বারাণসী, 13 ডিসেম্বর : আগামী বছরের প্রায় শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট ৷ তার আগে সোমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়ে নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi inaugurates Kashi Vishwanath Corridor) ৷ ভোটমুখী উত্তরপ্রদেশে মেগা ইভেন্ট বলা যায় প্রধানমন্ত্রীর আজকের এই কর্মসূচিকে ৷ যেই ইভেন্টের কেন্দ্রে মন্দির, সামনে নরেন্দ্র মোদি আর ইভেন্ট স্থল বারাণসী ৷ সেই বারাণসী যা উত্তরপ্রদেশ তো বটেই গোটা দেশের হিন্দু ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক আলাদা আবেগের কাজ করে ৷ একের পর এক মন্দির ও গঙ্গার ঘাটের শহর প্রধানমন্ত্রীর এই লোকসভা কেন্দ্র ৷ স্বভাবতই এদিনের অনুষ্ঠান ঘিরে সাজসাজ রব ছিল গোটা বারাণসীতে ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷
নরেন্দ্র মোদির এদিনের এই মেগা কর্মসূচি ও মন্দির করিডর উত্তরপ্রদেশে ভোটবাক্সে বিজেপি'কে কতটা সাফল্য এনে দেবে তা সময় বলবে ৷ কিন্তু এদিন বারাণসীতে গিয়ে নিজেকে 'আমি তোমাদেরই লোক' এই বার্তা দেওয়ার চেষ্টা দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর মধ্যে ৷ মন্দির উদ্বোধনের আগে গঙ্গায় নেমে করেছেন স্নান, সেখান থেকে ঘটে করে জল নিয়ে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে করেছেন জলাভিষেক ৷ দিয়েছেন পুজো ৷ এরপর বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদির মুখে যেমন শোনা গিয়েছে 'হর হর মহাদেব' ধ্বনি, তেমনই শোনা গিয়েছে ভোজপুরি ভাষাও ৷ করেছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা নির্মাণকর্মীদের প্রশংসাও ৷ অনুষ্ঠানের একফাঁকে নির্মাণকর্মী, সাফাইকর্মীদের কাছে গিয়ে তাঁদের মাথায় পুষ্পবৃষ্টিও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ এখানেই শেষ নয় ৷ এদিন কপালে তিলক কেটে কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পাশে বসে দুপুরের খাওয়াও সেরেছেন প্রধানমন্ত্রী (PM Modi lunch with Kashi Vishwanath workers) ৷ সাধারণের মাঝে এভাবেই এদিন বারবার মিশে গিয়েছেন নরেন্দ্র মোদি ৷ নিজের গম্ভীর ইমেজের বাইরে বেরিয়ে তাঁকে দেখা গিয়েছে হালকা মেজাজে ৷ করেছেন লঞ্চে চেপে গঙ্গা ভ্রমণও ৷ হেঁটে দেখাছেন পুরো কাশী বিশ্বনাথ করিডর ৷ সন্ধায় অংশ নিয়েছেন গঙ্গা আরতিতে ৷
-
#WATCH | Varanasi: PM Narendra Modi along with CM Yogi Adityanath had lunch with the workers involved in construction work of Kashi Vishwanath Dham Corridor. pic.twitter.com/XAX371ThEw
— ANI UP (@ANINewsUP) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Varanasi: PM Narendra Modi along with CM Yogi Adityanath had lunch with the workers involved in construction work of Kashi Vishwanath Dham Corridor. pic.twitter.com/XAX371ThEw
— ANI UP (@ANINewsUP) December 13, 2021#WATCH | Varanasi: PM Narendra Modi along with CM Yogi Adityanath had lunch with the workers involved in construction work of Kashi Vishwanath Dham Corridor. pic.twitter.com/XAX371ThEw
— ANI UP (@ANINewsUP) December 13, 2021
আরও পড়ুন : গঙ্গায় স্নান সেরে কাশী বিশ্বনাথ মন্দিরে জলাভিষেক মোদির
এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে দেশের গ্রামীণ সংস্কৃতি, সভ্যতা থেকে শুরু করে আধুনিক পরিকাঠামো নির্মাণ ও মহাকাশ গবেষণার কথা ৷ সোমনাথ মন্দির, কেদারনাথ মন্দির, অযোধ্যা মন্দিরের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ, গরিবদের জন্য ঘর তৈরির কথাও শোনা গিয়েছে মোদির মুখে ৷ বলেছেন, "বলেছেন এদেশে ঔরঙ্গজেবের মতো অত্যাচারী শাসকের নিষ্ঠুরতার কথা জানে ৷ দেশের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছিলেন নিষ্ঠুর ঔরঙ্গজেব ৷ কিন্তু ভারতের মাটি অন্য দেশের থেকে আলাদা ৷ তাই এখানে ঔরঙ্গজেব এলে পাল্টা শিবাজিরাও মাথা তুলে দাঁড়ান ৷"