নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: ভারত অদূর ভবিষ্যতে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির তালিকায় থাকবে। সপ্তাহখানেকের মধ্যেই মর্যাদাপূর্ণ জি20 শীর্ষ সম্মেলন শুরুর আগে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের জিডিপি-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এখন মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তিত হচ্ছে এবং ভারত এতে অনুঘটকের ভূমিকা পালন করছে ।
এক দশকেরও কম সময়ের মধ্যে দেশের এক লাফে পাঁচ ধাপ উপরে উঠে যাওয়ার রেকর্ডের কথা উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন যে, ভারতীয়দের কাছে আজ বৃদ্ধির ভিত্তি স্থাপনের দুর্দান্ত সুযোগ রয়েছে, যা আগামী হাজার বছর ধরে স্মরণ করা হবে । মোদির কথায়, জি20-তে ভারতের কথা এবং দৃষ্টিভঙ্গিকে বিশ্বের ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে দেখা হচ্ছে ৷
প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতকে দীর্ঘকাল সময় ধরে 1 বিলিয়ন ক্ষুধার্ত পেটের দেশ হিসাবে দেখা হয়েছে ৷ কিন্তু এখন একে এক বিলিয়ন উচ্চাকাঙ্ক্ষী মন এবং দুই বিলিয়ন দক্ষ হাতের দেশ হিসাবে দেখা হচ্ছে । তিনি আস্থা প্রকাশ করেন যে, ভারত 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হবে এবং দুর্নীতি, জাতপাত ও সাম্প্রদায়িকতার কোনও স্থান থাকবে না 'আমাদের জাতীয় জীবনে'।
আরও পড়ুন: আদিত্য এল1 এর সফল উৎক্ষেপণের পর ইসরোকে অভিনন্দন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
ভারতের জি20 প্রেসিডেন্সির অনেক ইতিবাচক প্রভাব রয়েছে বলে এ দিন ফের জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই ইতিবাচক প্রভাবগুলির মধ্যে বেশ কয়েকটি তাঁর হৃদয়ের খুব কাছাকাছি বলে জানান নমো ৷ তিনি বলেন, 'সবকা সাথ, সবকা বিকাশ' বিশ্বের কল্যাণের জন্য পথপ্রদর্শক নীতিও হতে পারে । এছাড়াও কাশ্মীর ও অরুণাচল প্রদেশে জি20 বৈঠকের আয়োজন নিয়ে পাকিস্তান ও চিনের আপত্তি থাকলেও তা নস্যাৎ করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি । তিনি বলেন, দেশের সব জায়গায় বৈঠক হওয়াটাই স্বাভাবিক । প্রধানমন্ত্রীর কথায়, আলোচনা ও কূটনীতি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দ্বন্দ্ব সমাধানের একমাত্র উপায় ৷ (সংবাদসংস্থা পিটিআই)