ETV Bharat / bharat

90th Interpol General Assembly: আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই হতে পারে আঞ্চলিক কল্যাণ, ইন্টারপোলের সভায় বার্তা প্রধানমন্ত্রীর - প্রগতি ময়দান

আজ থেকে নয়াদিল্লিতে সূচনা হয়েছে ইন্টারপোলের 90তম সাধারণ সভার ৷ প্রগতি ময়দানে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সারা বিশ্বের পুলিশ বাহিনীর প্রশংসা করেন ৷ পাশাপাশি বিশ্ব সংকটে ভারতের ভূমিকার দিকটিও তুলে ধরেন (Modi highlights India's response to global crises) ৷ There can be no safe havens for corrupt, terrorists, drug cartels; global response needed to check them: PM Modi

PM Narendra Modi
ETV Bharat
author img

By

Published : Oct 18, 2022, 6:18 PM IST

Updated : Oct 18, 2022, 8:52 PM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর: বিশ্বের কোনও জায়গা দুর্নীতি, জঙ্গি, মাদক পাচার, পশুপাচারকারী এবং পরিকল্পিত অপরাধের জন্য নিরাপদ হতে পারে না ৷ ইন্টারপোলের 90তম সাধারণ সভায় মঙ্গলবার দুনিয়ার কাছে এমন বিপজ্জনক অবস্থা মোকাবিলায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি বলেন, "একটা সুরক্ষিত এবং নিরাপদ বিশ্ব তৈরি করা আমাদের সকলের দায়িত্ব ৷ যদি ভালো শক্তিগুলো একজোট হয়ে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, তাহলে অপরাধ বাহিনী কখনও মাথা তুলতে পারবে না ৷"

নয়াদিল্লিতে আজ থেকে 90তম ইন্টারপোল সাধারণ সভার (90th Interpol General Assembly) সূচনা হয়েছে ৷ প্রগতি ময়দানে এদিন বক্তৃতায় মোদি বলেন, "দুর্নীতি এবং আর্থিক প্রতারণার মতো অপরাধগুলি বহু দেশের নাগরিকের বেঁচে থাকায় খারাপ প্রভাব ফেলছে ৷" আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা ইন্টারপোলের চলতি সাধারণ সভায় 195টি দেশের প্রতিনিধিরা এসেছেন ৷

জঙ্গি হামলা, দুর্নীতি, মাদক পাচার, পশু পাচার এবং সুপরিকল্পিতভাবে করা অপরাধগুলি বহু দেশকে প্রভাবিত করেছে ৷ প্রধানমন্ত্রী মোদি জানান, আগের তুলনায় এই হার বেড়ে চলেছে ৷ বিশ্ব সংকটগুলির (International Crises) ক্ষেত্রে ভারতের অবদানের কথা উল্লেখ করেন তিনি ৷ পরিবেশ সচেতনতা থেকে কোভিড ভ্যাকসিন- যে কোনও সংকটে ভারত যাতে নেতৃত্ব প্রদান করতে পারে, সেই ইচ্ছেপ্রকাশ করেন তিনি ৷ তিনি বলেন, "অনেক সময় যখন দেশ, সমাজ শুধুমাত্র নিজেদের দিকটাই দেখছে, সেই সময় ভারত আরও বেশি করে আন্তর্জাতিক সহযোগিতার বার্তা দিচ্ছে ৷" তিনি আরও জানান, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক কল্যাণ হতে পারে ৷ ভারতবর্ষ তারই ডাক দিয়েছে ৷

আরও পড়ুন: হিমাচলের উনা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রী মোদির

এদিন ইন্টারপোলের সাধারণ সভায় অপরাধ দমন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে বিশ্বের পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "বিশ্বের পুলিশ বাহিনী শুধুমাত্র মানুষকেই রক্ষা করছে না, তাঁরা একইসঙ্গে সামাজিক কল্যাণের কাজটাও করে চলেছে ৷"

নয়াদিল্লি, 18 অক্টোবর: বিশ্বের কোনও জায়গা দুর্নীতি, জঙ্গি, মাদক পাচার, পশুপাচারকারী এবং পরিকল্পিত অপরাধের জন্য নিরাপদ হতে পারে না ৷ ইন্টারপোলের 90তম সাধারণ সভায় মঙ্গলবার দুনিয়ার কাছে এমন বিপজ্জনক অবস্থা মোকাবিলায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি বলেন, "একটা সুরক্ষিত এবং নিরাপদ বিশ্ব তৈরি করা আমাদের সকলের দায়িত্ব ৷ যদি ভালো শক্তিগুলো একজোট হয়ে একে অপরের সঙ্গে কাজ করতে পারে, তাহলে অপরাধ বাহিনী কখনও মাথা তুলতে পারবে না ৷"

নয়াদিল্লিতে আজ থেকে 90তম ইন্টারপোল সাধারণ সভার (90th Interpol General Assembly) সূচনা হয়েছে ৷ প্রগতি ময়দানে এদিন বক্তৃতায় মোদি বলেন, "দুর্নীতি এবং আর্থিক প্রতারণার মতো অপরাধগুলি বহু দেশের নাগরিকের বেঁচে থাকায় খারাপ প্রভাব ফেলছে ৷" আন্তর্জাতিক অপরাধ দমন সংস্থা ইন্টারপোলের চলতি সাধারণ সভায় 195টি দেশের প্রতিনিধিরা এসেছেন ৷

জঙ্গি হামলা, দুর্নীতি, মাদক পাচার, পশু পাচার এবং সুপরিকল্পিতভাবে করা অপরাধগুলি বহু দেশকে প্রভাবিত করেছে ৷ প্রধানমন্ত্রী মোদি জানান, আগের তুলনায় এই হার বেড়ে চলেছে ৷ বিশ্ব সংকটগুলির (International Crises) ক্ষেত্রে ভারতের অবদানের কথা উল্লেখ করেন তিনি ৷ পরিবেশ সচেতনতা থেকে কোভিড ভ্যাকসিন- যে কোনও সংকটে ভারত যাতে নেতৃত্ব প্রদান করতে পারে, সেই ইচ্ছেপ্রকাশ করেন তিনি ৷ তিনি বলেন, "অনেক সময় যখন দেশ, সমাজ শুধুমাত্র নিজেদের দিকটাই দেখছে, সেই সময় ভারত আরও বেশি করে আন্তর্জাতিক সহযোগিতার বার্তা দিচ্ছে ৷" তিনি আরও জানান, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক কল্যাণ হতে পারে ৷ ভারতবর্ষ তারই ডাক দিয়েছে ৷

আরও পড়ুন: হিমাচলের উনা থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা প্রধানমন্ত্রী মোদির

এদিন ইন্টারপোলের সাধারণ সভায় অপরাধ দমন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে বিশ্বের পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "বিশ্বের পুলিশ বাহিনী শুধুমাত্র মানুষকেই রক্ষা করছে না, তাঁরা একইসঙ্গে সামাজিক কল্যাণের কাজটাও করে চলেছে ৷"

Last Updated : Oct 18, 2022, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.