ETV Bharat / bharat

PM Modi ISRO Visit: 'জয় জওয়ান, জয় বিজ্ঞান', গ্রিস থেকে সোজা বেঙ্গালুরুতে নেমে মন্তব্য মোদির - জয় জওয়ান জয় বিজ্ঞান

বিদেশ সফর সেরে রাজধানী না-গিয়ে সোজা বেঙ্গালুরু বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করবেন তিনি ৷

ETV Bharat
দেশে ফিরে ইসরোর উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 6:34 AM IST

Updated : Aug 26, 2023, 10:58 AM IST

বেঙ্গালুরু, 26 অগস্ট: রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহর ৷ এমনই আবহে শনিবার ভোরে গ্রিস থেকে সোজা বেঙ্গালুরুতে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি আমজনতার উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন ৷ তিনি প্রথমেই বলেন, 'জয় জওয়ান' ৷ তখন উপস্থিত জনতা 'জয় কিষাণ' ধ্বনি দিতে থাকে ৷ এরপর প্রধানমন্ত্রী বলেন 'জয় বিজ্ঞান' ৷

বেঙ্গালুরুতে অবতরণের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, "বেঙ্গালুরুতে নেমেছি ৷ এবার আমাদের অনন্যসাধারণ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলবার জন্য মুখিয়ে আছি ৷ চন্দ্রযান-3-এর সাফল্যে ভারত গর্বিত ৷ বিজ্ঞানীদের যেভাবে নিজেদের এই কাজে উৎসর্গ করেছেন, সেই ইচ্ছাশক্তিই মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমাদের দেশকে এই সাফল্য এনে দিয়েছে ৷" এদিন ভোরে তিনি আরও জানান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে সহযোগিতা করেছেন ৷

23 অগস্ট সন্ধ্যায় চন্দ্রযান-3-এর সফট ল্যান্ডিং সফল হয়েছে ৷ তাই প্রধানমন্ত্রী ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে যাবেন ৷ সেখানে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাবেন ৷ প্রধানমন্ত্রীকে দেখতে হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড বা এইচএএল বিমানবন্দরে জড়ো হয়েছেন স্থানীয়রা ৷ ভারতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছেন বিজেপি কর্মী-সমর্থকরাও ৷

আরও পড়ুন: চন্দ্রযানের সফল অবতরণ, শনিবার ইসরোয় প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁরা চন্দ্রযান-2-এর ব্যর্থতার প্রসঙ্গ মনে করিয়ে জানান, প্রধানমন্ত্রী সেই অসফলতা গ্রহণ করেছেন ৷ সেখান থেকেই সাফল্যের পথে গিয়েছে দেশ। তাঁরা বলেন, "আমরা এমন কিছু করেছি, যা অন্য কোনও দেশ করতে পারেনি ৷ ভারত আজ আরও উজ্জ্বল হয়ে উঠেছে ৷ আজ আমরা সেটাই উদযাপন করছি ৷" প্রসঙ্গত, 22 অগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে যোগ দেন ৷ এরপর গতকাল একদিনের সফরে গ্রিসে গিয়েছিলেন তিনি ৷

বেঙ্গালুরু, 26 অগস্ট: রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শহর ৷ এমনই আবহে শনিবার ভোরে গ্রিস থেকে সোজা বেঙ্গালুরুতে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি আমজনতার উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন ৷ তিনি প্রথমেই বলেন, 'জয় জওয়ান' ৷ তখন উপস্থিত জনতা 'জয় কিষাণ' ধ্বনি দিতে থাকে ৷ এরপর প্রধানমন্ত্রী বলেন 'জয় বিজ্ঞান' ৷

বেঙ্গালুরুতে অবতরণের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, "বেঙ্গালুরুতে নেমেছি ৷ এবার আমাদের অনন্যসাধারণ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলবার জন্য মুখিয়ে আছি ৷ চন্দ্রযান-3-এর সাফল্যে ভারত গর্বিত ৷ বিজ্ঞানীদের যেভাবে নিজেদের এই কাজে উৎসর্গ করেছেন, সেই ইচ্ছাশক্তিই মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমাদের দেশকে এই সাফল্য এনে দিয়েছে ৷" এদিন ভোরে তিনি আরও জানান, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে সহযোগিতা করেছেন ৷

23 অগস্ট সন্ধ্যায় চন্দ্রযান-3-এর সফট ল্যান্ডিং সফল হয়েছে ৷ তাই প্রধানমন্ত্রী ইসরোর টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক মিশন কন্ট্রোল কমপ্লেক্সে যাবেন ৷ সেখানে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাবেন ৷ প্রধানমন্ত্রীকে দেখতে হিন্দুস্তান এরোনোটিক্স লিমিটেড বা এইচএএল বিমানবন্দরে জড়ো হয়েছেন স্থানীয়রা ৷ ভারতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছেছেন বিজেপি কর্মী-সমর্থকরাও ৷

আরও পড়ুন: চন্দ্রযানের সফল অবতরণ, শনিবার ইসরোয় প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাঁরা চন্দ্রযান-2-এর ব্যর্থতার প্রসঙ্গ মনে করিয়ে জানান, প্রধানমন্ত্রী সেই অসফলতা গ্রহণ করেছেন ৷ সেখান থেকেই সাফল্যের পথে গিয়েছে দেশ। তাঁরা বলেন, "আমরা এমন কিছু করেছি, যা অন্য কোনও দেশ করতে পারেনি ৷ ভারত আজ আরও উজ্জ্বল হয়ে উঠেছে ৷ আজ আমরা সেটাই উদযাপন করছি ৷" প্রসঙ্গত, 22 অগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে যোগ দেন ৷ এরপর গতকাল একদিনের সফরে গ্রিসে গিয়েছিলেন তিনি ৷

Last Updated : Aug 26, 2023, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.