ETV Bharat / bharat

Narendra Modi on Digital Economy: জি20 সম্মলনে ডিজিটাল অর্থনীতিতে ভারতের অগ্রগতি তুলে ধরলেন মোদি - AI

Commitment of India to Inclusive Digital Economy: ইনক্লিউসিভ ডিজিটাল অর্থনীতিতে ভারতের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টেক-সিটি বেঙ্গালুরুতে জি20 সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ ডিজিটাইজেশন নিয়ে কথা বলেন তিনি ৷

Narendra Modi on Digital Economy ETV BHARAT
Narendra Modi on Digital Economy
author img

By

Published : Aug 19, 2023, 2:57 PM IST

বেঙ্গালুরু, 19 অগস্ট: ডিজিটাল অর্থনীতি এবং উন্নয়নের পক্ষে ভারত কতটা এগিয়ে গিয়েছে, সেনিয়ে এবার জি20 সম্মলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার বেঙ্গালুরুতে জি20 সম্মেলনে ডিজিটাল অর্থনীতি নিয়ে মন্ত্রী পর্যায়ের একটি সভা ছিল ৷ সেখানেই ভারত দেশ হিসেবে ডিজিটাল ক্ষেত্রে কতটা এগিয়ে গিয়েছে এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য পেশ করেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কাজের কৌশল, গতি এবং সুযোগ-সুবিধা এই বদলের সঙ্গে যে হারে বেড়েছে তা অকল্পনীয় ৷’’

প্রধানমন্ত্রী এই পরিবর্তনের জন্য উদ্ভাবনী চিন্তাধারা এবং পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের প্রশংসা করেছেন ৷ তিনি জানান, ভারতে বর্তমানে 850 মিলিয়নের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন ৷ এমনকি আধার কার্ডের মতো উদ্ভাবনী চিন্তাধারা, যা বর্তমানে 1.30 বিলিয়ন অর্থাৎ, 130 কোটির বেশি ভারতীয়কে একছাতার তলায় নিয়ে এসেছে ৷ জন ধন ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে মোবাইল নম্বরের সংযুক্তিকরণ ৷ এসবের সাহায্যে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে ৷

প্রধানমন্ত্রী সম্মেলনে দাবি করেছেন, ইউপিআই ইনস্ট্যান্ট পেমেন্টের সাহায্যে মাসে 10 বিলিয়ন লেনদেন হয় ভারতের ডিজিটাল মার্কেটে ৷ এমনকি বিশ্বের রিয়েল-টাইম পেমেন্টের 45 শতাংশের বেশি ভারত থেকে হয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷ বেঙ্গালুরুর জি20 সম্মেলনে ডিজিটাল অর্থনীতির সভায় কো-উইন পোর্টালের সাফল্যের কথাও তুলে ধরেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কো-উইন পোর্টালের সাহায্যে সুপরিকল্পিতভাবে করোনার টীকাকরণের প্রক্রিয়াকে সম্পন্ন করা হয়েছে ৷ এমনকি করোনার সময় রসদ এবং পরিকাঠামোর ক্ষেত্রে ‘গতিশক্তি’ অ্যাপ সাফল্য এনে দিয়েছিল ৷’’

আরও পড়ুন: জি-20 সম্মেলন ঘিরে সেজে উঠেছে শ্রীনগর, পাক অধিকৃত কাশ্মীর সফরে বিলাওয়াল ভুট্টো

এমনকি ডিজিটাল-ট্যাক্সেসন অর্থাৎ, ডিজিটাল করপ্রদান, ই-গভর্ন্যান্স এবং আসন্ন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভাষার অনুবাদ ভারতের ভবিষ্যৎ বলে জানান প্রধানমন্ত্রী ৷ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভাষার অনুবাদের জন্য একটি অ্যাপ নিয়ে আসছে কেন্দ্র ৷ যার নাম দেওয়া হয়েছে ‘ভাষিণী’ ৷

বেঙ্গালুরু, 19 অগস্ট: ডিজিটাল অর্থনীতি এবং উন্নয়নের পক্ষে ভারত কতটা এগিয়ে গিয়েছে, সেনিয়ে এবার জি20 সম্মলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার বেঙ্গালুরুতে জি20 সম্মেলনে ডিজিটাল অর্থনীতি নিয়ে মন্ত্রী পর্যায়ের একটি সভা ছিল ৷ সেখানেই ভারত দেশ হিসেবে ডিজিটাল ক্ষেত্রে কতটা এগিয়ে গিয়েছে এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য পেশ করেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কাজের কৌশল, গতি এবং সুযোগ-সুবিধা এই বদলের সঙ্গে যে হারে বেড়েছে তা অকল্পনীয় ৷’’

প্রধানমন্ত্রী এই পরিবর্তনের জন্য উদ্ভাবনী চিন্তাধারা এবং পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের প্রশংসা করেছেন ৷ তিনি জানান, ভারতে বর্তমানে 850 মিলিয়নের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন ৷ এমনকি আধার কার্ডের মতো উদ্ভাবনী চিন্তাধারা, যা বর্তমানে 1.30 বিলিয়ন অর্থাৎ, 130 কোটির বেশি ভারতীয়কে একছাতার তলায় নিয়ে এসেছে ৷ জন ধন ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে মোবাইল নম্বরের সংযুক্তিকরণ ৷ এসবের সাহায্যে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে ৷

প্রধানমন্ত্রী সম্মেলনে দাবি করেছেন, ইউপিআই ইনস্ট্যান্ট পেমেন্টের সাহায্যে মাসে 10 বিলিয়ন লেনদেন হয় ভারতের ডিজিটাল মার্কেটে ৷ এমনকি বিশ্বের রিয়েল-টাইম পেমেন্টের 45 শতাংশের বেশি ভারত থেকে হয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷ বেঙ্গালুরুর জি20 সম্মেলনে ডিজিটাল অর্থনীতির সভায় কো-উইন পোর্টালের সাফল্যের কথাও তুলে ধরেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কো-উইন পোর্টালের সাহায্যে সুপরিকল্পিতভাবে করোনার টীকাকরণের প্রক্রিয়াকে সম্পন্ন করা হয়েছে ৷ এমনকি করোনার সময় রসদ এবং পরিকাঠামোর ক্ষেত্রে ‘গতিশক্তি’ অ্যাপ সাফল্য এনে দিয়েছিল ৷’’

আরও পড়ুন: জি-20 সম্মেলন ঘিরে সেজে উঠেছে শ্রীনগর, পাক অধিকৃত কাশ্মীর সফরে বিলাওয়াল ভুট্টো

এমনকি ডিজিটাল-ট্যাক্সেসন অর্থাৎ, ডিজিটাল করপ্রদান, ই-গভর্ন্যান্স এবং আসন্ন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভাষার অনুবাদ ভারতের ভবিষ্যৎ বলে জানান প্রধানমন্ত্রী ৷ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভাষার অনুবাদের জন্য একটি অ্যাপ নিয়ে আসছে কেন্দ্র ৷ যার নাম দেওয়া হয়েছে ‘ভাষিণী’ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.