ETV Bharat / bharat

PM Modi Karnataka Roadshow: 8 কিমির মেগা রোড শোয়ে মোদি, শেষবেলায় মরিয়া প্রচার কর্ণাটকে - কর্ণাটকে প্রচারে মোদি

কর্ণাটক নির্বাচন 2023-এর প্রচারের শেষ দিনে বেঙ্গালুরু সেন্ট্রাল, শিবমোগা এবং নানজানগুড়ে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি নানজানগুড়ু মন্দিরও পরিদর্শন করবেন এবং সেখানে গণপতি, সুব্রহ্মণ্য, আদি নারায়ণ ও পার্বতীর দর্শন করবেন ।

PM Modi Karnataka Roadshow
PM Modi Karnataka Roadshow
author img

By

Published : May 7, 2023, 1:08 PM IST

Updated : May 7, 2023, 1:38 PM IST

কর্নাটকে মেগা রোড শো মোদির

বেঙ্গালুরু (কর্ণাটক), 7 মে: কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ ধাপে আজ ফের মেগা রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সকালে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে দীর্ঘ 8 কিলোমিটারের রোড শো শুরু করেছেন তিনি । রাস্তায় সারিবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ যেখান দিয়েই নমোর গাড়ি এগোচ্ছে, সেখানেই তাঁকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হচ্ছে ৷ আশপাশের সড়কে যানজট এড়াতে ট্রাফিক পুলিশ বহু যানবাহনের যাতায়াতের রুট বদলে দিয়েছে ৷

বেঙ্গালুরুর নিউ থিপ্পাসান্দ্রা রোডে কেম্পেগৌড়া মূর্তি থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো । বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠা কেম্পেগৌড়ার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি ৷ এইচএএল সেকেন্ড ফেজ 80 ফুট রোড জাংশন হয়ে এমজি রোড, দ্বাদশ মেইন রোড জাংশন, 100 ফুট জাংশন, ইন্দিরা নগর, সুব্রামানিয়াস্বামী মন্দির এবং ট্রিনিটি সার্কেল দিয়ে যাবে মোদির রোড শো । শনিবার প্রধানমন্ত্রী বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রে 26 কিলোমিটার পথ রোড শো করেছিলেন ।

PM Modi Karnataka Roadshow
বেঙ্গালুরুতে মোদির রোড শো

বেঙ্গালুরু রোড শো শেষে শিবমোগা জেলায় যাবেন প্রধানমন্ত্রী মোদি । তিনি শিবমোগা তালুকের আয়ানুরুতে সরকারি প্রি-গ্রাজুয়েশন কলেজের পাশে বিজেপির প্রচার সভায় অংশ নেবেন । শিবমোগা জেলা বিজেপি সভাপতি টিডি মেঘরাজ জানিয়েছেন, প্রায় 100 একর জমিতে এই সম্মেলন হবে । অনুষ্ঠান চলবে দুপুর আড়াইটা পর্যন্ত । 50 মিনিটের বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি ।

আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিবমোগা জেলার 7টি নির্বাচনী এলাকা, দাভানাগেরে 2টি নির্বাচনী এলাকা এবং চিককামাগালুরুর একটি কেন্দ্রের প্রার্থীদের পক্ষে প্রচার করবেন । সভায় 10টি কেন্দ্রের ভোটাররা অংশ নিচ্ছেন । প্রতিটি নির্বাচনী এলাকা থেকে 30 হাজার লোক-সহ প্রায় তিন লাখ লোক প্রধানমন্ত্রীর বৈঠকে আসবেন বলে আশা করছে বিজেপি । আয়ানুরুর বাইরে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে ।

পরে প্রধানমন্ত্রী মোদি মহীশূর জেলার নানজানগুড়ু তালুকের এলাচেগেরে বোর গ্রামে একটি উন্মুক্ত প্রচার সমাবেশ করবেন । এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা এক লাখেরও বেশি মানুষের । কর্মসূচির দায়িত্বে থাকা বিধায়ক এসএ রামদাস বলেছেন যে, কর্মসূচির আগে মিছিলে 3,000 এরও বেশি দু-চাকার আরোহী অংশ নেবেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকাল 4.35-এ মঞ্চে আসবেন এবং বিকাল 5.25 মিনিট থেকে সেই সভায় অংশ নেবেন ।

শ্রীকান্তেশ্বর স্বামী মন্দিরে পরিদর্শন

মিছিল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বিকেল 5.30টায় সেখান থেকে রওনা দিয়ে সন্ধ্যা 6.45-এ নানজানগুড়ু মন্দিরে পৌঁছবেন এবং গণপতি, সুব্রহ্মণ্য, আদি নারায়ণ ও পার্বতীর দর্শন করবেন । হিন্দু দেবতা শ্রীকন্ঠেশ্বরকে অভিষেক ও বিশেষ পূজা দেওয়া হবে । এরপর নয়াদিল্লিতে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আরও পড়ুন: কর্ণাটকের রাজনৈতিক ঐতিহ্য মেনে ভোটের মুখে শীর্ষ লিঙ্গায়েত মঠে ভিড় নেতাদের

কর্নাটকে মেগা রোড শো মোদির

বেঙ্গালুরু (কর্ণাটক), 7 মে: কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ ধাপে আজ ফের মেগা রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সকালে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে দীর্ঘ 8 কিলোমিটারের রোড শো শুরু করেছেন তিনি । রাস্তায় সারিবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন বিজেপির কর্মী ও সমর্থকরা ৷ যেখান দিয়েই নমোর গাড়ি এগোচ্ছে, সেখানেই তাঁকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হচ্ছে ৷ আশপাশের সড়কে যানজট এড়াতে ট্রাফিক পুলিশ বহু যানবাহনের যাতায়াতের রুট বদলে দিয়েছে ৷

বেঙ্গালুরুর নিউ থিপ্পাসান্দ্রা রোডে কেম্পেগৌড়া মূর্তি থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো । বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠা কেম্পেগৌড়ার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি ৷ এইচএএল সেকেন্ড ফেজ 80 ফুট রোড জাংশন হয়ে এমজি রোড, দ্বাদশ মেইন রোড জাংশন, 100 ফুট জাংশন, ইন্দিরা নগর, সুব্রামানিয়াস্বামী মন্দির এবং ট্রিনিটি সার্কেল দিয়ে যাবে মোদির রোড শো । শনিবার প্রধানমন্ত্রী বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রে 26 কিলোমিটার পথ রোড শো করেছিলেন ।

PM Modi Karnataka Roadshow
বেঙ্গালুরুতে মোদির রোড শো

বেঙ্গালুরু রোড শো শেষে শিবমোগা জেলায় যাবেন প্রধানমন্ত্রী মোদি । তিনি শিবমোগা তালুকের আয়ানুরুতে সরকারি প্রি-গ্রাজুয়েশন কলেজের পাশে বিজেপির প্রচার সভায় অংশ নেবেন । শিবমোগা জেলা বিজেপি সভাপতি টিডি মেঘরাজ জানিয়েছেন, প্রায় 100 একর জমিতে এই সম্মেলন হবে । অনুষ্ঠান চলবে দুপুর আড়াইটা পর্যন্ত । 50 মিনিটের বৈঠকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি ।

আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিবমোগা জেলার 7টি নির্বাচনী এলাকা, দাভানাগেরে 2টি নির্বাচনী এলাকা এবং চিককামাগালুরুর একটি কেন্দ্রের প্রার্থীদের পক্ষে প্রচার করবেন । সভায় 10টি কেন্দ্রের ভোটাররা অংশ নিচ্ছেন । প্রতিটি নির্বাচনী এলাকা থেকে 30 হাজার লোক-সহ প্রায় তিন লাখ লোক প্রধানমন্ত্রীর বৈঠকে আসবেন বলে আশা করছে বিজেপি । আয়ানুরুর বাইরে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে ।

পরে প্রধানমন্ত্রী মোদি মহীশূর জেলার নানজানগুড়ু তালুকের এলাচেগেরে বোর গ্রামে একটি উন্মুক্ত প্রচার সমাবেশ করবেন । এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা এক লাখেরও বেশি মানুষের । কর্মসূচির দায়িত্বে থাকা বিধায়ক এসএ রামদাস বলেছেন যে, কর্মসূচির আগে মিছিলে 3,000 এরও বেশি দু-চাকার আরোহী অংশ নেবেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকাল 4.35-এ মঞ্চে আসবেন এবং বিকাল 5.25 মিনিট থেকে সেই সভায় অংশ নেবেন ।

শ্রীকান্তেশ্বর স্বামী মন্দিরে পরিদর্শন

মিছিল শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বিকেল 5.30টায় সেখান থেকে রওনা দিয়ে সন্ধ্যা 6.45-এ নানজানগুড়ু মন্দিরে পৌঁছবেন এবং গণপতি, সুব্রহ্মণ্য, আদি নারায়ণ ও পার্বতীর দর্শন করবেন । হিন্দু দেবতা শ্রীকন্ঠেশ্বরকে অভিষেক ও বিশেষ পূজা দেওয়া হবে । এরপর নয়াদিল্লিতে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আরও পড়ুন: কর্ণাটকের রাজনৈতিক ঐতিহ্য মেনে ভোটের মুখে শীর্ষ লিঙ্গায়েত মঠে ভিড় নেতাদের

Last Updated : May 7, 2023, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.