ETV Bharat / bharat

Ram Nath Kovind : রাষ্ট্রপতি ভবনে গিয়ে কোবিন্দকে জন্মদিনের শুভেচ্ছা মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ 76 বছরে পা রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একেবারে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Oct 1, 2021, 2:12 PM IST

নয়া দিল্লি, 1 অক্টোবর : আজ রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) 76তম জন্মদিন ৷ আজকের দিনে 1945 সালে উত্তরপ্রদেশে কানপুরের পারৌঙ্খ (Paraunkh) গ্রামে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি ৷ 2017-র 25 জুলাই দেশের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি ৷

তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর নম্র ব্যক্তিত্বের জন্য তিনি সারা ভারতে সকলের প্রিয় হয়ে উঠেছেন ৷ সমাজে দুঃস্থ এবং প্রান্তিক শ্রেণির মানুষকে শক্তিশালী করা তাঁর লক্ষ্য, আদর্শ ৷"আজ সকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে ফুল উপহার দেন ৷ সেই ছবি পোস্ট করে টুইট করেছেন রামনাথ কোবিন্দ ৷

  • Birthday greetings to Rashtrapati Ji. Due to his humble personality, he has endeared himself to the entire nation. His focus on empowering the poor and marginalised sections of society is exemplary. May he lead a long and healthy life. @rashtrapatibhvn

    — Narendra Modi (@narendramodi) October 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : India-China : উসকানিমূলক পদক্ষেপের জন্যই শান্তি বিঘ্নিত, চিনকে জবাব বিদেশমন্ত্রকের

রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি টুইটে লিখেছেন, "রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজিকে জন্মদিনের শুভকামনা ৷ দেশের প্রতিটি স্তরের কল্যাণ আর সমাজে সাম্যতা ও ঐক্য আনতে আপনার দায়বদ্ধতা প্রেরণাদায়ক ৷ আপনার জ্ঞান আর অনুভবের ফলে দেশের উপকৃত হয়েছে সবসময় ৷ আমি ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি ৷"

নয়া দিল্লি, 1 অক্টোবর : আজ রাষ্ট্রপতি (President) রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) 76তম জন্মদিন ৷ আজকের দিনে 1945 সালে উত্তরপ্রদেশে কানপুরের পারৌঙ্খ (Paraunkh) গ্রামে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি ৷ 2017-র 25 জুলাই দেশের 14তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি ৷

তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি লিখেছেন, "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ তাঁর নম্র ব্যক্তিত্বের জন্য তিনি সারা ভারতে সকলের প্রিয় হয়ে উঠেছেন ৷ সমাজে দুঃস্থ এবং প্রান্তিক শ্রেণির মানুষকে শক্তিশালী করা তাঁর লক্ষ্য, আদর্শ ৷"আজ সকালে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে ফুল উপহার দেন ৷ সেই ছবি পোস্ট করে টুইট করেছেন রামনাথ কোবিন্দ ৷

  • Birthday greetings to Rashtrapati Ji. Due to his humble personality, he has endeared himself to the entire nation. His focus on empowering the poor and marginalised sections of society is exemplary. May he lead a long and healthy life. @rashtrapatibhvn

    — Narendra Modi (@narendramodi) October 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : India-China : উসকানিমূলক পদক্ষেপের জন্যই শান্তি বিঘ্নিত, চিনকে জবাব বিদেশমন্ত্রকের

রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি টুইটে লিখেছেন, "রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজিকে জন্মদিনের শুভকামনা ৷ দেশের প্রতিটি স্তরের কল্যাণ আর সমাজে সাম্যতা ও ঐক্য আনতে আপনার দায়বদ্ধতা প্রেরণাদায়ক ৷ আপনার জ্ঞান আর অনুভবের ফলে দেশের উপকৃত হয়েছে সবসময় ৷ আমি ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.