ETV Bharat / bharat

LPG Cylinder: অনেকটাই সস্তা রান্নার গ্যাস, জেনে নিন সিলিন্ডারপিছু দাম - দাম কমছে রান্নার গ্যাসের

রাখিবন্ধন উপলক্ষে মোদি সরকারের নয়া ঘোষণা ৷ সিলিন্ডারপিছু 200 টাকা করে কমল রান্নার গ্যাসের দাম ৷ মঙ্গলবার এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে ৷

Etv Bharat
রান্নার গ্যাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 4:13 PM IST

Updated : Aug 29, 2023, 11:04 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: লোকসভা ভোটের আগেই কেন্দ্রের বড় ঘোষণা ৷ দাম কমছে রান্নার গ্যাসের ৷ সিলিন্ডারপিছু 200 টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের ৷ আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ রাখিবন্ধন উপলক্ষে কেন্দ্র সরকারের এই বিশেষ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ৷

বর্তমানে রান্নার গ্যাসের দাম 1 হাজার 129 টাকা ৷ 200 টাকা কমে যা দাঁড়ালো 929 টাকা ৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সাধারণের জন্য রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 200 টাকা কমল ৷ প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পের অন্তর্ভূক্ত গ্রাহকদের এখন থেকে সিলিন্ডারপিছু ভর্তুকি দেওয়া হবে 400 টাকা ৷ সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে বিনামূল্যে 75 লক্ষ নতুন এলপিজি সংযোগ দেবে ৷ বর্তমানে এই প্রকল্পের 9.6 কোটি গ্রাহক রয়েছে ৷ ভারত প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তার 60 শতাংশের জন্য আমদানির উপর নির্ভরশীল ৷

  • #WATCH | "PM Modi has decided Rs 200 reduction in the price of domestic LPG cylinders, for all users...this is a gift from PM Narendra Modi, to the women of the country, during the occasion of Raksha Bandhan", says Union Minister Anurag Thakur pic.twitter.com/QTy6YB0x4u

    — ANI (@ANI) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তিন মাস পর ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

তবে এই নিয়ে গ্রাহকদের মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে ৷ রাত পোহালেই তো রাখিবন্ধন ৷ তাহলে রাখি উপলক্ষে দাম কমার ঘোষণায় কবে থেকে গ্যাসের নতুন এই দাম কার্যকর হবে তা নিয়েই ধন্দ সৃষ্টি হয়েছে উপভোক্তাদের মনে ৷ আপাতত রান্নার গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তিতে মধ্য থেকে নিম্নবিত্ত পরিবারগুলি ।

চলতি বছর মার্চে রান্নার গ্যাসের দাম বেড়েছিল 50 টাকা ৷ আজ ফের রান্নার গ্যাসের দাম 200 টাকা কমার কথা ঘোষণা করা হল ৷ যদিও এই নয়া দাম কবে থেকে কার্যকর করা হবে তা জানানো হয়নি ৷ গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম কমলেও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম নিয়ে এদিন কোনও আলোচনা শোনা যায়নি ৷ রাজনৈতিক মহলের মত, শুধু লোকসভা ভোট নয়, রাজস্থান, ছত্তিশগড় ,মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম হ্রাস বেশ তাৎপর্যপূর্ণ ।

আরও পড়ুন : 'গ্যাসের দাম কমাক সরকার', কাতর আর্জি আলিপুয়ারদুয়ারের চা-শ্রমিকদের

নয়াদিল্লি, 29 অগস্ট: লোকসভা ভোটের আগেই কেন্দ্রের বড় ঘোষণা ৷ দাম কমছে রান্নার গ্যাসের ৷ সিলিন্ডারপিছু 200 টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের ৷ আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ রাখিবন্ধন উপলক্ষে কেন্দ্র সরকারের এই বিশেষ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ৷

বর্তমানে রান্নার গ্যাসের দাম 1 হাজার 129 টাকা ৷ 200 টাকা কমে যা দাঁড়ালো 929 টাকা ৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সাধারণের জন্য রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি 200 টাকা কমল ৷ প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পের অন্তর্ভূক্ত গ্রাহকদের এখন থেকে সিলিন্ডারপিছু ভর্তুকি দেওয়া হবে 400 টাকা ৷ সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে বিনামূল্যে 75 লক্ষ নতুন এলপিজি সংযোগ দেবে ৷ বর্তমানে এই প্রকল্পের 9.6 কোটি গ্রাহক রয়েছে ৷ ভারত প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তার 60 শতাংশের জন্য আমদানির উপর নির্ভরশীল ৷

  • #WATCH | "PM Modi has decided Rs 200 reduction in the price of domestic LPG cylinders, for all users...this is a gift from PM Narendra Modi, to the women of the country, during the occasion of Raksha Bandhan", says Union Minister Anurag Thakur pic.twitter.com/QTy6YB0x4u

    — ANI (@ANI) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তিন মাস পর ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

তবে এই নিয়ে গ্রাহকদের মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে ৷ রাত পোহালেই তো রাখিবন্ধন ৷ তাহলে রাখি উপলক্ষে দাম কমার ঘোষণায় কবে থেকে গ্যাসের নতুন এই দাম কার্যকর হবে তা নিয়েই ধন্দ সৃষ্টি হয়েছে উপভোক্তাদের মনে ৷ আপাতত রান্নার গ্যাসের দাম কমায় কিছুটা স্বস্তিতে মধ্য থেকে নিম্নবিত্ত পরিবারগুলি ।

চলতি বছর মার্চে রান্নার গ্যাসের দাম বেড়েছিল 50 টাকা ৷ আজ ফের রান্নার গ্যাসের দাম 200 টাকা কমার কথা ঘোষণা করা হল ৷ যদিও এই নয়া দাম কবে থেকে কার্যকর করা হবে তা জানানো হয়নি ৷ গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম কমলেও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম নিয়ে এদিন কোনও আলোচনা শোনা যায়নি ৷ রাজনৈতিক মহলের মত, শুধু লোকসভা ভোট নয়, রাজস্থান, ছত্তিশগড় ,মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম হ্রাস বেশ তাৎপর্যপূর্ণ ।

আরও পড়ুন : 'গ্যাসের দাম কমাক সরকার', কাতর আর্জি আলিপুয়ারদুয়ারের চা-শ্রমিকদের

Last Updated : Aug 29, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.