ETV Bharat / bharat

অযোধ্যার মাটি-সরযূর জল দিয়ে তৈরি রামমন্দিরের পোস্টাল স্ট্যাম্প, উন্মোচনে প্রধানমন্ত্রী - Postage stamps on Ram Mandir

Ram Mandir Postage Stamps: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর চারদিন বাকি ৷ এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে পোস্টাল স্ট্যাম্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি পোস্টাল স্ট্যাম্প প্রকাশ করলেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 1:24 PM IST

Updated : Jan 18, 2024, 3:34 PM IST

রামমন্দিরের পোস্টাল স্ট্যাম্প উন্মোচন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 18 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর একের পর এক কর্মসূচি চলছে দেশজুড়ে ৷ রামজন্মভূমি ও রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবার স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷ বৃহস্পতিবার অযোধ্যায় রামমন্দির নিয়ে ছ'টি স্ট্যাম্প প্রকাশ করলেন তিনি ৷ এছাড়া বিশ্বের 20টি দেশে রামকে কেন্দ্র করে প্রকাশিত স্ট্যাম্পের একটি সংগ্রহ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি ৷

শ্রী রাম জন্মভূমি মন্দির নিয়ে প্রকাশিত এই পোস্টাল স্ট্যাম্পে রামায়ণের মুখ্য চরিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে ৷ ভগবান রাম, ভগবান গণেশ, শ্রীরামজন্মভূমি মন্দির, রামায়ণের কাহিনি তুলে রয়েছে এই স্ট্যাম্পগুলিতে ৷ রয়েছে চতুষ্পদ 'মঙ্গল ভবন অমঙ্গল হরি', সরযূ নদী আর রামমন্দিরকে ঘিরে থাকা স্থাপত্য ৷

এই স্ট্যাম্প প্রকাশ অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিয়ো বার্তা দেন ৷ তিনি বলেন, "পোস্টাল স্ট্যাম্প বিচার, ইতিহাস এবং ঐতিহাসিক ঘটনাগুলি পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহায্য করে ৷ আজ স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে ৷ এই টিকিটে রামমন্দিরের ছবি আছে, রামভক্তির ভাবনা আছে, আর মঙ্গল ভবন অমঙ্গল হরির মতো লোকপ্রিয় চৌপাইয়ের মাধ্যমে রাষ্ট্রের মঙ্গলের কামনা রয়েছে ৷ আমাদের পঞ্চভূতের যে দর্শন আছে, ভগবান রামের মাধ্যমে সেই দর্শনকে দেখানো হয়েছে ৷"

Six postal stamps on Ram Temple
রামমন্দিরের উপর প্রকাশিত পোস্টাল স্ট্যাম্প

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই পোস্টাল স্ট্যাম্পে পঞ্চভূতের বা পৃথিবীর পাঁচটি মৌলিক উপাদান- আকাশ, বাতাস, আগুন, মাটি ও জলকে কথা জানানো হয়েছে ৷ অযোধ্যা থেকে সংগৃহীত মাটি, সরযূর জল আর চন্দন ব্যবহার করে এই স্ট্যাম্প তৈরি হয়েছে ৷ তাই এই স্ট্যাম্প থেকে চন্দনের সুবাস পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷ পাশাপাশি ভগবান রামকে কেন্দ্র করে বিভিন্ন দেশ যে স্ট্যাম্প কভার প্রকাশ করেছে, তার একটি সংগ্রহও প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ 48 পৃষ্ঠার এই বইতে বিশ্বের 20টি দেশের স্ট্যাম্প আছে ৷ এর মধ্যে রয়েছে আমেরিকা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা, কাম্বোডিয়া এবং রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন ৷

আরও পড়ুন:

  1. রামমন্দির উদ্বোধনের আবহে ‘লতা দিদি’কে মনে পড়ছে প্রধানমন্ত্রীর
  2. লক্ষ্মীবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল রামলালার মূর্তি
  3. নিজামের শহর থেকে রামরাজ্যে যাচ্ছে 1265 কেজি'র লাড্ডু, দেখুন ভিডিয়ো

রামমন্দিরের পোস্টাল স্ট্যাম্প উন্মোচন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 18 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন এগিয়ে আসছে ৷ আর একের পর এক কর্মসূচি চলছে দেশজুড়ে ৷ রামজন্মভূমি ও রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবার স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী ৷ বৃহস্পতিবার অযোধ্যায় রামমন্দির নিয়ে ছ'টি স্ট্যাম্প প্রকাশ করলেন তিনি ৷ এছাড়া বিশ্বের 20টি দেশে রামকে কেন্দ্র করে প্রকাশিত স্ট্যাম্পের একটি সংগ্রহ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি ৷

শ্রী রাম জন্মভূমি মন্দির নিয়ে প্রকাশিত এই পোস্টাল স্ট্যাম্পে রামায়ণের মুখ্য চরিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে ৷ ভগবান রাম, ভগবান গণেশ, শ্রীরামজন্মভূমি মন্দির, রামায়ণের কাহিনি তুলে রয়েছে এই স্ট্যাম্পগুলিতে ৷ রয়েছে চতুষ্পদ 'মঙ্গল ভবন অমঙ্গল হরি', সরযূ নদী আর রামমন্দিরকে ঘিরে থাকা স্থাপত্য ৷

এই স্ট্যাম্প প্রকাশ অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিয়ো বার্তা দেন ৷ তিনি বলেন, "পোস্টাল স্ট্যাম্প বিচার, ইতিহাস এবং ঐতিহাসিক ঘটনাগুলি পরের প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহায্য করে ৷ আজ স্মারক ডাকটিকিট প্রকাশিত হয়েছে ৷ এই টিকিটে রামমন্দিরের ছবি আছে, রামভক্তির ভাবনা আছে, আর মঙ্গল ভবন অমঙ্গল হরির মতো লোকপ্রিয় চৌপাইয়ের মাধ্যমে রাষ্ট্রের মঙ্গলের কামনা রয়েছে ৷ আমাদের পঞ্চভূতের যে দর্শন আছে, ভগবান রামের মাধ্যমে সেই দর্শনকে দেখানো হয়েছে ৷"

Six postal stamps on Ram Temple
রামমন্দিরের উপর প্রকাশিত পোস্টাল স্ট্যাম্প

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই পোস্টাল স্ট্যাম্পে পঞ্চভূতের বা পৃথিবীর পাঁচটি মৌলিক উপাদান- আকাশ, বাতাস, আগুন, মাটি ও জলকে কথা জানানো হয়েছে ৷ অযোধ্যা থেকে সংগৃহীত মাটি, সরযূর জল আর চন্দন ব্যবহার করে এই স্ট্যাম্প তৈরি হয়েছে ৷ তাই এই স্ট্যাম্প থেকে চন্দনের সুবাস পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷ পাশাপাশি ভগবান রামকে কেন্দ্র করে বিভিন্ন দেশ যে স্ট্যাম্প কভার প্রকাশ করেছে, তার একটি সংগ্রহও প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ 48 পৃষ্ঠার এই বইতে বিশ্বের 20টি দেশের স্ট্যাম্প আছে ৷ এর মধ্যে রয়েছে আমেরিকা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা, কাম্বোডিয়া এবং রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠন ৷

আরও পড়ুন:

  1. রামমন্দির উদ্বোধনের আবহে ‘লতা দিদি’কে মনে পড়ছে প্রধানমন্ত্রীর
  2. লক্ষ্মীবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল রামলালার মূর্তি
  3. নিজামের শহর থেকে রামরাজ্যে যাচ্ছে 1265 কেজি'র লাড্ডু, দেখুন ভিডিয়ো
Last Updated : Jan 18, 2024, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.