ETV Bharat / bharat

Modi Putin Meeting in New Delhi : ভারত-রাশিয়া দৃঢ় সম্পর্কের বার্তা দিয়ে বৈঠকে মোদি-পুতিন - Narendra Modi Vladimir Putin Meeting

ভারত-রাশিয়া 21 তম বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে তাঁদের মধ্যে বৈঠক হয় (Modi Putin Meeting in New Delhi) ৷

pm narendra modi holds summit talks with russian president vladimir putin
Modi Putin Meeting in New Delhi : ভারত-রাশিয়া দৃঢ় সম্পর্কের বার্তা দিয়ে বৈঠকে মোদি-পুতিন
author img

By

Published : Dec 6, 2021, 8:36 PM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : ভারত-রাশিয়া 21 তম বার্ষিক সম্মেলন সোমবার শুরু হল নয়াদিল্লিতে (Annual India Russia Summit) ৷ এই সম্মেলনে যোগ দিতে এদিন নয়াদিল্লিতে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁকে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Vladimir Putin Meeting) ৷

করোনা মহামারীর জেরে গত দু’বছর ভারত ও রাশিয়ার এই বার্ষিক সম্মেলন বন্ধ ছিল ৷ তা সত্ত্বেও দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব পড়েনি বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাছাড়া তিনি জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রয়েছে (India Russia Bilateral Partnership) ৷ আফগানিস্তান ইস্যুতে নিয়মিত দুই দেশের যোগাযোগ ছিল ৷

মোদির মতে, গত কয়েক দশকে বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বদল এসেছে ৷ কিন্তু ভারত ও রাশিয়ার সম্পর্কে কোনও বদল আসেনি ৷ পুতিনের এই সফরে সেই বিষয়টি আরও একবার প্রমাণিত ৷ রবিবার রাতেই ভারতে আসেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শোইগু ৷ সোমবার তাঁরা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বিদেশ ও প্রতিরক্ষা বিষয়ক 2+2 বৈঠকে (India Russia 2 Plus 2 Dialogue) যোগ দেন ৷ তার আগে অবশ্য আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হয় দু’পক্ষের মধ্যে ৷ প্রতিরক্ষা বিষয়ক একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয় ৷ মোদি-পুতিনের সঙ্গে দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী ওই বার্ষিক সম্মেলনে থাকবেন বলে খবর ৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন : India Russia Defence Treaties : রাশিয়ার সঙ্গে চারটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ভারতের

এদিকে এদিন ভারতে আসার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘‘আমরা বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনা করব ৷ আমাদের মতামত একই ৷ সন্ত্রাসবাদ, মাদক পাচার ও সংগঠিত অপরাধ মূল উদ্বেগের বিষয় ৷ আর উভয়পক্ষই আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সমানভাবে চিন্তিত ৷’’

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : ভারত-রাশিয়া 21 তম বার্ষিক সম্মেলন সোমবার শুরু হল নয়াদিল্লিতে (Annual India Russia Summit) ৷ এই সম্মেলনে যোগ দিতে এদিন নয়াদিল্লিতে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁকে নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Vladimir Putin Meeting) ৷

করোনা মহামারীর জেরে গত দু’বছর ভারত ও রাশিয়ার এই বার্ষিক সম্মেলন বন্ধ ছিল ৷ তা সত্ত্বেও দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব পড়েনি বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাছাড়া তিনি জানান, দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রয়েছে (India Russia Bilateral Partnership) ৷ আফগানিস্তান ইস্যুতে নিয়মিত দুই দেশের যোগাযোগ ছিল ৷

মোদির মতে, গত কয়েক দশকে বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বদল এসেছে ৷ কিন্তু ভারত ও রাশিয়ার সম্পর্কে কোনও বদল আসেনি ৷ পুতিনের এই সফরে সেই বিষয়টি আরও একবার প্রমাণিত ৷ রবিবার রাতেই ভারতে আসেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শোইগু ৷ সোমবার তাঁরা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বিদেশ ও প্রতিরক্ষা বিষয়ক 2+2 বৈঠকে (India Russia 2 Plus 2 Dialogue) যোগ দেন ৷ তার আগে অবশ্য আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হয় দু’পক্ষের মধ্যে ৷ প্রতিরক্ষা বিষয়ক একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয় ৷ মোদি-পুতিনের সঙ্গে দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী ওই বার্ষিক সম্মেলনে থাকবেন বলে খবর ৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আরও পড়ুন : India Russia Defence Treaties : রাশিয়ার সঙ্গে চারটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ভারতের

এদিকে এদিন ভারতে আসার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘‘আমরা বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনা করব ৷ আমাদের মতামত একই ৷ সন্ত্রাসবাদ, মাদক পাচার ও সংগঠিত অপরাধ মূল উদ্বেগের বিষয় ৷ আর উভয়পক্ষই আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে সমানভাবে চিন্তিত ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.