ETV Bharat / bharat

Narendra Modi at Kashi Vishwanath Temple: গঙ্গা স্নান থেকে নির্মাণকর্মীদের পাশে বসে খাওয়া, বারাণসীতে অন্য মোদি - PM Narendra Modi inaugurates Kashi Vishwanath Corridor

কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধনে গিয়ে নির্মাণকর্মীদের পাশে বসে খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi lunch with Kashi Vishwanath workers)

Narendra Modi
গঙ্গা স্নান থেকে নির্মাণকর্মীদের পাশে বসে খাওয়া, বারাণসীতে অন্য মোদি
author img

By

Published : Dec 13, 2021, 7:54 PM IST

বারাণসী, 13 ডিসেম্বর : আগামী বছরের প্রায় শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট ৷ তার আগে সোমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়ে নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi inaugurates Kashi Vishwanath Corridor) ৷ ভোটমুখী উত্তরপ্রদেশে মেগা ইভেন্ট বলা যায় প্রধানমন্ত্রীর আজকের এই কর্মসূচিকে ৷ যেই ইভেন্টের কেন্দ্রে মন্দির, সামনে নরেন্দ্র মোদি আর ইভেন্ট স্থল বারাণসী ৷ সেই বারাণসী যা উত্তরপ্রদেশ তো বটেই গোটা দেশের হিন্দু ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক আলাদা আবেগের কাজ করে ৷ একের পর এক মন্দির ও গঙ্গার ঘাটের শহর প্রধানমন্ত্রীর এই লোকসভা কেন্দ্র ৷ স্বভাবতই এদিনের অনুষ্ঠান ঘিরে সাজসাজ রব ছিল গোটা বারাণসীতে ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷

নরেন্দ্র মোদির এদিনের এই মেগা কর্মসূচি ও মন্দির করিডর উত্তরপ্রদেশে ভোটবাক্সে বিজেপি'কে কতটা সাফল্য এনে দেবে তা সময় বলবে ৷ কিন্তু এদিন বারাণসীতে গিয়ে নিজেকে 'আমি তোমাদেরই লোক' এই বার্তা দেওয়ার চেষ্টা দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর মধ্যে ৷ মন্দির উদ্বোধনের আগে গঙ্গায় নেমে করেছেন স্নান, সেখান থেকে ঘটে করে জল নিয়ে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে করেছেন জলাভিষেক ৷ দিয়েছেন পুজো ৷ এরপর বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদির মুখে যেমন শোনা গিয়েছে 'হর হর মহাদেব' ধ্বনি, তেমনই শোনা গিয়েছে ভোজপুরি ভাষাও ৷ করেছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা নির্মাণকর্মীদের প্রশংসাও ৷ অনুষ্ঠানের একফাঁকে নির্মাণকর্মী, সাফাইকর্মীদের কাছে গিয়ে তাঁদের মাথায় পুষ্পবৃষ্টিও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ এখানেই শেষ নয় ৷ এদিন কপালে তিলক কেটে কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পাশে বসে দুপুরের খাওয়াও সেরেছেন প্রধানমন্ত্রী (PM Modi lunch with Kashi Vishwanath workers) ৷ সাধারণের মাঝে এভাবেই এদিন বারবার মিশে গিয়েছেন নরেন্দ্র মোদি ৷ নিজের গম্ভীর ইমেজের বাইরে বেরিয়ে তাঁকে দেখা গিয়েছে হালকা মেজাজে ৷ করেছেন লঞ্চে চেপে গঙ্গা ভ্রমণও ৷ হেঁটে দেখাছেন পুরো কাশী বিশ্বনাথ করিডর ৷ সন্ধায় অংশ নিয়েছেন গঙ্গা আরতিতে ৷

  • #WATCH | Varanasi: PM Narendra Modi along with CM Yogi Adityanath had lunch with the workers involved in construction work of Kashi Vishwanath Dham Corridor. pic.twitter.com/XAX371ThEw

    — ANI UP (@ANINewsUP) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : গঙ্গায় স্নান সেরে কাশী বিশ্বনাথ মন্দিরে জলাভিষেক মোদির

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে দেশের গ্রামীণ সংস্কৃতি, সভ্যতা থেকে শুরু করে আধুনিক পরিকাঠামো নির্মাণ ও মহাকাশ গবেষণার কথা ৷ সোমনাথ মন্দির, কেদারনাথ মন্দির, অযোধ্যা মন্দিরের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ, গরিবদের জন্য ঘর তৈরির কথাও শোনা গিয়েছে মোদির মুখে ৷ বলেছেন, "বলেছেন এদেশে ঔরঙ্গজেবের মতো অত্যাচারী শাসকের নিষ্ঠুরতার কথা জানে ৷ দেশের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছিলেন নিষ্ঠুর ঔরঙ্গজেব ৷ কিন্তু ভারতের মাটি অন্য দেশের থেকে আলাদা ৷ তাই এখানে ঔরঙ্গজেব এলে পাল্টা শিবাজিরাও মাথা তুলে দাঁড়ান ৷"

বারাণসী, 13 ডিসেম্বর : আগামী বছরের প্রায় শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট ৷ তার আগে সোমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়ে নবনির্মিত কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi inaugurates Kashi Vishwanath Corridor) ৷ ভোটমুখী উত্তরপ্রদেশে মেগা ইভেন্ট বলা যায় প্রধানমন্ত্রীর আজকের এই কর্মসূচিকে ৷ যেই ইভেন্টের কেন্দ্রে মন্দির, সামনে নরেন্দ্র মোদি আর ইভেন্ট স্থল বারাণসী ৷ সেই বারাণসী যা উত্তরপ্রদেশ তো বটেই গোটা দেশের হিন্দু ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক আলাদা আবেগের কাজ করে ৷ একের পর এক মন্দির ও গঙ্গার ঘাটের শহর প্রধানমন্ত্রীর এই লোকসভা কেন্দ্র ৷ স্বভাবতই এদিনের অনুষ্ঠান ঘিরে সাজসাজ রব ছিল গোটা বারাণসীতে ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷

নরেন্দ্র মোদির এদিনের এই মেগা কর্মসূচি ও মন্দির করিডর উত্তরপ্রদেশে ভোটবাক্সে বিজেপি'কে কতটা সাফল্য এনে দেবে তা সময় বলবে ৷ কিন্তু এদিন বারাণসীতে গিয়ে নিজেকে 'আমি তোমাদেরই লোক' এই বার্তা দেওয়ার চেষ্টা দেখা গিয়েছে প্রধানমন্ত্রীর মধ্যে ৷ মন্দির উদ্বোধনের আগে গঙ্গায় নেমে করেছেন স্নান, সেখান থেকে ঘটে করে জল নিয়ে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে করেছেন জলাভিষেক ৷ দিয়েছেন পুজো ৷ এরপর বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদির মুখে যেমন শোনা গিয়েছে 'হর হর মহাদেব' ধ্বনি, তেমনই শোনা গিয়েছে ভোজপুরি ভাষাও ৷ করেছেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা নির্মাণকর্মীদের প্রশংসাও ৷ অনুষ্ঠানের একফাঁকে নির্মাণকর্মী, সাফাইকর্মীদের কাছে গিয়ে তাঁদের মাথায় পুষ্পবৃষ্টিও করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ এখানেই শেষ নয় ৷ এদিন কপালে তিলক কেটে কাশী বিশ্বনাথ করিডর প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পাশে বসে দুপুরের খাওয়াও সেরেছেন প্রধানমন্ত্রী (PM Modi lunch with Kashi Vishwanath workers) ৷ সাধারণের মাঝে এভাবেই এদিন বারবার মিশে গিয়েছেন নরেন্দ্র মোদি ৷ নিজের গম্ভীর ইমেজের বাইরে বেরিয়ে তাঁকে দেখা গিয়েছে হালকা মেজাজে ৷ করেছেন লঞ্চে চেপে গঙ্গা ভ্রমণও ৷ হেঁটে দেখাছেন পুরো কাশী বিশ্বনাথ করিডর ৷ সন্ধায় অংশ নিয়েছেন গঙ্গা আরতিতে ৷

  • #WATCH | Varanasi: PM Narendra Modi along with CM Yogi Adityanath had lunch with the workers involved in construction work of Kashi Vishwanath Dham Corridor. pic.twitter.com/XAX371ThEw

    — ANI UP (@ANINewsUP) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : গঙ্গায় স্নান সেরে কাশী বিশ্বনাথ মন্দিরে জলাভিষেক মোদির

এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে দেশের গ্রামীণ সংস্কৃতি, সভ্যতা থেকে শুরু করে আধুনিক পরিকাঠামো নির্মাণ ও মহাকাশ গবেষণার কথা ৷ সোমনাথ মন্দির, কেদারনাথ মন্দির, অযোধ্যা মন্দিরের পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণ, গরিবদের জন্য ঘর তৈরির কথাও শোনা গিয়েছে মোদির মুখে ৷ বলেছেন, "বলেছেন এদেশে ঔরঙ্গজেবের মতো অত্যাচারী শাসকের নিষ্ঠুরতার কথা জানে ৷ দেশের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করেছিলেন নিষ্ঠুর ঔরঙ্গজেব ৷ কিন্তু ভারতের মাটি অন্য দেশের থেকে আলাদা ৷ তাই এখানে ঔরঙ্গজেব এলে পাল্টা শিবাজিরাও মাথা তুলে দাঁড়ান ৷"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.