ETV Bharat / bharat

PM Modi in Nepal : 'বুদ্ধের বাণী আরও শান্ত করতে পারে পৃথিবীকে', বার্তা দিয়ে নেপাল গেলেন মোদি - PM Modi to lay foundation stone for Centre of Buddhist Culture and Heritage in Nepal today

প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে যাবেন নমো ৷ সেখানে একটি বৌদ্ধ কালচার এবং হেরিটেজ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী (PM Modi to lay foundation stone for Centre of Buddhist Culture and Heritage in Nepal today) ৷

PM Modi in Nepal
নেপালে পৌঁছলেন মোদি
author img

By

Published : May 16, 2022, 11:22 AM IST

Updated : May 16, 2022, 11:39 AM IST

নয়াদিল্লি, 16 মে : বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে গৌতম বুদ্ধেরই দেশে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সূচি মেনে উত্তরপ্রদেশের কুশিনগর থেকে চপারে প্রতিবেশী দেশে উড়ে গেলেন তিনি ৷ তার আগে সোমবার সকালে নয়াদিল্লি থেকে কুশিনগর রওনা হন মোদি ৷ ঝটিকা সফরে একাধিক কর্মসূচি নিয়ে নেপালে পা রাখলেন প্রধানমন্ত্রী ৷ প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনিতে যাবেন নমো ৷ সেখানে একটি বৌদ্ধ কালচার এবং হেরিটেজ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি (PM Modi to lay foundation stone for Centre of Buddhist Culture and Heritage in Nepal today) ৷

2014 পর প্রথম নেপাল সফরে নরেন্দ্র মোদির লক্ষ্য অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভিত আরও মজবুত করা ৷ এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের ৷ লুম্বিনিতে বৌদ্ধ কালচার এবং হেরিটেজ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সেখানেই নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন মোদি ৷ এরপর মধ্যাহ্নভোজ সেরে দেশে ফেরার উদ্দেশে রওনা হবেন তিনি ৷ নেপালে পা রেখে এদিন ভারতের প্রধানমন্ত্রী লেখেন, "বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে নেপালের মানুষদের মধ্যে উপস্থিত হতে পেরে আনন্দিত ৷ লুম্বিনীর অনুষ্ঠানের জন্য মুখিয়ে রয়েছি ৷"

  • Landed in Nepal. Happy to be among the wonderful people of Nepal on the special occasion of Buddha Purnima. Looking forward to the programmes in Lumbini.

    — Narendra Modi (@narendramodi) May 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভারতের জয়ে উচ্ছ্বসিত ! শ্রীকান্তকে বাহবা, লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চাইলেন মোদি

প্রতিবেশী রাষ্ট্রে ঝটিকা সফরে মায়াদেবী মন্দিরেও যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর ৷ উল্লেখ্য, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মাস তিনেক আগে ভারতে এসেছিলেন শের বাহাদুর দেউবা ৷ তাঁর সেই ভারত সফর দু-দেশের সম্পর্কে নয়া দিগন্ত এনে দিয়েছিল ৷ আর সেই সম্পর্ক আরও বলিষ্ঠ করতেই মোদির আজকের নেপাল সফর, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ এদিন কুশিনগরের উদ্দেশে রওনা হওয়ার আগে এক টুইটে মোদি লেখেন, "আসুন বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে গৌতম বুদ্ধের আদর্শ স্মরণ করে সেগুলো পালনে প্রতিশ্রুতিবদ্ধ হই আমরা ৷ কারণ বুদ্ধের বাণী এবং আদর্শ পৃথিবীতে আরও শান্তি-সম্প্রীতি এনে দিতে পারে ৷"

নয়াদিল্লি, 16 মে : বুদ্ধ পূর্ণিমার পুণ্যলগ্নে গৌতম বুদ্ধেরই দেশে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সূচি মেনে উত্তরপ্রদেশের কুশিনগর থেকে চপারে প্রতিবেশী দেশে উড়ে গেলেন তিনি ৷ তার আগে সোমবার সকালে নয়াদিল্লি থেকে কুশিনগর রওনা হন মোদি ৷ ঝটিকা সফরে একাধিক কর্মসূচি নিয়ে নেপালে পা রাখলেন প্রধানমন্ত্রী ৷ প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আগে গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনিতে যাবেন নমো ৷ সেখানে একটি বৌদ্ধ কালচার এবং হেরিটেজ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি (PM Modi to lay foundation stone for Centre of Buddhist Culture and Heritage in Nepal today) ৷

2014 পর প্রথম নেপাল সফরে নরেন্দ্র মোদির লক্ষ্য অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভিত আরও মজবুত করা ৷ এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের ৷ লুম্বিনিতে বৌদ্ধ কালচার এবং হেরিটেজ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সেখানেই নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন মোদি ৷ এরপর মধ্যাহ্নভোজ সেরে দেশে ফেরার উদ্দেশে রওনা হবেন তিনি ৷ নেপালে পা রেখে এদিন ভারতের প্রধানমন্ত্রী লেখেন, "বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে নেপালের মানুষদের মধ্যে উপস্থিত হতে পেরে আনন্দিত ৷ লুম্বিনীর অনুষ্ঠানের জন্য মুখিয়ে রয়েছি ৷"

  • Landed in Nepal. Happy to be among the wonderful people of Nepal on the special occasion of Buddha Purnima. Looking forward to the programmes in Lumbini.

    — Narendra Modi (@narendramodi) May 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভারতের জয়ে উচ্ছ্বসিত ! শ্রীকান্তকে বাহবা, লক্ষ্য সেনের কাছে আলমোড়ার মিষ্টি খেতে চাইলেন মোদি

প্রতিবেশী রাষ্ট্রে ঝটিকা সফরে মায়াদেবী মন্দিরেও যাওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর ৷ উল্লেখ্য, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মাস তিনেক আগে ভারতে এসেছিলেন শের বাহাদুর দেউবা ৷ তাঁর সেই ভারত সফর দু-দেশের সম্পর্কে নয়া দিগন্ত এনে দিয়েছিল ৷ আর সেই সম্পর্ক আরও বলিষ্ঠ করতেই মোদির আজকের নেপাল সফর, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ এদিন কুশিনগরের উদ্দেশে রওনা হওয়ার আগে এক টুইটে মোদি লেখেন, "আসুন বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে গৌতম বুদ্ধের আদর্শ স্মরণ করে সেগুলো পালনে প্রতিশ্রুতিবদ্ধ হই আমরা ৷ কারণ বুদ্ধের বাণী এবং আদর্শ পৃথিবীতে আরও শান্তি-সম্প্রীতি এনে দিতে পারে ৷"

Last Updated : May 16, 2022, 11:39 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.