নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: টাটা গোষ্ঠীর (Tata Group) প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির (Cyrus Mistry) আকস্মিক এবং অকাল প্রয়াণে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ টুইটে শোকপ্রকাশ করলেন তিনি ৷ বললেন, সাইরাসের এইভাবে হঠাৎ চলে যাওয়ায় তিনি হতবাক হয়ে গিয়েছেন ! এদিন মোদি তাঁর টুইটে লিখেছেন, "শ্রী সাইরাস মিস্ত্রির এই অকাল প্রয়াণে আমি হতবাক ৷ বাণিজ্য ক্ষেত্রে তিনি একজন নির্ভরযোগ্য নেতা ছিলেন এবং ভারতের অর্থনৈতিক শক্তিতে বিশ্বাস করতেন ৷ বাণিজ্য ও শিল্পের জগতে তাঁর প্রয়াণ একটা বিরাট ক্ষতি ৷ ওঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওঁর আত্মা চির শান্তি পাক ৷"
-
The untimely demise of Shri Cyrus Mistry is shocking. He was a promising business leader who believed in India’s economic prowess. His passing away is a big loss to the world of commerce and industry. Condolences to his family and friends. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The untimely demise of Shri Cyrus Mistry is shocking. He was a promising business leader who believed in India’s economic prowess. His passing away is a big loss to the world of commerce and industry. Condolences to his family and friends. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) September 4, 2022The untimely demise of Shri Cyrus Mistry is shocking. He was a promising business leader who believed in India’s economic prowess. His passing away is a big loss to the world of commerce and industry. Condolences to his family and friends. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) September 4, 2022
সাইরাসের অকাল প্রয়াণে আরও অনেকেই টুইটে শোকপ্রকাশ করেছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka) ৷ তিনি লেখেন, "দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ৷ তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন ৷ খুব ভালো মানুষ ছিলেন তিনি ৷" হর্ষ মনে করেন শুধুমাত্র টাটা গোষ্ঠীর চেয়ারম্য়ান হিসাবে দায়িত্ব সামলানোই নয়, শাপুরজি পালোনজিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতেও সাইরাসের বড় ভূমিকা ছিল ৷
-
So sad to hear of the shocking news of the passing away of #CyrusMistry in an accident. He was a friend, a gentleman, a man of substance. He was instrumental in creating the global construction giant Shapoorji Pallonji and ably led the Tata group.
— Harsh Goenka (@hvgoenka) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">So sad to hear of the shocking news of the passing away of #CyrusMistry in an accident. He was a friend, a gentleman, a man of substance. He was instrumental in creating the global construction giant Shapoorji Pallonji and ably led the Tata group.
— Harsh Goenka (@hvgoenka) September 4, 2022So sad to hear of the shocking news of the passing away of #CyrusMistry in an accident. He was a friend, a gentleman, a man of substance. He was instrumental in creating the global construction giant Shapoorji Pallonji and ably led the Tata group.
— Harsh Goenka (@hvgoenka) September 4, 2022
রিলায়েন্স ইন্ডাস্ট্রির তরফে পরিমল নথওয়ানি (Parimal Nathwani) সাইরাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি লিখেছেন, "মহারাষ্ট্রের পালঘরের কাছে পথদুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় আমি হতবাক এবং গভীরভাবে ব্যথিত ৷ এটা একটা বিরাট ক্ষতি ৷ ওঁরা আত্মা যেন শান্তি পায় ৷"
-
Deeply shocked and saddened by the passing away of Former TATA Sons Chairman Shri Cyrus Mistry in a road accident near Palghar in Maharashtra. It is a great loss. May his soul rest in peace. Om Shanti. 🙏🏼 pic.twitter.com/z9ZRMkvsor
— Parimal Nathwani (@mpparimal) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply shocked and saddened by the passing away of Former TATA Sons Chairman Shri Cyrus Mistry in a road accident near Palghar in Maharashtra. It is a great loss. May his soul rest in peace. Om Shanti. 🙏🏼 pic.twitter.com/z9ZRMkvsor
— Parimal Nathwani (@mpparimal) September 4, 2022Deeply shocked and saddened by the passing away of Former TATA Sons Chairman Shri Cyrus Mistry in a road accident near Palghar in Maharashtra. It is a great loss. May his soul rest in peace. Om Shanti. 🙏🏼 pic.twitter.com/z9ZRMkvsor
— Parimal Nathwani (@mpparimal) September 4, 2022
এদিনের এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে মন্ত্রীরাও ৷ তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari) ৷ তাঁর টুইট বার্তা, "টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্য়ান সাইরাস মিস্ত্রিজির দুর্ভাগ্যজনক মত্যুতে আমি অত্যন্ত ব্যথিত ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওঁর আত্মা চির শান্তি পাক ৷ ওম শান্তি ৷"
সাইরাস মিস্ত্রীর মৃত্যুতে একইরকমভাবে হতবাক হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis) ৷ সাইরাসের প্রসঙ্গে বলতে গিয়ে একনাথের মন্তব্য, "তিনি শুধুমাত্র সফল উদ্যোগপতি ছিলেন না ৷ বরং তিনি শিল্প জগতের একজন তরুণ, উজ্জ্বল এবং দূরদর্শী ব্যক্তিত্ব ছিলেন ৷ এটা একটা বিরাট ক্ষতি ৷ আমি হৃদয়ের অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি ৷" অন্যদিকে, দেবেন্দ্র ফড়নবীশ লেখেন, "সাইরাস মিস্ত্রির মৃত্যুর খবর শুনে আমি হতবাক ৷ গভীর যন্ত্রণা অনুভব করছি ৷ ওঁর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি ৷ ওম শান্তি ৷ আমি ডিজিপি-র সঙ্গে কথা বলেছি ৷ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷"
-
Shocked and deeply pained to know about the demise of Former Chairman of Tata Sons Shri Cyrus Mistry in an unfortunate accident near Palghar.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
My deepest condolences to his family, friends and colleagues.
ॐ शान्ति 🙏
Spoke to DGP and instructed for detailed investigations. pic.twitter.com/1v0FiAEAtw
">Shocked and deeply pained to know about the demise of Former Chairman of Tata Sons Shri Cyrus Mistry in an unfortunate accident near Palghar.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) September 4, 2022
My deepest condolences to his family, friends and colleagues.
ॐ शान्ति 🙏
Spoke to DGP and instructed for detailed investigations. pic.twitter.com/1v0FiAEAtwShocked and deeply pained to know about the demise of Former Chairman of Tata Sons Shri Cyrus Mistry in an unfortunate accident near Palghar.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) September 4, 2022
My deepest condolences to his family, friends and colleagues.
ॐ शान्ति 🙏
Spoke to DGP and instructed for detailed investigations. pic.twitter.com/1v0FiAEAtw
টুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধিও (Rahul Gandhi) ৷ তাঁর কথায়, "টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্য়ান সাইরাস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যুকে আমি মর্মাহত ৷ দেশের সবথেকে উজ্জ্বল বাণিজ্য মনস্ক মানুষদের মধ্যে তিনি ছিলেন অন্যতম ৷ ভারতের উন্নতিতে তাঁর অবদান লক্ষ্যণীয় ৷ ওঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷"
-
Saddened by the tragic news of the demise of former Chairman of Tata Sons, Cyrus Mistry.
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
He was amongst the brightest business minds of the country, who made a significant contribution to India’s growth story.
My heartfelt condolences to his family, friends and admirers.
">Saddened by the tragic news of the demise of former Chairman of Tata Sons, Cyrus Mistry.
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2022
He was amongst the brightest business minds of the country, who made a significant contribution to India’s growth story.
My heartfelt condolences to his family, friends and admirers.Saddened by the tragic news of the demise of former Chairman of Tata Sons, Cyrus Mistry.
— Rahul Gandhi (@RahulGandhi) September 4, 2022
He was amongst the brightest business minds of the country, who made a significant contribution to India’s growth story.
My heartfelt condolences to his family, friends and admirers.
এছাড়াও, যাঁরা সাইরাসের মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন, তাঁদের মধ্য়ে রয়েছেন সুপ্রিয়া সুলে, যোগী আদিত্যনাথ, পীযূষ গোয়েল, শশী থারুর, এস জয়শংকর প্রমুখ ৷
-
Devastating News My Brother Cyrus Mistry passed away. Can’t believe it.
— Supriya Sule (@supriya_sule) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Rest in Peace Cyrus. pic.twitter.com/YEz7VDkWCY
">Devastating News My Brother Cyrus Mistry passed away. Can’t believe it.
— Supriya Sule (@supriya_sule) September 4, 2022
Rest in Peace Cyrus. pic.twitter.com/YEz7VDkWCYDevastating News My Brother Cyrus Mistry passed away. Can’t believe it.
— Supriya Sule (@supriya_sule) September 4, 2022
Rest in Peace Cyrus. pic.twitter.com/YEz7VDkWCY