নয়াদিল্লি, 9 অক্টোবর: আসন্ন লোকসভা নির্বাচনের আগে নতুন করে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির ৷ 2019-এ যে যে কেন্দ্রগুলিতে বিজেপি হেরেছিল, সেই জায়গাগুলিতে নতুন করে যাত্রার পরিকল্পনা করছে পদ্মশিবির ৷ এরকম 144টি লোকসভা কেন্দ্রে কমকরে 40টি কর্মসূচি হওয়ার কথা ৷ নরেন্দ্র মোদিও তাতে অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে (Bharatiya Janata Party (BJP) is planning to conduct 40 rallies across 144 Lok Sabha seats) ৷
দলীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে আবারও প্রবাস যোজনা করবেন নেতারা । এই প্রবাস যোজনা ফেজ-2 (Pravas Yojana Phase-2)-তে বিজেপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে সংগঠন বৃদ্ধির কাজ করবেন । এই কর্মসূচির অধীনে বিজেপি 2019 সালে পরাজিত হওয়া অথবা খারাপ ফল করা 144টি লোকসভা কেন্দ্রে সংগঠন বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে । বড় মিছিল থেকে শুরু করে রোড শো এবং জনসভা হবে বলে জানা গিয়েছে । তার মধ্যে অন্তত 40টি জায়গার 40টি বড় ব়্যালিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 40টি ক্লাসটারে প্রধানমন্ত্রীর এই 40টি জনসভা হবে ৷ বাকি 104টি কেন্দ্রে বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা ঘুরবেন ৷ দলের হয়ে জনসভা করবেন ৷
আরও পড়ুন: ডিসেম্বরেই কি বিজেপিতে বড় রদবদল ? তুঙ্গে তরজা
সূত্রের খবর, দলের কৌশল সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা নেতা সেই অঞ্চলের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন ৷ পাশাপাশি বিজেপির যে সব নেতারা দলের প্রতি অসন্তুষ্ট, তাঁদের ক্ষোভের কথা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন ৷ এই যোজনার ফেজ-2-তে 40 জন কেন্দ্রীয় মন্ত্রীকে 5টি পয়েন্ট মেনে কাজ করতে হবে ৷
- প্রচারের পরিকল্পনা প্রয়োগ করা
- জনসংযোগের জন্য তৈরি প্রোগ্রামগুলি চালনা করা
- রাজনৈতিক ব্যবস্থাপনা
- ন্যারেটিভ ম্যানেজমেন্ট ঠিক করা
- লোকসভা কেন্দ্রের ক্লাস্টারে রাত কাটানো
এই সময় মন্ত্রীকে ক্লাস্টারের দায়িত্বে থাকা মন্ত্রীকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠানের প্রধান, সাধু এবং স্থানীয় নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে হবে ৷ আর এই আলোচনা হবে তাঁদের বাড়িতে অথবা নিজস্ব কোনও জায়গায় ৷ বিজেপি মন্ত্রীরা স্থানীয় উৎসব, আচার, আঞ্চলিক মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন ৷ সঙ্ঘ অনুমোদিত সংগঠনের স্থানীয় আধিকারিক এবং কর্মীদের সঙ্গেও একটি বৈঠক করবেন দায়িত্বে থাকা মন্ত্রী ৷