ETV Bharat / bharat

PM Modi at G7 Summit : হাত মেলালেন বাইডেন, চায়ে পে চর্চায় মাতলেন ম্যাক্রঁ ! মোদিময় জি-7 সামিট

author img

By

Published : Jun 27, 2022, 10:40 PM IST

Updated : Jun 28, 2022, 11:24 AM IST

প্রধানমন্ত্রীকে দেখে হাত মেলাতে এগিয়ে এলেন জো বাইডেন, চায়ে পে চর্চা'য় মাতলেন ইমানুয়েল ম্যাক্রঁ । আক্ষরিক অর্থেই মোদিময় হয়ে উঠেছিল শ্লোস এলমাওয়ে (PM Narendra Modi at G7 Summit) ।

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

মিউনিখ, 27 জুন : 2022 সালের জি-7 শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে জার্মানিতে । জি-7 এর সাতটি দেশে না-থাকলেও প্রত্যেক বারই কিছু দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় সম্মেলনে। এবার আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি রয়েছে ভারতও । সেখানে গিয়েই কার্যত মাত করছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi at G7 Summit) ।

শুরুটা হয়েছিল 25 তারিখ । মিউনিখে প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আট বছরে তাঁর জমানায় দেশের কতটা উন্নতি হয়েছে, প্রবাসীদের তার যাবতীয় খতিয়ান দিতে কখনওই কসুর করেন না প্রধানমন্ত্রী । সেদিনও সেভাবেই শুরু করেছিলেন তিনি । নমোতে মেতে উঠেছিল জার্মানিতে বসবাসকারী ভারতীয়রা ।

দু'দিন পরে ফের একই দৃশ্য দেখল বিশ্ববাসী । মোদিকে দেখে হাত মেলাতে এগিয়ে এলেন জো বাইডেন, চায়ে পে চর্চা'য় মাতলেন ইমানুয়েল ম্যাক্রঁ । আক্ষরিক অর্থেই মোদিময় হয়ে উঠেছিল শ্লোস এলমাওয়ে ।

আরও পড়ুন : 'গণতন্ত্রে কালো দাগ', জার্মানি সফরে মোদির মুখে জরুরি অবস্থার প্রসঙ্গ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ইতালির মারিও ড্রাঘি, জাপানের ইয়োশিহিদে সুগা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে অংশ নিয়েছেন । আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বের তাবড় নেতাদের সামনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, খাদ্য নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় জোর দেবেন প্রধানমন্ত্রী ।

মিউনিখ, 27 জুন : 2022 সালের জি-7 শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে জার্মানিতে । জি-7 এর সাতটি দেশে না-থাকলেও প্রত্যেক বারই কিছু দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় সম্মেলনে। এবার আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি রয়েছে ভারতও । সেখানে গিয়েই কার্যত মাত করছেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi at G7 Summit) ।

শুরুটা হয়েছিল 25 তারিখ । মিউনিখে প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আট বছরে তাঁর জমানায় দেশের কতটা উন্নতি হয়েছে, প্রবাসীদের তার যাবতীয় খতিয়ান দিতে কখনওই কসুর করেন না প্রধানমন্ত্রী । সেদিনও সেভাবেই শুরু করেছিলেন তিনি । নমোতে মেতে উঠেছিল জার্মানিতে বসবাসকারী ভারতীয়রা ।

দু'দিন পরে ফের একই দৃশ্য দেখল বিশ্ববাসী । মোদিকে দেখে হাত মেলাতে এগিয়ে এলেন জো বাইডেন, চায়ে পে চর্চা'য় মাতলেন ইমানুয়েল ম্যাক্রঁ । আক্ষরিক অর্থেই মোদিময় হয়ে উঠেছিল শ্লোস এলমাওয়ে ।

আরও পড়ুন : 'গণতন্ত্রে কালো দাগ', জার্মানি সফরে মোদির মুখে জরুরি অবস্থার প্রসঙ্গ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ইতালির মারিও ড্রাঘি, জাপানের ইয়োশিহিদে সুগা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে অংশ নিয়েছেন । আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বের তাবড় নেতাদের সামনে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, খাদ্য নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় জোর দেবেন প্রধানমন্ত্রী ।

Last Updated : Jun 28, 2022, 11:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.