দেরাদুন, 12 অক্টোবর: আবহাওয়া খুব একটা ভালো নয় ৷ ধস নেমেছে কেদারনাথে ৷ তাও হয়তো এই দীপাবলিতে সেখানে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রায় ফি বছর আলোর উৎসবে মোদি সেনাবাহিনীর সঙ্গে কাটিয়ে থাকেন (PM Modi may visit Kedarnath in Diwali 2022) ৷
এই সম্ভাবনা থেকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মঙ্গলবার সকালে কেদারনাথ ধামে (Kedarnath Dham) পৌঁছন ৷ 2013 সালে বিপর্যয়ের পর থেকে সেখানে কেন্দ্র এবং রাজ্যের উদ্যোগে পুনর্নির্মাণ কাজ চলছে ৷ তাই মুখ্যমন্ত্রী স্থানীয় ব্যবসায়ী এবং ধর্মস্থানের পুরোহিতদের সঙ্গে কথা বলেন ৷ প্রধানমন্ত্রী মোদি আসার আগে প্রস্তুতি নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ধামী ৷
আরও পড়ুন: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, যাবেন এলওসি
সাধারণত কেদারনাথের এই নির্মাণকার্য প্রধানমন্ত্রী নিজেই খতিয়ে দেখেন ৷ মুখ্যমন্ত্রী আধিকারিকদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কাজে কোনও ধরনের অবহেলা বরদাস্ত করবে না সরকার ৷ 2018 সালের 7 নভেম্বর দীপাবলিতে প্রধানমন্ত্রী মোদি কেদারনাথে গিয়ে পুজো দিয়েছিলেন ৷ যবে থেকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, তবে থেকে সেনা-জওয়ানদের সঙ্গে এই উৎসব কাটান ৷ সে বছরেও উত্তরাখণ্ডের ভারত-চিন সীমান্তের কাছে হার্সিলে (Harsil) ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (Indo-Tibetan Border Police, ITBP) এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে ছিলেন ৷
এছাড়া প্রধানমন্ত্রী ভগবান শিবের ভক্ত ৷ তাই পাঁচ বছরে পাঁচ বার কেদারনাথে গিয়েছেন ৷ এবছর বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছে ৷ তাই সব মিলিয়ে মোদি কেদারধামে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷