নিজামাবাদ, 3 অক্টোবর: সামনেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন৷ তার আগে ওই রাজ্যে গিয়ে কার্যত বোমা ফাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর নামেই যিনি বেশি পরিচিত) এনডিএ-তে যোগ দিতে চেয়েছিলেন ৷ কিন্তু তিনি কেসিআরকে এনডিএ-তে সামিল করতে রাজি হননি ৷ মঙ্গলবার তেলেঙ্গানার নিজামাবাদে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘আজ প্রথমবারের জন্য আমি একটি গোপনীয়তা উন্মোচন করছি...আমার সাংবাদিক বন্ধুদেরও এটি দু’বার পরীক্ষা করা উচিত । আমি 100 শতাংশ সত্য বলছি ।’’ এর পরই তিনি হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনের প্রসঙ্গ টানেন ৷
প্রধানমন্ত্রী বলেন, ‘‘যখন হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হয়েছিল, তখন বিজেপি 40-45টি আসন জিতেছিল (অন্য বিজেপি নেতাদের সঙ্গে কাছ থেকে নিশ্চিত হয়ে পরে 48টি আসনে জয়ের কথা বলেন), কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং কেসিআর-এর সমর্থনের প্রয়োজন ছিল । আপনি নিশ্চয়ই দেখেছেন যে হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনের আগে, তিনি আমাকে স্বাগত জানাতে তাঁর পুরো দল নিয়ে বিমানবন্দরে আসতেন । তিনি আমাকে স্বাগত জানাতেন । মালা পরাতেন এবং আমাকে অনেক সম্মান করতেন ।’’
এর পর মোদি চলে যান হায়দরাবাদ পৌরনিগমের ভোটের পরের প্রসঙ্গে ৷ তিনি বলেন, ‘‘কিন্তু পরে কি হল ? এত রাগ কেন ? কারণ হল, হায়দরাবাদ পৌরনিগম নির্বাচনের পর কেসিআর আমার সঙ্গে দেখা করতে দিল্লি আসেন । তিনি আমাকে একটি শাল উপহার দিয়েছেন এবং অনেক ভালবাসা এবং সম্মান দেখিয়েছেন, যা কেসিআরের চরিত্রে নেই । তারপর তিনি বললেন, 'আপনার নেতৃত্বে দেশ উন্নয়ন করছে । আমরাও (বিআরএস) এনডিএ-র অংশ হতে চাই । আমাকে এনডিএ-তে যোগ দিতে দিন । এবং হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল নির্বাচনে আমাকে সাহায্য করুন ।' আমি জবাবে বলেছিলাম যে কেসিআর, আপনার কাজ এমন যে মোদি আপনার সঙ্গে যোগ দিতে পারবে না ।’’
নরেন্দ্র মোদির দাবি, বিজেপি গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরোধী আসনে বসলেও কেসিআর-কে এনডিএ-তে নেননি ৷ এর পর প্রধানমন্ত্রী দাবি করেন, "কেসিআর আমাকে বলেছিলেন যে তিনি তাঁর সমস্ত দায়িত্ব কেটিআর (কালভাকুন্তলা তারাকা রামা রাও, কেসিআর এর ছেলে)-এর কাছে হস্তান্তর করতে চান এবং তিনি তাঁকে আমার আশীর্বাদের জন্য আমার কাছে পাঠাবেন । আমি কেসিআরকে বলেছিলাম, এটাই গণতন্ত্র । কেটিআরের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আপনি কে ? আপনি কি রাজা ? তেলেঙ্গানার জনগণ সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় থাকবেন ৷’’
মোদির আরও দাবি, এই ঘটনার পরে কেসিআর তাঁর চোখের দিকে চেয়ে আর কথা বলতে পারেননি ৷ একই এ দিন মোদি বিআরএসের বিরুদ্ধে তেলেঙ্গানার উন্নয়নের জন্য অর্থ লুটের অভিযোগ করেছেন । প্রধানমন্ত্রীর দাবি, "বিজেপি সরকার তেলেঙ্গানার উন্নয়নের জন্য বিআরএস সরকারকে বিশাল অর্থ দিয়েছে । কিন্তু দুর্ভাগ্যবশত বিআরএস সরকার সেই অর্থ লুট করেছে। লুট করাই তাদের মন্ত্র ৷"
আরও পড়ুন: দেশের প্রতিটি কোনা উন্নত হলে বিকশিত ভারতের সপ্ন সফল হবে, মত প্রধানমন্ত্রী মোদির