টোকিয়ো, 24 মে : কোয়াড গোষ্ঠীর সম্মেলনে চালু হল 'কোয়াড ফেলোশিপ প্রোগ্রাম' ৷ মঙ্গলবার টোকিওয় এই স্কলারশিপ প্রোগ্রামের সূচনা করেন ভারত-আমেরিকা-জাপান-অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতারা ৷ এতে চারটি দেশের পরবর্তী প্রজন্মের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদদের মধ্য়ে একটি সম্পর্ক তৈরি হবে (PM Narendra Modi encouraged Indian students to apply for the Quad Fellowship programme) ৷
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পরপর এই ফেলোশিপ প্রোগ্রাম চালু করেন ৷ এর আওতায় প্রতি বছর প্রত্যেক কোয়াড দেশ থেকে 25 জন পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হবে ৷ তাঁরা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, অঙ্কে (Science, Technology, Engineering, and Mathematics, STEM) গবেষণামূলক পড়াশোনায় ডক্টরেট করার সুযোগ পাবেন পড়ুয়ারা ৷
আরও পড়ুন : Tokyo Quad Summit : খুব কম সময়ে দুনিয়ায় কোয়াড গোষ্ঠী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, জানালেন মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কোয়াড ফেলোশিপ প্রোগ্রাম একটা দারুণ এবং অভিনব উদ্যোগ ৷ এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ আমাদের পড়ুয়াদের বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্কে স্নাতক এবং ডক্টরেট প্রোগ্রাম করার সুযোগ পাবে ৷ এটা অ্যাকাডেমিকের উৎকর্ষকে উৎসাহিত করবে ৷ আমাদের দেশগুলির মধ্যে মানুষে-মানুষে সংযোগ স্থাপন হবে ৷" তিনি ভারতীয় পড়ুয়াদের কোয়াড ফেলোশিপের জন্য আবেদন জানানোর কথা জানান ৷
-
Quad Fellowship launched!
— Arindam Bagchi (@MEAIndia) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A first-of-its-kind scholarship program that will bring together the top minds of Australia, India, Japan, and the United States in science, technology, engineering, and mathematics. pic.twitter.com/Qfuy2p1VUw
">Quad Fellowship launched!
— Arindam Bagchi (@MEAIndia) May 24, 2022
A first-of-its-kind scholarship program that will bring together the top minds of Australia, India, Japan, and the United States in science, technology, engineering, and mathematics. pic.twitter.com/Qfuy2p1VUwQuad Fellowship launched!
— Arindam Bagchi (@MEAIndia) May 24, 2022
A first-of-its-kind scholarship program that will bring together the top minds of Australia, India, Japan, and the United States in science, technology, engineering, and mathematics. pic.twitter.com/Qfuy2p1VUw
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচিও টুইট করে এই ফেলোশিপ চালুর কথা জানান ৷ এই ফেলোশিপ প্রতি বছর 100 জন পড়ুয়ার দায়িত্ব নেবে ৷ প্রতিটি কোয়াড দেশ থেকে 25 জন পড়ুয়া আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাবেন ৷