ETV Bharat / bharat

NaMo App 8 Years of Seva : নমো অ্যাপে মোদি সরকারের কীর্তি নিয়ে কুইজ, শব্দ সন্ধান - PM Modi urges all to see NaMo App showcase 8 Years of Seva

2014-2022 পর্যন্ত সময়ে কী করেছেন নরেন্দ্র মোদির বিজেপি সরকার ? সাধারণ মানুষ কী ভাবে জানবে কেন্দ্রীয় সরকারের সেবামূলক কাজের কথা ? তার জন্য নমো অ্যাপে রয়েছে কিছু মজার খেলা, জানালেন নরেন্দ্র মোদি (NaMo App 8 Years of Seva) ৷

Narendra Modi 8 years in Centre
নরেন্দ্র মোদির 8 বছর
author img

By

Published : May 31, 2022, 12:12 PM IST

নয়াদিল্লি, 30 মে : আট বছরে নরেন্দ্র মোদি দেশের কল্যাণে কী করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে পারবে জনসাধারণ ৷ সোমবার প্রধানমন্ত্রী মোদি জানান, নমো অ্যাপ-এ (NaMo App) এমন একটি বিভাগ রয়েছে, যা কেউ মিস করতে পারবেন না ৷ সেই বিভাগটিতে '8 বছরের সেবা' জানার অভিনব কিছু উপায় আছে (PM Modi urges all to see NaMo App showcase 8 Years of Seva) ৷

2014-য় বিজেপি সরকার ক্ষমতা আসে ৷ 2022-এর মধ্যে দু'টি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে তিনি দেশের জন্য কী কী করেছেন, তা জানতে হলে নমো অ্যাপে কুইজ, শব্দ সন্ধান এবং ছবিটা কীসের, এধরনের আকর্ষণীয় কয়েকটি ভাগ রয়েছে ৷ একটি টুইট করে মোদি লেখেন, "নমো অ্যাপে একটা দারুণ বিভাগ রয়েছে ৷ এখানে 8 বছরের সেবার সম্বন্ধে জানা যাবে ৷ কুইজ, শব্দ সন্ধান, ছবি চেনা এবং আরও অনেক অভিনব উপায়ের মাধ্যমে ৷ আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বিশেষত আমার তরুণ বন্ধুদের৷ আপনারা একবার দেখুন ৷"

  • NaMo App पर #8YearsOfSeva से जुड़ा एक दिलचस्प सेक्शन है। इसमें आप Quiz, Word Search, Guess the Image Section जैसे कई इनोवेटिव तरीके से देश की विकास यात्रा से जुड़ सकते हैं। मेरा आप सभी से, विशेषकर अपने युवा साथियों से अनुरोध है कि वे इसे एक बार जरूर देखें। pic.twitter.com/XKRfs34ttZ

    — Narendra Modi (@narendramodi) May 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : PM CARES : অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে 4 হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মোদির

সোমবার প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সে দেশের বাচ্চাদের জন্য পিএম কেয়ারস-এ (PM CARES for Children) বেশ কিছু প্রকল্পের সূচনা করেন ৷ এই অনুষ্ঠানে তিনি কোভিড-19-এ বাবা-মা হারানো সন্তানদের সমস্যার কথা তুলে ধরেন৷ মোদি বলেন, "প্রতিদিন সংগ্রামের, প্রতিটা দিন চ্যালেঞ্জের ৷ যেসব বাচ্চাদের আজ এই অনুষ্ঠানের আয়োজন, তাদের যন্ত্রণা কোনও শব্দ দিয়ে বোঝানো যাবে না ৷"

আজ শিমলায় 'গরিব কল্যাণ সম্মেলন'-এ অংশ নেবেন নরেন্দ্র মোদি৷ তাঁর কথায় এটি এমন একটি উদ্যোগ, "মানুষ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ গভীর হবে ৷"

নয়াদিল্লি, 30 মে : আট বছরে নরেন্দ্র মোদি দেশের কল্যাণে কী করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে পারবে জনসাধারণ ৷ সোমবার প্রধানমন্ত্রী মোদি জানান, নমো অ্যাপ-এ (NaMo App) এমন একটি বিভাগ রয়েছে, যা কেউ মিস করতে পারবেন না ৷ সেই বিভাগটিতে '8 বছরের সেবা' জানার অভিনব কিছু উপায় আছে (PM Modi urges all to see NaMo App showcase 8 Years of Seva) ৷

2014-য় বিজেপি সরকার ক্ষমতা আসে ৷ 2022-এর মধ্যে দু'টি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে তিনি দেশের জন্য কী কী করেছেন, তা জানতে হলে নমো অ্যাপে কুইজ, শব্দ সন্ধান এবং ছবিটা কীসের, এধরনের আকর্ষণীয় কয়েকটি ভাগ রয়েছে ৷ একটি টুইট করে মোদি লেখেন, "নমো অ্যাপে একটা দারুণ বিভাগ রয়েছে ৷ এখানে 8 বছরের সেবার সম্বন্ধে জানা যাবে ৷ কুইজ, শব্দ সন্ধান, ছবি চেনা এবং আরও অনেক অভিনব উপায়ের মাধ্যমে ৷ আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বিশেষত আমার তরুণ বন্ধুদের৷ আপনারা একবার দেখুন ৷"

  • NaMo App पर #8YearsOfSeva से जुड़ा एक दिलचस्प सेक्शन है। इसमें आप Quiz, Word Search, Guess the Image Section जैसे कई इनोवेटिव तरीके से देश की विकास यात्रा से जुड़ सकते हैं। मेरा आप सभी से, विशेषकर अपने युवा साथियों से अनुरोध है कि वे इसे एक बार जरूर देखें। pic.twitter.com/XKRfs34ttZ

    — Narendra Modi (@narendramodi) May 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : PM CARES : অতিমারিতে বাবা-মাকে হারানো শিশুদের প্রতি মাসে 4 হাজার টাকা দেবে সরকার, ঘোষণা মোদির

সোমবার প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সে দেশের বাচ্চাদের জন্য পিএম কেয়ারস-এ (PM CARES for Children) বেশ কিছু প্রকল্পের সূচনা করেন ৷ এই অনুষ্ঠানে তিনি কোভিড-19-এ বাবা-মা হারানো সন্তানদের সমস্যার কথা তুলে ধরেন৷ মোদি বলেন, "প্রতিদিন সংগ্রামের, প্রতিটা দিন চ্যালেঞ্জের ৷ যেসব বাচ্চাদের আজ এই অনুষ্ঠানের আয়োজন, তাদের যন্ত্রণা কোনও শব্দ দিয়ে বোঝানো যাবে না ৷"

আজ শিমলায় 'গরিব কল্যাণ সম্মেলন'-এ অংশ নেবেন নরেন্দ্র মোদি৷ তাঁর কথায় এটি এমন একটি উদ্যোগ, "মানুষ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ গভীর হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.