ETV Bharat / bharat

PM Modi reviews Covid situation: কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

দেশের কোভিড সংক্রমণ ক্রমে বৃদ্ধি (Covid surge in India) পাওয়ায় শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi reviews Covid situation) ৷ পরবর্তীতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে ৷

PM Modi reviews Covid situation in country, Mansukh Mandaviya to interact with state health ministers tomorrow
কোভিড নিয়ে পর্যালোচনা বৈঠক মোদির, কাল স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কথা মাণ্ডব্যর
author img

By

Published : Jan 9, 2022, 6:13 PM IST

Updated : Jan 9, 2022, 8:41 PM IST

নয়াদিল্লি, 9 জানুয়ারি: দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় রবিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi reviews Covid situation) ৷ রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে এরপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷

এদিকে, কোভিড পরিস্থিতি পর্যালোচনায় আগামিকাল বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya to interact with state health ministers) ৷ বিশেষ সূত্রে এই খবর মিলেছে ৷

প্রতিদিনই করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী (Covid surge in India) গ্রাফ চিন্তায় ফেলেছে প্রশাসনকে ৷ এই অবস্থায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখতে রবিবার শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন মোদি ৷

এদিন বৈঠকে মোদি বলেন-

  • রাজ্যগুলির কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসা হবে ৷
  • মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা করোনার সংক্রমণ রুখতে জরুরি ৷
  • করোনার চিকিৎসার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷
  • গত সাত দিনে 15-18 বছর বয়সী 31 শতাংশ কিশোর-কিশোরীকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Covid Review Meeting : দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই পর্যালোচনা বৈঠক মোদির

রবিবারের হিসেব বলছে, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ৷ সেইসঙ্গে গোটা দেশে ওমিক্রন আক্রান্তের (Omicron Variant) সংখ্যা বেড়ে হয়েছে 3,623 ৷ গত বছর 29 মে দৈনিক সংক্রমণ ছিল 1,65,553 ৷

আরও পড়ুন : Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ

নয়াদিল্লি, 9 জানুয়ারি: দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় রবিবার উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi reviews Covid situation) ৷ রাজ্যগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে এরপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ৷

এদিকে, কোভিড পরিস্থিতি পর্যালোচনায় আগামিকাল বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya to interact with state health ministers) ৷ বিশেষ সূত্রে এই খবর মিলেছে ৷

প্রতিদিনই করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী (Covid surge in India) গ্রাফ চিন্তায় ফেলেছে প্রশাসনকে ৷ এই অবস্থায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা খতিয়ে দেখতে রবিবার শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন মোদি ৷

এদিন বৈঠকে মোদি বলেন-

  • রাজ্যগুলির কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসা হবে ৷
  • মাস্কের ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখা করোনার সংক্রমণ রুখতে জরুরি ৷
  • করোনার চিকিৎসার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য পরিষেবার ধারাবাহিকতা বজায় রাখতে হবে ৷
  • গত সাত দিনে 15-18 বছর বয়সী 31 শতাংশ কিশোর-কিশোরীকে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Covid Review Meeting : দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই পর্যালোচনা বৈঠক মোদির

রবিবারের হিসেব বলছে, দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ৷ সেইসঙ্গে গোটা দেশে ওমিক্রন আক্রান্তের (Omicron Variant) সংখ্যা বেড়ে হয়েছে 3,623 ৷ গত বছর 29 মে দৈনিক সংক্রমণ ছিল 1,65,553 ৷

আরও পড়ুন : Corona Update in India : লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সংক্রমণের হার ছাড়াল 10 শতাংশ

Last Updated : Jan 9, 2022, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.