ETV Bharat / bharat

বিদেশে 'ডেস্টিনেশন ওয়েডিং' নিয়ে আপত্তি, দেশেই বিয়ে করার অনুরোধ প্রধানমন্ত্রীর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Modi on destination weddings in abroad. 'মন কি বাত'-এ বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বিয়ের প্রস্তুতিতে দেশীয় পণ্য কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্যও সকলের কাছে আবেদন করেছেন ৷ কিছু বাণিজ্য সংস্থার মতে, এই সময়ের মধ্যে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, বিয়ের কেনাকাটা করার সময় একচেটিয়াভাবে ভারতে তৈরি পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত সকলের।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 7:01 PM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর: দেশে বিয়ের লম্বা মরশুম শুরু হওয়ার ঠিক আগে বিদেশের মাটিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং মানে দেশের টাকা বাইরে চলে যাওয়া। তা রুখতে ভারতের মধ্যেই এই ধরনের বিবাহ অনুষ্ঠান উদযাপনের প্রয়োজনীয়তার উপরও জোর দিলেন প্রধানমন্ত্রী।

রবিবার 'মন কি বাত'-এ বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বিয়ের প্রস্তুতিতে দেশীয় পণ্য কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করেছেন ৷ কিছু বাণিজ্য সংস্থার মতে, আসন্ন বিয়ের মরশুমে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, বিয়ের কেনাকাটা করার সময় একচেটিয়াভাবে ভারতে তৈরি পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিৎ সকলের।

এদিন প্রধানমন্ত্রী বলেন, "বিয়ের প্রসঙ্গ আসলেই একটা জিনিস আমাকে অনেক দিন ধরেই মানসিক পীড়া দিচ্ছে ৷ আমি যদি আমার মনের কষ্টটা আমার পরিবারের সদস্যদের কাছে খুলে না বলি, তাহলে আর কার সঙ্গে বলব ? একটু ভেবে দেখুন, কিছু পরিবার বিদেশে গিয়ে বিয়ে করার জন্য নতুন পরিবেশ তৈরি করছে। এটা কি আদৌ দরকার ?" তিনি জোর দিয়ে বলেন, "ভারতের মাটিতে বিয়ের উৎসব পালন করলে দেশের টাকা দেশেই থাকবে। এই ধরনের বিয়েতে দেশের মানুষও আপনাদের কিছু না কিছু সেবা দেওয়ার সুযোগ পাবে ৷"

প্রধানমন্ত্রীর কথায়, "এমনকী গরিব মানুষও তাদের সন্তানদের আপনার বিয়ের কথা বলবে। আপনি কি 'ভোকাল ফর লোকাল'-এর এই মিশনকে আরও প্রসারিত করতে পারবেন না ? কেন আমরা আমাদের দেশে এই ধরনের বিয়ের অনুষ্ঠান করি না ?" প্রধানমন্ত্রীর কথায়, "আপনি যে ধরনের সিস্টেম চান তা আজ নাও থাকতে পারে, কিন্তু আমরা যদি এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করি তবে সিস্টেমগুলিও ধীরে ধীরে গড়ে উঠবে ৷ আমি আশা করব আমার এই কথা তাদের কাছে পৌঁছবে।" মোদি জোর দিয়ে আরও জানান, মানুষ যখন বৃহত্তরভাবে জাতি গঠনের দায়িত্ব নেয়, তখন বিশ্বের কোনও শক্তি সেই দেশকে এগিয়ে যেতে বাধা দিতে পারে না। তিনি বলেন, "আজ ভারতে স্পষ্টত দৃশ্যমান যে দেশের 140 কোটি জনগণের নেতৃত্বে অনেক পরিবর্তন হচ্ছে ৷"

প্রধানমন্ত্রী আরও বলেন, "এই উৎসবের মরশুমে আমরা এই প্রত্যক্ষ উদাহরণ দেখেছি। গত মাসে 'মন কি বাত'-এ আমি 'ভোকাল ফর লোকাল' অর্থাৎ স্থানীয় পণ্য কেনার ওপর জোর দিয়েছিলাম। গত কয়েকদিনের মধ্যে চার লক্ষ টাকারও বেশি ব্যবসা হয়েছে। দীপাবলি, ভাই-দুজ এবং ছটে দেশে কোটি কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে ৷”

আরও পড়ুন

  1. ভারত কখনওই সবচেয়ে জঘন্য জঙ্গি হামলা ভুলবে না, 26/11 নিয়ে মন কি বাতে সরব মোদি
  2. রেল-মানচিত্রে ভূস্বর্গ! এবার ট্রেনেই কন্যাকুমারী থেকে কাশ্মীর, কত দূর সেই কাজ?
  3. আজ জাতীয় সংবিধান দিবস, গণতান্ত্রিক আদর্শ ও নাগরিক দায়িত্বের উদযাপন

নয়াদিল্লি, 26 নভেম্বর: দেশে বিয়ের লম্বা মরশুম শুরু হওয়ার ঠিক আগে বিদেশের মাটিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং মানে দেশের টাকা বাইরে চলে যাওয়া। তা রুখতে ভারতের মধ্যেই এই ধরনের বিবাহ অনুষ্ঠান উদযাপনের প্রয়োজনীয়তার উপরও জোর দিলেন প্রধানমন্ত্রী।

রবিবার 'মন কি বাত'-এ বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বিয়ের প্রস্তুতিতে দেশীয় পণ্য কেনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার জন্য সকলের কাছে আবেদন করেছেন ৷ কিছু বাণিজ্য সংস্থার মতে, আসন্ন বিয়ের মরশুমে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, বিয়ের কেনাকাটা করার সময় একচেটিয়াভাবে ভারতে তৈরি পণ্যগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিৎ সকলের।

এদিন প্রধানমন্ত্রী বলেন, "বিয়ের প্রসঙ্গ আসলেই একটা জিনিস আমাকে অনেক দিন ধরেই মানসিক পীড়া দিচ্ছে ৷ আমি যদি আমার মনের কষ্টটা আমার পরিবারের সদস্যদের কাছে খুলে না বলি, তাহলে আর কার সঙ্গে বলব ? একটু ভেবে দেখুন, কিছু পরিবার বিদেশে গিয়ে বিয়ে করার জন্য নতুন পরিবেশ তৈরি করছে। এটা কি আদৌ দরকার ?" তিনি জোর দিয়ে বলেন, "ভারতের মাটিতে বিয়ের উৎসব পালন করলে দেশের টাকা দেশেই থাকবে। এই ধরনের বিয়েতে দেশের মানুষও আপনাদের কিছু না কিছু সেবা দেওয়ার সুযোগ পাবে ৷"

প্রধানমন্ত্রীর কথায়, "এমনকী গরিব মানুষও তাদের সন্তানদের আপনার বিয়ের কথা বলবে। আপনি কি 'ভোকাল ফর লোকাল'-এর এই মিশনকে আরও প্রসারিত করতে পারবেন না ? কেন আমরা আমাদের দেশে এই ধরনের বিয়ের অনুষ্ঠান করি না ?" প্রধানমন্ত্রীর কথায়, "আপনি যে ধরনের সিস্টেম চান তা আজ নাও থাকতে পারে, কিন্তু আমরা যদি এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করি তবে সিস্টেমগুলিও ধীরে ধীরে গড়ে উঠবে ৷ আমি আশা করব আমার এই কথা তাদের কাছে পৌঁছবে।" মোদি জোর দিয়ে আরও জানান, মানুষ যখন বৃহত্তরভাবে জাতি গঠনের দায়িত্ব নেয়, তখন বিশ্বের কোনও শক্তি সেই দেশকে এগিয়ে যেতে বাধা দিতে পারে না। তিনি বলেন, "আজ ভারতে স্পষ্টত দৃশ্যমান যে দেশের 140 কোটি জনগণের নেতৃত্বে অনেক পরিবর্তন হচ্ছে ৷"

প্রধানমন্ত্রী আরও বলেন, "এই উৎসবের মরশুমে আমরা এই প্রত্যক্ষ উদাহরণ দেখেছি। গত মাসে 'মন কি বাত'-এ আমি 'ভোকাল ফর লোকাল' অর্থাৎ স্থানীয় পণ্য কেনার ওপর জোর দিয়েছিলাম। গত কয়েকদিনের মধ্যে চার লক্ষ টাকারও বেশি ব্যবসা হয়েছে। দীপাবলি, ভাই-দুজ এবং ছটে দেশে কোটি কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে ৷”

আরও পড়ুন

  1. ভারত কখনওই সবচেয়ে জঘন্য জঙ্গি হামলা ভুলবে না, 26/11 নিয়ে মন কি বাতে সরব মোদি
  2. রেল-মানচিত্রে ভূস্বর্গ! এবার ট্রেনেই কন্যাকুমারী থেকে কাশ্মীর, কত দূর সেই কাজ?
  3. আজ জাতীয় সংবিধান দিবস, গণতান্ত্রিক আদর্শ ও নাগরিক দায়িত্বের উদযাপন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.