ETV Bharat / bharat

PM Modi in Meghalaya: মেঘালয়ের ভোট প্রচারেও পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব মোদি, পদ্ম ফোটা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

চলতি মাসের 27 তারিখ বিধানসভা নির্বাচন মেঘালয়ে ৷ শুক্রবার সেখানে ভোট প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

ETV Bharat
নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 24, 2023, 9:05 PM IST

শিলং, 24 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন মেঘালয়ে ৷ তার আগে প্রচারের প্রায় শেষপর্বে শুক্রবার উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন শিলং ও তুরায় সভা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি আশাবাদী, এই রাজ্যে এবার বেশি করে পদ্ম ফুটবে ও বিজেপি নেতৃত্বে সরকার তৈরি হবে (Narendra Modi in Meghalaya vote campaign) ৷

এদিন কংগ্রেসের সমালোচনা করেন নরেন্দ্র মোদি বলেন, "দেশের মানুষ যাদের বর্জন করছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে তাঁরা এতটাই হতাশ হয়ে পড়েছে যে আমার নামে কবর খোড়ার কথা বলছে ৷ কিন্তু দেশের প্রতিটি প্রান্তের মানুষ বলছেন মোদির পদ্ম ফুটবে ৷" উল্লেখ্য, বৃহস্পতিবার কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার হওয়ার পর কংগ্রেসের কয়েকজন কর্মী-সমর্থক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক স্লোগান দেন বলে অভিযোগ ৷ এদিন সে কথাই উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি (PM Modi attacks Congress) ৷

এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, ভারত দিন দিন নয়া উচ্চতায় পৌঁছচ্ছে এবং তাতে মেঘালয়েরও যোগদান রয়েছে ৷ উত্তর-পূর্বের উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "রাস্তা, রেল ও বিমান যোগাযোগের খারাপ অবস্থা আগে মেঘালয়ের উন্নয়নে বাধা সৃষ্টি করছিল ৷ কিন্তু গত 9 বছরে কেন্দ্রের বিজেপি সরকার সেই অবস্থার পরিবর্তন করেছে ৷ যা উত্তর-পূর্বের উন্নয়নে সহায়ক হয়েছে ৷"

নরেন্দ্র মোদি দাবি করেন, মেঘালয়ের মহিলা, যুব, ব্যবসায়ী, সরকারি চাকুরিজীবী প্রত্যেকেই চান বিজেপি মেঘালয়ে ক্ষমতায় আসুক ৷ তুরার জনসভায় নরেন্দ্র মোদি এদিন উত্তর-পূর্ব ভারতকে উন্নয়নের ইঞ্জিন বলে উল্লেখ করেন ৷ এই অঞ্চলের আদিবাসীদের উন্নয়নে কংগ্রেস জমানার থেকে 5 গুণ বেশি বরাদ্দ করা হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী ৷ কেন্দ্রের বিজেপি সরকারই মেঘালয়ের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়েছে বলে এদিন মোদি জানান ৷

আরও পড়ুন: নাগাল্যান্ডের কথা কখনও ভাবেননি দিল্লির কংগ্রেস নেতারা, অভিযোগ মোদির

এদিন ফের একবার পরিবার তন্ত্রের বিরুদ্ধে সওয়াল করেন নরেন্দ্র মোদি ৷ বলেন, "শুধু দিল্লিতে নয় মেঘালয়েও এই পরিবারতান্ত্রিক দলগুলি রাজ্যকে এটিএমের মতো নিজেদের স্বার্থে ব্যবহার করেছে ৷ তাই এই দলগুলিকে মানুষ বর্জন করছে ৷ এখানে মানুষের সরকার দরকার ৷" এদিন জনসভা শুরুর আগে একটি রোড শোও করেন প্রধানমন্ত্রী ৷

শিলং, 24 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন মেঘালয়ে ৷ তার আগে প্রচারের প্রায় শেষপর্বে শুক্রবার উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন শিলং ও তুরায় সভা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি আশাবাদী, এই রাজ্যে এবার বেশি করে পদ্ম ফুটবে ও বিজেপি নেতৃত্বে সরকার তৈরি হবে (Narendra Modi in Meghalaya vote campaign) ৷

এদিন কংগ্রেসের সমালোচনা করেন নরেন্দ্র মোদি বলেন, "দেশের মানুষ যাদের বর্জন করছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে তাঁরা এতটাই হতাশ হয়ে পড়েছে যে আমার নামে কবর খোড়ার কথা বলছে ৷ কিন্তু দেশের প্রতিটি প্রান্তের মানুষ বলছেন মোদির পদ্ম ফুটবে ৷" উল্লেখ্য, বৃহস্পতিবার কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার হওয়ার পর কংগ্রেসের কয়েকজন কর্মী-সমর্থক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিজনক স্লোগান দেন বলে অভিযোগ ৷ এদিন সে কথাই উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি (PM Modi attacks Congress) ৷

এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, ভারত দিন দিন নয়া উচ্চতায় পৌঁছচ্ছে এবং তাতে মেঘালয়েরও যোগদান রয়েছে ৷ উত্তর-পূর্বের উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "রাস্তা, রেল ও বিমান যোগাযোগের খারাপ অবস্থা আগে মেঘালয়ের উন্নয়নে বাধা সৃষ্টি করছিল ৷ কিন্তু গত 9 বছরে কেন্দ্রের বিজেপি সরকার সেই অবস্থার পরিবর্তন করেছে ৷ যা উত্তর-পূর্বের উন্নয়নে সহায়ক হয়েছে ৷"

নরেন্দ্র মোদি দাবি করেন, মেঘালয়ের মহিলা, যুব, ব্যবসায়ী, সরকারি চাকুরিজীবী প্রত্যেকেই চান বিজেপি মেঘালয়ে ক্ষমতায় আসুক ৷ তুরার জনসভায় নরেন্দ্র মোদি এদিন উত্তর-পূর্ব ভারতকে উন্নয়নের ইঞ্জিন বলে উল্লেখ করেন ৷ এই অঞ্চলের আদিবাসীদের উন্নয়নে কংগ্রেস জমানার থেকে 5 গুণ বেশি বরাদ্দ করা হয়েছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী ৷ কেন্দ্রের বিজেপি সরকারই মেঘালয়ের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়েছে বলে এদিন মোদি জানান ৷

আরও পড়ুন: নাগাল্যান্ডের কথা কখনও ভাবেননি দিল্লির কংগ্রেস নেতারা, অভিযোগ মোদির

এদিন ফের একবার পরিবার তন্ত্রের বিরুদ্ধে সওয়াল করেন নরেন্দ্র মোদি ৷ বলেন, "শুধু দিল্লিতে নয় মেঘালয়েও এই পরিবারতান্ত্রিক দলগুলি রাজ্যকে এটিএমের মতো নিজেদের স্বার্থে ব্যবহার করেছে ৷ তাই এই দলগুলিকে মানুষ বর্জন করছে ৷ এখানে মানুষের সরকার দরকার ৷" এদিন জনসভা শুরুর আগে একটি রোড শোও করেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.