কলকাতা, 21 ফেব্রয়ারি: সোমবার কলকাতা মেট্রোর নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর সম্প্রসারণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই খবর নিশ্চিত করেছেন কলকাতা মেট্রোর মুখপাত্র ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, হুগলির একটি অনুষ্ঠান থেকে এই মেট্রো সম্প্রসারণের ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী ।
এই সম্প্রসারণের ফলে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের 4.1 কিলোমিটার পথ মেট্রোর দ্বারা সংযুক্ত হবে বলে জানিয়েছেন ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় । এর ফলে হাজার হাজার মানুষ উপকৃত হবেন। এই সম্প্রসারণের ফলে নিত্যযাত্রীরা ছাড়াও দক্ষিণেশ্বরের মন্দিরগামী পূণ্যার্থীরাও বিশেষ উপকৃত হবেন বলে তাঁর মত।
আরও পড়ুন: 22 ফেব্রুয়ারি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে পারেন মোদি
দক্ষিণের অন্তিম স্টেশন কবি সুভাষ থেকে মেট্রোয় দক্ষিণেশ্বর পৌঁছতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। এই সময়ের মধ্যে মানুষ 31.3 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন বলে জানিয়েছেন মেট্রোর আধিকারিক। সোমবার হুগলির ডানলপ মাঠে জনসভাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।