নয়াদিল্লি, 8 নভেম্বর: সক্রিয় রাজনীতি থেকে বহু দিন ধরেই দূরে । তবে জন্মদিনে কার্যত চাঁদের হাট বসল দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানির বাড়িতে ৷ জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল সকাল তাঁর বাড়িতে ছুটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ৷ সকলের উপস্থিতিতে চলল কেক কাটা, খাওয়া-দাওয়া ৷
সোমবার 94তম জন্মদিন আডবানির ৷ সেই উপলক্ষে সকালেই তাঁকে শুভেচ্ছা জানান মোদি ৷ টুইটারে লেখেন, ‘‘সম্মানীয় আডবানিজিকে জন্মদিনের শুভেচ্ছা ৷ ওঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি ৷ আমাদের ক্ষমতায়ন এবং সাংস্কৃতিক গৌরব বৃদ্ধির যে প্রয়াস উনি করেছেন, তার জন্য দেশ চিরকাল ওঁর কাছে ঋণী থাকবে ৷ পাণ্ডিত্য এবং বুদ্ধিমত্তার জন্যও সমাদৃত উনি ৷’’
আরও পড়ুন: Padma Awards : গুণীজনদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি
-
Birthday greetings to respected Advani Ji. Praying for his long and healthy life. The nation remains indebted to him for his numerous efforts towards empowering people and enhancing our cultural pride. He is also widely respected for his scholarly pursuits and rich intellect.
— Narendra Modi (@narendramodi) November 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Birthday greetings to respected Advani Ji. Praying for his long and healthy life. The nation remains indebted to him for his numerous efforts towards empowering people and enhancing our cultural pride. He is also widely respected for his scholarly pursuits and rich intellect.
— Narendra Modi (@narendramodi) November 8, 2021Birthday greetings to respected Advani Ji. Praying for his long and healthy life. The nation remains indebted to him for his numerous efforts towards empowering people and enhancing our cultural pride. He is also widely respected for his scholarly pursuits and rich intellect.
— Narendra Modi (@narendramodi) November 8, 2021
আডবানিকে শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিংহ লেখেন, ‘‘আমাদের সকলের প্রেরণা এবং পথপ্রদর্শক, শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবানিজিকে জন্মদিনেক হার্দিক শুভেচ্ছা ৷ ভারতের সব থেকে সম্মানীয় ব্যক্তিদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য তিনি , যাঁর বুদ্ধিমত্তা, দূরদর্শিতা, বোধশক্তি এবং রাজনৈতিক জ্ঞান সকলের কাছে সমাদৃত ৷ ঈশ্বর ওঁকে সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু করুন ৷’’
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা টুইটারে লেখেন, ‘‘জনে জনে বিজেপিকে পৌঁছে দেওয়া এবং দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লালকৃষ্ণ আডবানিজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ দলের কোটি কোটি কর্মীর কাছে আডবানিজি অনুপ্রেরণা ৷ ঈশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি ৷’’
আরও পড়ুন: CRPF Jawans Killed : সুকমায় সিআরপিএফ ক্যাম্পে এলোপাথাড়ি গুলি, মৃত এক বাঙালি-সহ 4 জওয়ান
-
हम सबके प्रेरणास्रोत एवं मार्गदर्शक, श्रद्धेय लालकृष्ण आडवाणी जी को उनके जन्मदिवस की हार्दिक शुभकामनाएँ। वे भारत के उन सबसे सम्मानित नेताओं में गिने जाते हैं, जिनकी विद्वता, दूरदर्शिता, बौद्धिक क्षमता और राजनय का लोहा सभी मानते हैं। ईश्वर उन्हें स्वस्थ रखे एवं दीर्घायु करे।
— Rajnath Singh (@rajnathsingh) November 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">हम सबके प्रेरणास्रोत एवं मार्गदर्शक, श्रद्धेय लालकृष्ण आडवाणी जी को उनके जन्मदिवस की हार्दिक शुभकामनाएँ। वे भारत के उन सबसे सम्मानित नेताओं में गिने जाते हैं, जिनकी विद्वता, दूरदर्शिता, बौद्धिक क्षमता और राजनय का लोहा सभी मानते हैं। ईश्वर उन्हें स्वस्थ रखे एवं दीर्घायु करे।
— Rajnath Singh (@rajnathsingh) November 8, 2021हम सबके प्रेरणास्रोत एवं मार्गदर्शक, श्रद्धेय लालकृष्ण आडवाणी जी को उनके जन्मदिवस की हार्दिक शुभकामनाएँ। वे भारत के उन सबसे सम्मानित नेताओं में गिने जाते हैं, जिनकी विद्वता, दूरदर्शिता, बौद्धिक क्षमता और राजनय का लोहा सभी मानते हैं। ईश्वर उन्हें स्वस्थ रखे एवं दीर्घायु करे।
— Rajnath Singh (@rajnathsingh) November 8, 2021
টুইটারে আডবানিকে শুভেচ্ছা জানানোর পরই একে একে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন মোদি-রাজনাথরা ৷ সেখানে বাগানে আডবানির সঙ্গে পায়চারি করতেও দেখা যায় মেদিকে । এর আগে, গত বছরও জন্মদিনে আডবানিকে ‘জীবন্ত অনুপ্রেরণা’ বলে উল্লেখ করেছিলেন মোদি ।
1927 সালের 8 নভেম্বর অবিভক্ত ভারতের করাচিতে জন্ম আডবানির । দেশভাগের পর ভারতে চলে আসে তাঁর পরিবার । 80-র দশকে রাম জন্মভূমি আন্দোলনের মাধ্যমে বিজেপিকে জাতীয় দলে রূপান্তরিত করায় উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাঁর । অটলবিহারি বাজপেয়ীর সঙ্গে মিলে দেশে হিন্দুত্ববাদী রাজনীতির খোলনলচে তৈরি এবং তাকে আকার দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর ।
আরও পড়ুন: Valley of Words :'জয় অফ ওয়ার্ডস'-এর সাহিত্যধর্মী অনুষ্ঠানের সমাপ্তি, আলোচনায় জনপ্রিয় গল্প ও কবিতা
-
भाजपा को जन-जन तक पहुंचाने और देश के विकास में अहम भूमिका निभाने वाले आदरणीय श्री लालकृष्ण आडवाणी जी को जन्मदिन की बहुत-बहुत बधाई।आडवाणी जी पार्टी के करोड़ों कार्यकर्ताओं के प्रेरणास्रोत हैं। मैं ईश्वर से आपकी दीर्घ आयु और स्वस्थ जीवन की प्रार्थना करता हूं। pic.twitter.com/9Di7saimVl
— Jagat Prakash Nadda (@JPNadda) November 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">भाजपा को जन-जन तक पहुंचाने और देश के विकास में अहम भूमिका निभाने वाले आदरणीय श्री लालकृष्ण आडवाणी जी को जन्मदिन की बहुत-बहुत बधाई।आडवाणी जी पार्टी के करोड़ों कार्यकर्ताओं के प्रेरणास्रोत हैं। मैं ईश्वर से आपकी दीर्घ आयु और स्वस्थ जीवन की प्रार्थना करता हूं। pic.twitter.com/9Di7saimVl
— Jagat Prakash Nadda (@JPNadda) November 8, 2021भाजपा को जन-जन तक पहुंचाने और देश के विकास में अहम भूमिका निभाने वाले आदरणीय श्री लालकृष्ण आडवाणी जी को जन्मदिन की बहुत-बहुत बधाई।आडवाणी जी पार्टी के करोड़ों कार्यकर्ताओं के प्रेरणास्रोत हैं। मैं ईश्वर से आपकी दीर्घ आयु और स्वस्थ जीवन की प्रार्थना करता हूं। pic.twitter.com/9Di7saimVl
— Jagat Prakash Nadda (@JPNadda) November 8, 2021
বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা আডবানি দলের সব থেকে দীর্ঘমেয়াদী সভাপতিও । তবে বিজেপিতে মোদি এবং শাহের ক্ষমতাবৃদ্ধির সঙ্গে সঙ্গে গত কয়েক বছরে দলে আডবানির ভূমিকা অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে । মোদি-শাহের সঙ্গে আডবানির আদর্শগত ফারাকও রয়েছে বলে মনে করে বিজেপির-ই একাংশ । কারণ বিজেপির সভাপতি থাকাকালীনই, 2005 সালে পাকিস্তান সফরে গিয়ে মহম্মদ আলি জিন্নাকে হিন্দু-মুসলিম সম্প্রীতির পথপ্রদর্শক বলেও উল্লেখ করেন ।
জিন্নাকে ইতিহাসের নির্মাতা বলেও উল্লেখ করেছিলেন আডবানি । তাতে সঙ্ঘ এবং দলের অন্দরে তীব্র সমালোচনার মুখে পড়ে সভাপতি পদ থেকে পদত্যাগও করতে হয় আডবানিকে, যদিও পরে তা প্রত্যাহার করেন তিনি । 2014-র লোকসভা নির্বাচনের সময়ও বিজেপির অন্দরে আডবানিপন্থী এবং মোদী-শাহপন্থীদের মধ্যে স্পষ্ট ফারাক চোখে পড়েছিল । তারপর থেকে ক্রমশ দলে কোণঠাসা হয়ে পড়েন তিনি । সেই নিয়ে 2019 সালে মোদী-শাহ সরকারের সমালোচনাও করেন তিনি । নিজদের ব্লগে লেখেন, বিরুদ্ধমত পোষণ করলেই কাউকে দেশদ্রোহী, শত্রু ঘোষণার চল আগে ছিল না । তারপর থেকে ইদানীংকালে বিজেপিতে কোনও ভূমিকাই নেই আডবানির ।