কালবুর্গি (কর্ণাটক), 3 মে: ‘‘তোমরা কেউ প্রধানমন্ত্রী হতে চাও না ?’’
ঠিক এই প্রশ্নটিই ছুঁড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর উলটোদিকে তখন দাঁড়িয়ে একঝাঁক কচিকাঁচা ৷ ঘটনাস্থল কর্ণাটকের কালবুর্গি ৷ ভিড়ের মধ্য়ে থেকে উত্তরও এল ইতিবাচক ৷ তার পর প্রতি উত্তরে মোদিও বললেন, ‘‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখো ৷’’
আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ গত কয়েকদিন ধরে ওই রাজ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত ৷ মঙ্গলবার তিনি ছিলেন ওই রাজ্যের কালবুর্গিতে ৷ সেখানেই হঠাৎ একঝাঁক কচিকাঁচার সাক্ষাৎ পেয়ে যান প্রধানমন্ত্রী ৷ মিনিট খানেক তাদের সঙ্গে হালকা মেজাজে কথাবার্তাও সারেন তিনি ৷ তাদের কাছে জানতে চান যে ভবিষ্যতে কে কী হতে চায় ৷ তখন একেকজন একেকরকম উত্তর দেয় ৷ কেউ বলে যে চিকিৎসক হতে চায় ৷ কেউ আবার জানায় যে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় ৷ পুলিশ হওয়ার ইচ্ছাও প্রকাশ করে কেউ কেউ ৷
তার মধ্যেই কেউ একজন বলে যে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী হতে চায় ৷ এর পর নরেন্দ্র মোদি প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘তোমরা কেউ প্রধানমন্ত্রী হতে চাও না ?’’ মোদির কাছ থেকে এই প্রশ্ন শুনে অনেকেই একটু হতচকিত হয়ে যায় ৷ কয়েক সেকেন্ড পর বেশ কয়েক জন বলে যে তারাও প্রধানমন্ত্রী হতে চায় ৷ তখনই মোদি প্রত্যুত্তরে বলেন, ‘‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখো ৷’’ সেখানে আবার বেশ কয়েকজন প্রাপ্তবয়স্কও উপস্থিত ছিলেন ৷ তাঁরা আবার এগিয়ে এসে নিজেদের চাওয়ালা বলে পরিচয় দেন ৷ তাঁদের কথার উত্তরে শুধু হেসে সেখান থেকে চলে যান প্রধানমন্ত্রী ৷
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে কালবুর্গি শহরের ডিএআর গ্রাউন্ডে অবতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে স্থানীয় মেয়র বিশাল দরগি, সিনিয়র বিজেপি কর্মী বিজয়কুমার সেওয়ালানি ও অন্যরা মোদিকে স্বাগত জানান ৷ মোদি আসার সঙ্গে সঙ্গেই বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অভ্যর্থনা জানান । এই সময় সেওয়ালানির হাতের হাঁটার লাঠি মাটিতে পড়ে যায় । মোদি নিজেই সেই লাঠিটি তুলে সেওয়ালানির হাতে দেন । তার পর বলেন, ‘‘আপনার যদি একটি হাড় ভেঙে থাকে, আপনার হাঁটার জন্য লাঠির সাহায্য দরকার ৷’’
আরও পড়ুন: কংগ্রেসকে ভোট দেওয়া মানে পাকিস্তানকে সমর্থন, বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক