নয়াদিল্লি, 27 এপ্রিল : "গত বছরের নভেম্বরেই জ্বালানিতে কর কমিয়েছে কেন্দ্র । এবার রাজ্যগুলিও কর ছাড় দিক । আমি কারও সমালোচনা করছি না । শুধু পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুকে ভ্যাট কমিয়ে মানুষের সুবিধা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি ।" কোভিড পর্যালোচনা বৈঠকে পেট্রল, ডিজেল-সহ জ্বালানির অতিরিক্ত মূল্যবৃদ্ধির ঘটনায় অবিজেপি রাজ্যগুলিকে এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi requested states to reduce tax in Fuel Price) ।
দেশে ফের খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি । সেকারণে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড পর্যালোচনা বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । সেখানেই জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে ঘুরিয়ে রাজ্যের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী ।
প্রসঙ্গত, জ্বালানির অতিরিক্ত মূলবৃদ্ধির ফলে গত কয়েকমাসে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের । কেন্দ্রকে সমালোচনায় ভরিয়ে দিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি । বিক্ষোভের আঁচ পৌঁছেছে সংসদেও । যার অন্যতম হোতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে এই ইস্যু তৃণমূল সুপ্রিমোর অন্যতম হাতিয়ার ।
আরও পড়ুন : জ্বালানি-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রতিবাদ তৃণমূল সাংসদদের