নয়াদিল্লি, 30 এপ্রিল : সাধারণ মানুষের স্বার্থে আদালতের কাজের ক্ষেত্রে স্থানীয় ভাষার ব্যবহারের উপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi made a strong pitch for use of local languages in courts) ৷ শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ এই সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের উচিত স্থানীয় ভাষার ব্যবহারের উপর জোর দেওয়া ৷ এর ফলে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে এবং তাঁরা আরও বেশি করে এই ব্যবস্থার সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন ৷"
সময়ের সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে পড়া আইনগুলি বাতিল করার কথাও এদিন শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে ৷ এই কাজে তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এগিয়ে আসার অনুরোধ করেছেন ৷ এই পুরনো আইনগুলি বাতিল হলে বিচার প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ এদিন তিনি বলেন, "বর্তমান সময়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এরকম 1800টি আইনকে 2015 সালে আমরা চিহ্নিত করেছিলাম ৷ এর মধ্যে 1 হাজার 450টি আইন কেন্দ্র ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে ৷ কিন্তু রাজ্যগুলি মাত্র 75টি আইন বাতিল করেছে ৷ " মানুষকে আরও সুবিধা পৌঁছে দিতে আইনসভার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও এদিন বলেছেন প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন : দুর্ঘটনা কমাতে স্বয়ংক্রিয় ব্রেক আবিষ্কার যুবকের, পেলেন পেটেন্টও
ভারত যখন তার স্বাধীনতার 75তম বর্য উদযাপন করছে, তখন বিচার প্রক্রিয়া যাতে আরও দ্রুত সম্পন্ন হয় সেদিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন মোদি ৷ সকলের জন্য দ্রুত বিচার প্রক্রিয়া শেষের কথা এদিন শোনা গিয়েছে তাঁর মুখে ৷ এর জন্য বিচারবিভাগ ও আইনসভাকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বলেছেন, "দেশের বিভিন্ন জেলে এই মুহূর্তে প্রায় সাড়ে তিন লাখ বিচারাধীন বন্দি রয়েছেন ৷ এদের অধিকাংশই গরিব, সাধারণ পরিবারের ৷ আমি মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের অনুরোধ করব মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির বিষয়ে নজর দিতে ৷ "