা ৷ সারা মাসে যদি কারও 14 জিডি ডেটা লাগে, তাহলে তিনি মাত্র 125 থেকে 150 টাকায় তা পাবেন ৷

এছাড়া তাঁর দাবি, নতুন ভারত প্রযুক্তির ভারতে সক্রিয় ভূমিকা নেবে ৷ প্রযুক্তির অগ্রগতিতে সারা বিশ্বে ভারত এগিয়ে থাকবে ৷ পাশাপাশি তিনি জানান, ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) সাফল্য নির্ভর করছে চারটি পিলারের উপর ৷ সেগুলি হল - ডিভাইস, ডিজিটাল কানেক্টিভিটি, ডেটা খরচ ও ডিজিটাল ফার্স্ট প্রয়াস৷ ভারত সরকার প্রতিটির উপর কাজ করেছে ৷

প্রধানমন্ত্রী আরও জানান, 2014 সালে মোবাইল ফোন রফতানি হতোই না ৷ এখন কোটি কোটি মোবাইল ফোন রফতানি হয় ৷ এভাবেই ভারত আত্মনির্ভর (Aatmanirbhar Bharat) হয়ে উঠছে বলেও তিনি জানিয়েছেন ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তি ও টেলিকম ক্ষেত্রে উন্নতি ভারতে ইন্ডাস্ট্রি 4.0 -র বিপ্লব ঘটিয়েছে ৷

আরও পড়ুন : 5জি টেলিকম পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, 1 অক্টোবর : আনুষ্ঠানিকভাবে 5জি পরিষেবা চালু হয়ে গেল ভারতে (5g services india) ৷ এই পরিষেবা শুরু টেলিকম ইন্ডাস্ট্রিগুলির পক্ষ থেকে 130 কোটি ভারতবাসীর জন্য উপহার ৷ শনিবার 5জি পরিষেবার উদ্বোধন করে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

এদিন দিল্লির প্রগতি ময়দানে ষষ্ঠ মোবাইল কংগ্রেসের (6th Indian Mobile Congress) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ ঘুরে দেখেন প্রদর্শনী ৷ তার পর তিনি 5জি পরিষেবার সূচনা করেন (Narendra Modi Launch 5G) ৷ পরে ওই অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘‘নতুন যুগের পথে আরও একধাপ এগিয়ে গেল দেশ ৷ অফুরন্ত সুযোগের সূচনা হল ৷’’

কী ধরনের সুযোগ সেই ব্যাখ্যাও এদিন মিলেছে প্রধানমন্ত্রীর কথায় ৷ তিনি জানিয়েছেন, আগে 1 জিবি ডেটার জন্য 300 টাকা খরচ করতে হত ৷ কিন্তু এখন মাত্র 10 টাকায় মিলবে 1 জিবি ডেটা ৷ সারা মাসে যদি কারও 14 জিডি ডেটা লাগে, তাহলে তিনি মাত্র 125 থেকে 150 টাকায় তা পাবেন ৷

এছাড়া তাঁর দাবি, নতুন ভারত প্রযুক্তির ভারতে সক্রিয় ভূমিকা নেবে ৷ প্রযুক্তির অগ্রগতিতে সারা বিশ্বে ভারত এগিয়ে থাকবে ৷ পাশাপাশি তিনি জানান, ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) সাফল্য নির্ভর করছে চারটি পিলারের উপর ৷ সেগুলি হল - ডিভাইস, ডিজিটাল কানেক্টিভিটি, ডেটা খরচ ও ডিজিটাল ফার্স্ট প্রয়াস৷ ভারত সরকার প্রতিটির উপর কাজ করেছে ৷

প্রধানমন্ত্রী আরও জানান, 2014 সালে মোবাইল ফোন রফতানি হতোই না ৷ এখন কোটি কোটি মোবাইল ফোন রফতানি হয় ৷ এভাবেই ভারত আত্মনির্ভর (Aatmanirbhar Bharat) হয়ে উঠছে বলেও তিনি জানিয়েছেন ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী জানান, প্রযুক্তি ও টেলিকম ক্ষেত্রে উন্নতি ভারতে ইন্ডাস্ট্রি 4.0 -র বিপ্লব ঘটিয়েছে ৷

আরও পড়ুন : 5জি টেলিকম পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

Last Updated : Oct 1, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.