ETV Bharat / bharat

Opening of New Parliament Building: সাক্ষী আধিনম সন্ন্যাসীরা ! লোকসভায় সেঙ্গল স্থাপন প্রধানমন্ত্রীর - seers of different Adheenams from Tamil Nadu

নয়া সংসদ ভবনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে সেঙ্গলের পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা ৷ এরপর আধিনম সন্ন্যাসীদের আশীর্বাদ নিয়ে লোকসভায় সেঙ্গল স্থাপন করলেন প্রধানমন্ত্রী ৷ নেই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা বিরোধীরা ৷ সেঙ্গলকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তিনি ৷

ETV Bharat
সেঙ্গল হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : May 28, 2023, 8:38 AM IST

Updated : May 28, 2023, 9:02 AM IST

নয়াদিল্লি, 28 মে: তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন ৷ কার্যত সেই মেজাজেই রবিবার সকালে নতুন সংসদ ভবনে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাদা পাঞ্জাবি, ধুতি আর গায়ে বিশেষ কোট পরেছেন আজ তিনি ৷ পায়ে কালো জুতো ৷ এদিন একাই নয়া সংসদ ভবনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, কোনও মন্ত্রী-নেতা বা এমন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তাঁর সঙ্গে ৷ এমনকী দেহরক্ষীরাও তাঁর থেকে দশ হাত দূরে ৷ সংসদের অন্দরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ৷

এরপর শুরু হল উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায় ৷ পুজোয় বসলেন প্রধানমন্ত্রী এবং ওম বিড়লা ৷ কর্ণাটকের শৃঙ্গেরি মঠের পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পুজো শুরু হয় ৷ রীতিনীতি মেনে লোকসভার অধ্যক্ষকে পাশে বসিয়ে 'গণপতি হোম' করলেন প্রধানমন্ত্রী ৷ পুজোর কেন্দ্রস্থলে ছিল 'সেঙ্গল' ৷ নতুন সংসদ ভবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ চাইলেন প্রধানমন্ত্রী মোদি ৷

পুজো শেষে তামিলনাড়ুর বিভিন্ন আধিনম সাধুরা মিলে তাঁর হাতে সেঙ্গল তুলে দিলেন ৷ সেঙ্গল হাতে উপস্থিত সাধুদের কাছ থেকে মাথা পেতে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদি ৷ এরপর সেই সেঙ্গল হাতে আধিনম সাধুদের সঙ্গে প্রবেশ করলেন নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে ৷ এখানেও তাঁর সঙ্গী অধ্যক্ষ ওম বিড়লা ৷ আধিনম সম্প্রদায়ের সন্ন্যাসীদের সাক্ষী রেখে অধ্যক্ষের চেয়ারে ডান পাশে সেঙ্গলটিকে স্থাপন করলেন প্রধানমন্ত্রী ৷

পুজো, সেঙ্গল স্থাপনের পর পুজো মণ্ডপে ফিরে এলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে নয়া সংসদ ভবন নির্মাণে অংশ নেওয়া কর্মীদের সংবর্ধনা দিলেন তিনি ৷ কর্মীদের গায়ে শাল এবং একটি স্মারক উপহার তুলে দেন দেশের প্রশাসনিক প্রধান ৷ এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর এবং জিতেন্দ্র সিং, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রার্থনা হয় পুজো মণ্ডপে ৷ শেষ হল নয়া সংদ ভবনের প্রথম পর্যায়ের অনুষ্ঠান ৷ দ্বিতীয় পর্যায় হবে দুপুরে ৷

আরও পড়ুন: স্মৃতি উসকে অস্তাচলে ইতিহাস...

নয়াদিল্লি, 28 মে: তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন ৷ কার্যত সেই মেজাজেই রবিবার সকালে নতুন সংসদ ভবনে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাদা পাঞ্জাবি, ধুতি আর গায়ে বিশেষ কোট পরেছেন আজ তিনি ৷ পায়ে কালো জুতো ৷ এদিন একাই নয়া সংসদ ভবনে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, কোনও মন্ত্রী-নেতা বা এমন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তাঁর সঙ্গে ৷ এমনকী দেহরক্ষীরাও তাঁর থেকে দশ হাত দূরে ৷ সংসদের অন্দরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন ৷

এরপর শুরু হল উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায় ৷ পুজোয় বসলেন প্রধানমন্ত্রী এবং ওম বিড়লা ৷ কর্ণাটকের শৃঙ্গেরি মঠের পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই পুজো শুরু হয় ৷ রীতিনীতি মেনে লোকসভার অধ্যক্ষকে পাশে বসিয়ে 'গণপতি হোম' করলেন প্রধানমন্ত্রী ৷ পুজোর কেন্দ্রস্থলে ছিল 'সেঙ্গল' ৷ নতুন সংসদ ভবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ চাইলেন প্রধানমন্ত্রী মোদি ৷

পুজো শেষে তামিলনাড়ুর বিভিন্ন আধিনম সাধুরা মিলে তাঁর হাতে সেঙ্গল তুলে দিলেন ৷ সেঙ্গল হাতে উপস্থিত সাধুদের কাছ থেকে মাথা পেতে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদি ৷ এরপর সেই সেঙ্গল হাতে আধিনম সাধুদের সঙ্গে প্রবেশ করলেন নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে ৷ এখানেও তাঁর সঙ্গী অধ্যক্ষ ওম বিড়লা ৷ আধিনম সম্প্রদায়ের সন্ন্যাসীদের সাক্ষী রেখে অধ্যক্ষের চেয়ারে ডান পাশে সেঙ্গলটিকে স্থাপন করলেন প্রধানমন্ত্রী ৷

পুজো, সেঙ্গল স্থাপনের পর পুজো মণ্ডপে ফিরে এলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে নয়া সংসদ ভবন নির্মাণে অংশ নেওয়া কর্মীদের সংবর্ধনা দিলেন তিনি ৷ কর্মীদের গায়ে শাল এবং একটি স্মারক উপহার তুলে দেন দেশের প্রশাসনিক প্রধান ৷ এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর এবং জিতেন্দ্র সিং, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বোপরি বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রার্থনা হয় পুজো মণ্ডপে ৷ শেষ হল নয়া সংদ ভবনের প্রথম পর্যায়ের অনুষ্ঠান ৷ দ্বিতীয় পর্যায় হবে দুপুরে ৷

আরও পড়ুন: স্মৃতি উসকে অস্তাচলে ইতিহাস...

Last Updated : May 28, 2023, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.