ETV Bharat / bharat

Lata Deenanath Mangeshkar Award : দেশের জন্য নিঃস্বার্থ অবদান ! প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন মোদি - নরেন্দ্র মোদিকে পুরস্কার

দেশের জন্য নিঃস্বার্থ অবদানের জন্য প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi to receive Lata Deenanath Mangeshkar Award)৷

PM Modi to be honoured with first Lata Deenanath Mangeshkar Award for selfless service to nation, society
দেশের জন্য নিঃস্বার্থ অবদান ! প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার মোদির
author img

By

Published : Apr 13, 2022, 12:11 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল : প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to receive Lata Deenanath Mangeshkar Award) ৷ আগামী 24 এপ্রিল 80তম বার্ষিক মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হবে ৷ চলতি বছরের শুরুর দিকে চিরঘুমে শায়িত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ তাঁর স্মরণে চালু হচ্ছে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান ৷ মাস্টার দীনানাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, "প্রতি বছর কোনও একজন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হবে, যিনি আমাদের দেশ, নাগরিক ও সমাজের প্রতি দৃষ্টান্তমূলক কোনও অবদান রাখবেন ৷"

দেশ ও সমাজের প্রতি নিঃস্বার্থ ভাবে পরিষেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে (PM Modi to be honoured with first Lata Deenanath Mangeshkar Award) এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে ৷ বলা হয়েছে, "তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে মাথা তুলে দাঁড়ানো দেশের একজন নাগরিক যিনি ভারতকে বিশ্ব নেতৃত্বের পথে নিয়ে গিয়েছেন ৷ দেশে যে আশ্চর্যজনক উন্নতি ঘটছে ও ঘটে চলেছে, তা তাঁরই অনুপ্রেরণায় হয়েছে এবং তাঁর দ্বারাই পরিচালিত ৷ কয়েক হাজার বছরের ঐতিহ্যময় ইতিহাসে আমরা যে মহান নেতাদের পেয়েছিল তাঁদের মধ্যে তিনি অন্যতম ৷"

আরও পড়ুন: Modi mourns Lata Mangeshkars death : লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা

24 এপ্রিল লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar death) বাবা মাস্টার দীনানাথ মঙ্গেশকরের 80তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের সন্মুখানন্দ হলে আয়োজিত হতে চলেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৷ মুম্বইতে প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi awards)৷ এ দিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার একটি 'চক' ভারতরত্ন সঙ্গীতশিল্পীর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেও না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

নয়াদিল্লি, 13 এপ্রিল : প্রথম লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi to receive Lata Deenanath Mangeshkar Award) ৷ আগামী 24 এপ্রিল 80তম বার্ষিক মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হবে ৷ চলতি বছরের শুরুর দিকে চিরঘুমে শায়িত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ তাঁর স্মরণে চালু হচ্ছে লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার প্রদান ৷ মাস্টার দীনানাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, "প্রতি বছর কোনও একজন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হবে, যিনি আমাদের দেশ, নাগরিক ও সমাজের প্রতি দৃষ্টান্তমূলক কোনও অবদান রাখবেন ৷"

দেশ ও সমাজের প্রতি নিঃস্বার্থ ভাবে পরিষেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে (PM Modi to be honoured with first Lata Deenanath Mangeshkar Award) এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিবৃতিতে ৷ বলা হয়েছে, "তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে মাথা তুলে দাঁড়ানো দেশের একজন নাগরিক যিনি ভারতকে বিশ্ব নেতৃত্বের পথে নিয়ে গিয়েছেন ৷ দেশে যে আশ্চর্যজনক উন্নতি ঘটছে ও ঘটে চলেছে, তা তাঁরই অনুপ্রেরণায় হয়েছে এবং তাঁর দ্বারাই পরিচালিত ৷ কয়েক হাজার বছরের ঐতিহ্যময় ইতিহাসে আমরা যে মহান নেতাদের পেয়েছিল তাঁদের মধ্যে তিনি অন্যতম ৷"

আরও পড়ুন: Modi mourns Lata Mangeshkars death : লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা

24 এপ্রিল লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar death) বাবা মাস্টার দীনানাথ মঙ্গেশকরের 80তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের সন্মুখানন্দ হলে আয়োজিত হতে চলেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৷ মুম্বইতে প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi awards)৷ এ দিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যার একটি 'চক' ভারতরত্ন সঙ্গীতশিল্পীর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেও না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.