ETV Bharat / bharat

Kushinagar Int. Airport : নির্বাচনের আগে বিমানবন্দর পেল যোগী-রাজ্য, উদ্বোধন প্রধানমন্ত্রীর - উত্তরপ্রদেশ

কুশীনগর হল সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ 'মহাপরিনির্বাণ' লাভ করেছিলেন । এটি একটি আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান, বৌদ্ধ সার্কিটের কেন্দ্র বিন্দু ৷

Kushinagar
নির্বাচনের আগে বিমানবন্দর পেল যোগী-রাজ্য, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
author img

By

Published : Oct 20, 2021, 1:59 PM IST

কুশীনগর, 20 অক্টোবর : আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগেই নতুন বিমানবন্দর উপহার পেল উত্তরপ্রদেশ ৷ আজ সকালে কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের ( Kushinagar International Airport ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi ) ৷ যা শুধু যোগাযোগ ব্যবস্থাই দ্রুত করবে না, দেশের পর্যটনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই বিমানবন্দর ৷ এমনটাই আশা প্রধানমন্ত্রীর ৷

আরও পড়ুন : Narendra Modi : মোদি ভারতের জেমস বন্ড, কটাক্ষ তৃণমূলের ডেরেকের

উত্তরপ্রদেশের কুশীনগর হল সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ 'মহাপরিনির্বাণ' লাভ করেছিলেন বলে মনে করা হয় । এটি একটি আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান ৷ কলম্বো থেকে উদ্বোধনী বিমানে কুশীনগর বিমানবন্দরে 100 জন বৌদ্ধ ভিক্ষু ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শ্রীলঙ্কান প্রতিনিধি দল উপস্থিত হয় । শ্রীলঙ্কার এই প্রতিনিধি দলে ছিলেন শ্রীলঙ্কার বৌদ্ধধর্মের চারটি নিকাত ( ধারা ) আসগিরিয়া, অমরপুরা, রমন্য, মালওয়াতের অনুনয়ক ( উপপ্রধান ) এবং সেইসঙ্গে নমল রাজাপাক্সির নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সরকারের পাঁচজন মন্ত্রী।

আরও পড়ুন : Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

260 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিমানবন্দরটি 3,600 বর্গমিটার জুড়ে বিস্তৃত ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বিমানবন্দরটি পূর্ব উত্তরপ্রদেশে কর্মসংস্থান ও পর্যটনের সুযোগ এনে দেবে ।

ব্যস্ত সময়ে বিমানবন্দরটির 300 জন যাত্রীকে পরিচালনা করা ক্ষমতা রয়েছে ৷ শ্রীলঙ্কা, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মতো দেশে সরাসরি বিমান সংযোগ প্রদান করবে । উদ্বোধনের সঙ্গে সঙ্গেই রাজ্যের পর্যটন প্রবাহ 20 শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে । অফিশিয়াল রিলিজ অনুযায়ী, আশেপাশের 10 থেকে 15টি জেলা এবং পরিযায়ী শ্রমিক সহ দু'কোটিরও বেশি মানুষের কাজে লাগবে এই বিমানবন্দর ৷ পাশাপাশি কলা, স্ট্রবেরি এবং মাশরুমের মতো উদ্যানপালন পণ্য রপ্তানির সুযোগও বাড়বে ।

কুশীনগর, 20 অক্টোবর : আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগেই নতুন বিমানবন্দর উপহার পেল উত্তরপ্রদেশ ৷ আজ সকালে কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের ( Kushinagar International Airport ) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi ) ৷ যা শুধু যোগাযোগ ব্যবস্থাই দ্রুত করবে না, দেশের পর্যটনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই বিমানবন্দর ৷ এমনটাই আশা প্রধানমন্ত্রীর ৷

আরও পড়ুন : Narendra Modi : মোদি ভারতের জেমস বন্ড, কটাক্ষ তৃণমূলের ডেরেকের

উত্তরপ্রদেশের কুশীনগর হল সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ 'মহাপরিনির্বাণ' লাভ করেছিলেন বলে মনে করা হয় । এটি একটি আন্তর্জাতিক বৌদ্ধ তীর্থস্থান ৷ কলম্বো থেকে উদ্বোধনী বিমানে কুশীনগর বিমানবন্দরে 100 জন বৌদ্ধ ভিক্ষু ও বিশিষ্ট ব্যক্তিবর্গের শ্রীলঙ্কান প্রতিনিধি দল উপস্থিত হয় । শ্রীলঙ্কার এই প্রতিনিধি দলে ছিলেন শ্রীলঙ্কার বৌদ্ধধর্মের চারটি নিকাত ( ধারা ) আসগিরিয়া, অমরপুরা, রমন্য, মালওয়াতের অনুনয়ক ( উপপ্রধান ) এবং সেইসঙ্গে নমল রাজাপাক্সির নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সরকারের পাঁচজন মন্ত্রী।

আরও পড়ুন : Uttarakhand Rain : উত্তরাখণ্ডে মৃত বেড়ে 45, আজ পরিদর্শনে যাচ্ছেন অমিত শাহ

260 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিমানবন্দরটি 3,600 বর্গমিটার জুড়ে বিস্তৃত ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বিমানবন্দরটি পূর্ব উত্তরপ্রদেশে কর্মসংস্থান ও পর্যটনের সুযোগ এনে দেবে ।

ব্যস্ত সময়ে বিমানবন্দরটির 300 জন যাত্রীকে পরিচালনা করা ক্ষমতা রয়েছে ৷ শ্রীলঙ্কা, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চিন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মতো দেশে সরাসরি বিমান সংযোগ প্রদান করবে । উদ্বোধনের সঙ্গে সঙ্গেই রাজ্যের পর্যটন প্রবাহ 20 শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে । অফিশিয়াল রিলিজ অনুযায়ী, আশেপাশের 10 থেকে 15টি জেলা এবং পরিযায়ী শ্রমিক সহ দু'কোটিরও বেশি মানুষের কাজে লাগবে এই বিমানবন্দর ৷ পাশাপাশি কলা, স্ট্রবেরি এবং মাশরুমের মতো উদ্যানপালন পণ্য রপ্তানির সুযোগও বাড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.