ETV Bharat / bharat

Modi in BJP national Executive Meeting: জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদির মুখে বাংলার বিজেপি কর্মীদের লড়াইয়ের প্রশংসা - জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদির মুখে বাংলার কথা

সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ৷ নতুন রাজনৈতিক প্রস্তাব এদিন দলের তরফে পেশ করা হয় (BJP national executive Meeting) ৷

ETV Bharat
বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদি
author img

By

Published : Jan 16, 2023, 11:02 PM IST

নয়াদিল্লি, 16 জানুয়ারি: সোমবার নয়াদিল্লিতে বসেছিল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ৷ সূত্রের খবর এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে উঠে এসেছে বাংলায় রাজনৈতিক হিংসার প্রসঙ্গ ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামলার মুখেও বাংলায় বিজেপি কর্মীরা যেভাবে লড়াই করছেন তা প্রশংসনীয় ৷ এভাবেই লড়াই চলবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

সূত্রের খবর বিজেপি'র এদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে যে প্রস্তীব গৃহীত হয়েছে তাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের ৷ দেশের নানা বিষয়ে বিরোধী দলগুলি ভুল প্রচার করছে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছে বলে এদিনের প্রস্তাবে বলা হয়েছে ৷ বিজেপি'র দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু রায়েও বিরোধীদের এই কর্মকাণ্ড ধরা পড়ে গিয়েছে (National Executive Meeting of BJP)৷

আরও পড়ুন: 2023 এ সব রাজ্যের ভোটে জিততেই হবে, বিজেপি নেতাদের বার্তা নাড্ডার

এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকে এই প্রস্তাব বেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ মনে করা হচ্ছে দলে যে রিজিজুর গুরুত্ব বাড়ছে এটা তার প্রমাণ ৷ বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, রাফাল যুদ্ধ বিমান, পেগাসাস, সেন্ট্রাল ভিস্তার মোত বিষয়গুলি নিয়ে ভুল প্রচার চালিয়েছে বিরোধীরা ৷ গুজরাত বিধানসভা নির্বাচনে দলের এবারের রেকর্ড জয়ের কথাও রাজনৈতিক প্রস্তাবে উল্লেখ করা হয়েছে ৷ বলা হয়েছে হিমাচলে দল হারলেও তাদের ভোট শেয়ার সেখানে কংগ্রেসের থেকে মাত্র এক শতাংশ কম ৷

এদিন দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার আগে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্যাটেল চক থেকে শুরু হয়ে তা শেষ হয় এনডিএমসি কনভেনশন সেন্টারে ৷ এখানেই এদিন এই বৈঠক আয়োজিত হয় ৷ প্রধানমন্ত্রী ছাড়াও অমিত শাহ, নীতিন গড়করি, জেপি নাড্ডা, রাজনাথ সিং প্রমুখ এই বৈঠকে যোগ দেন ৷ ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও ৷

নয়াদিল্লি, 16 জানুয়ারি: সোমবার নয়াদিল্লিতে বসেছিল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক ৷ সূত্রের খবর এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে উঠে এসেছে বাংলায় রাজনৈতিক হিংসার প্রসঙ্গ ৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামলার মুখেও বাংলায় বিজেপি কর্মীরা যেভাবে লড়াই করছেন তা প্রশংসনীয় ৷ এভাবেই লড়াই চলবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

সূত্রের খবর বিজেপি'র এদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে যে প্রস্তীব গৃহীত হয়েছে তাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের ৷ দেশের নানা বিষয়ে বিরোধী দলগুলি ভুল প্রচার করছে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছে বলে এদিনের প্রস্তাবে বলা হয়েছে ৷ বিজেপি'র দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু রায়েও বিরোধীদের এই কর্মকাণ্ড ধরা পড়ে গিয়েছে (National Executive Meeting of BJP)৷

আরও পড়ুন: 2023 এ সব রাজ্যের ভোটে জিততেই হবে, বিজেপি নেতাদের বার্তা নাড্ডার

এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকে এই প্রস্তাব বেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ৷ মনে করা হচ্ছে দলে যে রিজিজুর গুরুত্ব বাড়ছে এটা তার প্রমাণ ৷ বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, রাফাল যুদ্ধ বিমান, পেগাসাস, সেন্ট্রাল ভিস্তার মোত বিষয়গুলি নিয়ে ভুল প্রচার চালিয়েছে বিরোধীরা ৷ গুজরাত বিধানসভা নির্বাচনে দলের এবারের রেকর্ড জয়ের কথাও রাজনৈতিক প্রস্তাবে উল্লেখ করা হয়েছে ৷ বলা হয়েছে হিমাচলে দল হারলেও তাদের ভোট শেয়ার সেখানে কংগ্রেসের থেকে মাত্র এক শতাংশ কম ৷

এদিন দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার আগে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্যাটেল চক থেকে শুরু হয়ে তা শেষ হয় এনডিএমসি কনভেনশন সেন্টারে ৷ এখানেই এদিন এই বৈঠক আয়োজিত হয় ৷ প্রধানমন্ত্রী ছাড়াও অমিত শাহ, নীতিন গড়করি, জেপি নাড্ডা, রাজনাথ সিং প্রমুখ এই বৈঠকে যোগ দেন ৷ ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.