ETV Bharat / bharat

PM Narendra Modi on Law: 'সহজ-সরল ভাষায় আইনি পরিভাষাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে সরকার', বললেন প্রধানমন্ত্রী - সহজ সরল ভাষায় আইনি পরিভাষাকে ব্যাখ্যা

আন্তর্জাতিক আইনজীবীদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষ আদালতকে ভারতের সুপ্রিম কোর্ট বলে উল্লেখ করেন ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By PTI

Published : Sep 23, 2023, 12:19 PM IST

Updated : Sep 23, 2023, 12:52 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: সহজ-সরল এবং ভারতীয় ভাষায় আইনি খসড়া তৈরির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ শনিবার সকালে বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক আইনজীবীদের সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তিনি মহিলা সংরক্ষণ বিলের কথাও উত্থাপন করেন ৷ তিনি জানান, এই বিল নারী উন্নয়নে শক্তি জোগাবে, নতুন দিশা দেখাবে ৷

এদিন প্রধানমন্ত্রী দিল্লিতে 2023 সালের ইন্টারন্যাশনাল লইয়ার্স কনফারেন্সের উদ্বোধন করেন ৷ তিনি জানান, রায় দেওয়ার ক্ষেত্রে ভাষার ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ তাঁর কথায়, "ভারত সরকার মনে করে, আইনের খসড়া তৈরিতে দু'টি ধাপ থাকা উচিত ৷ প্রথমত, যে ভাষায় কেউ যোগাযোগে সাচ্ছন্দ্য বোধ করে, সেই ভাষায় আইনের একটি প্রাথমিক খসড়া হওয়া উচিত ৷ দ্বিতীয় খসড়াটি দেশের আমজনতা বুঝতে পারে এমনভাবে করা উচিত ৷ এর ফলে আইনকে আর দূরের জিনিস বলে মনে হবে না ৷"

  • #WATCH | I congratulate the Supreme Court of Bharat for providing operative parts of the judgements in the litigant's language...: PM Modi at the ‘International Lawyers’ Conference 2023 at Vigyan Bhawan in Delhi. pic.twitter.com/DW7LgkWshF

    — ANI (@ANI) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ কথা থেকেই পরিষ্কার কেন্দ্রীয় সরকার চায়, একটি আইন পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগে প্রথমে আঞ্চলিক ভাষায় লেখা হোক, পরে তা অনূদিত হোক হিন্দি এবং ইংরেজিতে ৷ এদিন তিনি মামলাকারীদের নিজস্ব ভাষায় রায় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগকে শুভেচ্ছা জানান ৷ তবে এই সময় শীর্ষ আদালতের নাম উল্লেখ করতে গিয়ে তিনি 'ভারতের সুপ্রিম কোর্ট' বলেন ৷

আন্তর্জাতিক আইনজীবীদের সম্মেলনে তিনি আদালত এবং আইনজীবীদের সংগঠন ভারতীয় বিচারব্যবস্থাকে দীর্ঘদিন ধরে নয়া উচ্চতায় নিয়ে গিয়েছে ৷ এখানে তিনি আইনজীবীদের নাম বলতে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধি, সংবিধানের স্থপতি বিআর আম্বেদকর, দেশের প্রথম উপপ্রধান মন্ত্রী বল্লভভাই প্যাটেলের কথা উল্লেখ করেন ৷

এদিন আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "এমন একটি সময়ে ভারতে এই সম্মেলন হচ্ছে, যখন দেশ একের পর এক ঐতিহাসিক মূহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে ৷" এখানেই তিনি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করার কথা বলেন ৷ এই বিল নিয়ে প্রধানমন্ত্রীর আশা, মহিলা সংরক্ষণ বিল নারী উন্নয়নে শক্তি জোগাবে ৷ একটা নতুন দিশা দেখাবে ৷ তাঁর বক্তৃতা থেকে বাদ যায়নি জি-20 শীর্ষ সম্মেলন এবং সফল চন্দ্রযান মিশনের প্রসঙ্গও ৷

আরও পড়ুন: শশী-চন্দ্রিমার উদাহরণ টেনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে খোঁচা ডেরেকের

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: সহজ-সরল এবং ভারতীয় ভাষায় আইনি খসড়া তৈরির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার ৷ শনিবার সকালে বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক আইনজীবীদের সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তিনি মহিলা সংরক্ষণ বিলের কথাও উত্থাপন করেন ৷ তিনি জানান, এই বিল নারী উন্নয়নে শক্তি জোগাবে, নতুন দিশা দেখাবে ৷

এদিন প্রধানমন্ত্রী দিল্লিতে 2023 সালের ইন্টারন্যাশনাল লইয়ার্স কনফারেন্সের উদ্বোধন করেন ৷ তিনি জানান, রায় দেওয়ার ক্ষেত্রে ভাষার ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ তাঁর কথায়, "ভারত সরকার মনে করে, আইনের খসড়া তৈরিতে দু'টি ধাপ থাকা উচিত ৷ প্রথমত, যে ভাষায় কেউ যোগাযোগে সাচ্ছন্দ্য বোধ করে, সেই ভাষায় আইনের একটি প্রাথমিক খসড়া হওয়া উচিত ৷ দ্বিতীয় খসড়াটি দেশের আমজনতা বুঝতে পারে এমনভাবে করা উচিত ৷ এর ফলে আইনকে আর দূরের জিনিস বলে মনে হবে না ৷"

  • #WATCH | I congratulate the Supreme Court of Bharat for providing operative parts of the judgements in the litigant's language...: PM Modi at the ‘International Lawyers’ Conference 2023 at Vigyan Bhawan in Delhi. pic.twitter.com/DW7LgkWshF

    — ANI (@ANI) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ কথা থেকেই পরিষ্কার কেন্দ্রীয় সরকার চায়, একটি আইন পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগে প্রথমে আঞ্চলিক ভাষায় লেখা হোক, পরে তা অনূদিত হোক হিন্দি এবং ইংরেজিতে ৷ এদিন তিনি মামলাকারীদের নিজস্ব ভাষায় রায় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগকে শুভেচ্ছা জানান ৷ তবে এই সময় শীর্ষ আদালতের নাম উল্লেখ করতে গিয়ে তিনি 'ভারতের সুপ্রিম কোর্ট' বলেন ৷

আন্তর্জাতিক আইনজীবীদের সম্মেলনে তিনি আদালত এবং আইনজীবীদের সংগঠন ভারতীয় বিচারব্যবস্থাকে দীর্ঘদিন ধরে নয়া উচ্চতায় নিয়ে গিয়েছে ৷ এখানে তিনি আইনজীবীদের নাম বলতে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধি, সংবিধানের স্থপতি বিআর আম্বেদকর, দেশের প্রথম উপপ্রধান মন্ত্রী বল্লভভাই প্যাটেলের কথা উল্লেখ করেন ৷

এদিন আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "এমন একটি সময়ে ভারতে এই সম্মেলন হচ্ছে, যখন দেশ একের পর এক ঐতিহাসিক মূহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছে ৷" এখানেই তিনি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করার কথা বলেন ৷ এই বিল নিয়ে প্রধানমন্ত্রীর আশা, মহিলা সংরক্ষণ বিল নারী উন্নয়নে শক্তি জোগাবে ৷ একটা নতুন দিশা দেখাবে ৷ তাঁর বক্তৃতা থেকে বাদ যায়নি জি-20 শীর্ষ সম্মেলন এবং সফল চন্দ্রযান মিশনের প্রসঙ্গও ৷

আরও পড়ুন: শশী-চন্দ্রিমার উদাহরণ টেনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে খোঁচা ডেরেকের

Last Updated : Sep 23, 2023, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.