ETV Bharat / bharat

PM Modi Meeting: দেশে করোনার নয়া প্রজাতির হানা, বিকেলে উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী - Covid 19 situation review of PM Modi

ভারতে মিলেছে করোনার (COVID) চারটি নতুন প্রজাতির হদিশ ৷ যা ইতিমধ্যে থাবা বসিয়েছে গুজরাত এবং ওড়িশায় ৷ এর পাশাপাশি চিন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ এমতাবস্থায় আজ করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে (review COVID situation) বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Dec 22, 2022, 10:59 AM IST

Updated : Dec 22, 2022, 6:16 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: দেশের করোনা (COVID) পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বিকেলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ ওমিক্রনের (Omicron) সাব ভেরিয়েন্ট বিএফ.7-এর সন্ধান মিলেছে দেশের তিনটি জায়গায় ৷ দুটি গুজরাতে এবং একটি ওড়িশায় ৷ করোনার এই প্রজাতিই এখন হানা দিয়েছে চিনে ৷ যার পর সেখানে নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা সংক্রমণ (PM Modi to chair high level meeting) ৷

কেন্দ্রের তরফে নাগরিকদের টিকা নেওয়ার কথা বলা হচ্ছে ৷ মাস্ক ব্যবহারেরও পরামর্শ দিয়েছে সরকার ৷ এমনকী চিন এবং অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে নমুনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ইতিমধ্যে বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে নিয়ে করোনা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক করেন ৷ এখনও ভারতে করোনার বাড়বাড়ন্ত হয়নি ৷ কিন্তু তার আগেই সতর্ক হওয়ার কথা বলেছে কেন্দ্র । স্বাস্থ্যমন্ত্রী বলেন, "করোনা এখনও শেষ হয়নি । আমরা সকলকে সতর্ক থাকতে এবং নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছি । আমরা যে কোনও পরিস্থিতি সামলাতে প্রস্তুত ৷"

চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল-সহ কয়েকটি দেশে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরে এই বৈঠক ডাকে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক । বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক ভারতী পি পাওয়ার, স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, এআইআইএমএসের ডিরেক্টর, নীতি আয়োগের সদস্য চিকিৎসক ভিকে পল এবং স্বাস্থ্য মন্ত্রকের আরও কয়েকজন আধিকারিক ।

আরও পড়ুন: গুজরাত-ওড়িশায় কোভিডের নয়া প্রজাতির হানা, জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ কেন্দ্রের

বুধবার ভিকে পল বলেন, "আমরা জুলাই মাসে একটি বিএফ ভ্যারিয়েন্ট, সেপ্টেম্বরে দুটি এবং নভেম্বরে একটি সনাক্ত করেছি । তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই ৷ মানুষের জনবহুল এলাকায় মাস্ক পরা উচিত । যাদের কমরবিডিটি রয়েছে বা বয়স্ক তাদের বিশেষ করে এটি মেনে চলা উচিত ।" তিনি আরও বলেন, "ভারতের মোট জনসংখ্যার মাত্র 27-28 শতাংশ মানুষ করোনার সতর্কতা ডোজ নিয়েছেন । এভাবে সকলেরই টিকা নেওয়া উচিত ।"

স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত করোনা পজিটিভ কেসের নমুনা (INSACOG) জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরিতে (IGSLS) পাঠাতে হবে ৷ এর ফলে করোনার নতুন রূপগুলির সন্ধান করতে সুবিধা হবে ৷

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: দেশের করোনা (COVID) পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বিকেলে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ ওমিক্রনের (Omicron) সাব ভেরিয়েন্ট বিএফ.7-এর সন্ধান মিলেছে দেশের তিনটি জায়গায় ৷ দুটি গুজরাতে এবং একটি ওড়িশায় ৷ করোনার এই প্রজাতিই এখন হানা দিয়েছে চিনে ৷ যার পর সেখানে নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে করোনা সংক্রমণ (PM Modi to chair high level meeting) ৷

কেন্দ্রের তরফে নাগরিকদের টিকা নেওয়ার কথা বলা হচ্ছে ৷ মাস্ক ব্যবহারেরও পরামর্শ দিয়েছে সরকার ৷ এমনকী চিন এবং অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে নমুনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ইতিমধ্যে বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে নিয়ে করোনা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক করেন ৷ এখনও ভারতে করোনার বাড়বাড়ন্ত হয়নি ৷ কিন্তু তার আগেই সতর্ক হওয়ার কথা বলেছে কেন্দ্র । স্বাস্থ্যমন্ত্রী বলেন, "করোনা এখনও শেষ হয়নি । আমরা সকলকে সতর্ক থাকতে এবং নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছি । আমরা যে কোনও পরিস্থিতি সামলাতে প্রস্তুত ৷"

চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল-সহ কয়েকটি দেশে ফের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরে এই বৈঠক ডাকে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক । বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক ভারতী পি পাওয়ার, স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, এআইআইএমএসের ডিরেক্টর, নীতি আয়োগের সদস্য চিকিৎসক ভিকে পল এবং স্বাস্থ্য মন্ত্রকের আরও কয়েকজন আধিকারিক ।

আরও পড়ুন: গুজরাত-ওড়িশায় কোভিডের নয়া প্রজাতির হানা, জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ কেন্দ্রের

বুধবার ভিকে পল বলেন, "আমরা জুলাই মাসে একটি বিএফ ভ্যারিয়েন্ট, সেপ্টেম্বরে দুটি এবং নভেম্বরে একটি সনাক্ত করেছি । তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই ৷ মানুষের জনবহুল এলাকায় মাস্ক পরা উচিত । যাদের কমরবিডিটি রয়েছে বা বয়স্ক তাদের বিশেষ করে এটি মেনে চলা উচিত ।" তিনি আরও বলেন, "ভারতের মোট জনসংখ্যার মাত্র 27-28 শতাংশ মানুষ করোনার সতর্কতা ডোজ নিয়েছেন । এভাবে সকলেরই টিকা নেওয়া উচিত ।"

স্বাস্থ্য মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত করোনা পজিটিভ কেসের নমুনা (INSACOG) জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরিতে (IGSLS) পাঠাতে হবে ৷ এর ফলে করোনার নতুন রূপগুলির সন্ধান করতে সুবিধা হবে ৷

Last Updated : Dec 22, 2022, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.