নয়াদিল্লি, 15 অগস্ট: স্বাধীনতার 75 তম বর্ষ উদযাপনের মঞ্চ থেকেই শতবর্ষের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সোমবার লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন (Independence Day Speech of PM Narendra Modi), স্বাধীনতার 100তম বর্ষপূরণের আগে উন্নত দেশ হিসেবে নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে হবে ভারতকে ৷ 2047 সালের মধ্যে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণ করতে হবে ৷
আগামী 25 বছর নিজের লক্ষ্যপূরণে দেশ কোন পথে এগোবে এদিন তারও দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ উল্লেখ করেছেন 'পঞ্চ প্রাণ'-এর কথা ৷ এদিন প্রধানমন্ত্রী বলেন, "দেশ স্বাধীনতার অমৃতকালে প্রবেশ করেছে ৷ আগামী 25 বছর আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আমাদের সংকল্প নিতে হবে, 2047 সালের মধ্যে আমরা স্বাধীনতা সংগ্রামীদের স্পপ্ন পূরণ করব ৷ আমরা আগামী 25 বছর বড় সংকল্প নিয়ে এগোবো ৷" নরেন্দ্র মোদির কথায়, "দেশ এখন থেকে বড় সংকল্প নিয়েই এগোবে ৷ দেশের 130 কোটি জনগণ তাঁদের সামর্থে সেই স্বপ্নপূরণ করতে সক্ষম ৷ গত 75 বছরে দেশ কী পেয়েছে, কী পায়নি তা নিয়ে ভেবে থেমে থাকলে আর চলবে না ৷"
আরও পড়ুন : লালকেল্লার ভাষণে নতুন দেশ গড়ার ডাক মোদির
আগামী 25 বছরের লক্ষ্যপূরণে যে 5 'পঞ্চ প্রাণ'-এর কথা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন সেগুলি হল, বিকশিত ভারত, যেকোনও রকম গোলামি চিন্তাধারা থেকে মুক্তি, দেশের ঐতিহ্যের প্রতি গর্ব ও শ্রদ্ধা, দেশের একতা ও নাগরিক কর্তব্য পালন করা ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, "ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে সকলকে এই সংকল্পপূরণে সচেষ্ট হতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ৷" নাগরিক কর্তব্য পালন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যেও পড়ে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷