ETV Bharat / bharat

Agnipath Recruitment Scheme : 'অনেক ভাল উদ্যোগ রাজনীতির কারণে আটকে যায়', অগ্নিপথ বিতর্কের মাঝেই বার্তা মোদির - অগ্নিপথ বিতর্কের মাঝেই বার্তা মোদির

গত মঙ্গলবারই সেনা নিয়োগে 'অগ্নিপথ' নীতির (Agnipath Recruitment Scheme) ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এই নীতির মূল হল, চার বছরের জন্য 46 হাজার জনকে নিয়োগ করা হবে সেনার তিন বাহিনীতে ৷ এদের ডাকা হবে 'অগ্নিবীর' নামে ৷

pm on agnipath
অগ্নিপথ বিতর্কের মাঝেই বার্তা মোদির
author img

By

Published : Jun 19, 2022, 10:31 PM IST

নয়াদিল্লি, 19 জুন : সেনা নিয়োগে কেন্দ্রের নয়া 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে বিক্ষোভ হচ্ছে দেশজুড়ে ৷ সরকার ও সেনা বাহিনীর শীর্ষ কর্তারা যখন এই প্রকল্পের বিষয়ে পঞ্চমুখ, তখন এর বিরোধিতায় পথে নেমেছে যুব সমাজ ৷ বিরোধী রাজনৈতিক দলগুলিও এর বিরুদ্ধে সরব হয়েছে ৷ এই অবস্থায় সরাসরি অগ্নিপথ প্রকল্পের নাম না নিলেও তাঁর সরকারের সিদ্ধান্তের পক্ষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশের দুর্ভাগ্য হল অনেক ভাল বিষয় যা সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়, তা রাজনীতির কারণে আটকে যায় ৷" গত বছর যে তিনি ডিফেন্স কমপ্লেক্সের উদ্বোধন করেছিলেন এদিন সেকথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ উল্লেখ্য, রবিবারই দেশের তিন বাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করে 'অগ্নিপথ' প্রকল্পের প্রশংসা করে হয়েছে ও বিক্ষোভে অংশ না নিয়ে যুব সম্প্রদায়কে এই প্রকল্পের মাধ্যমে সেনায় যোগদানের আহ্বান জানানো হয়েছে ৷

  • पिछले वर्ष मुझे डिफेंस कॉम्प्लेक्स के लोकार्पण का भी अवसर मिला था।

    हमारे देश का दुर्भाग्य है कि बहुत सी अच्छी चीजें, अच्छे उद्देश्य से की गई चीजें, राजनीति के रंग में फंस जाती हैं।

    - पीएम @narendramodi pic.twitter.com/YOx4CMznWU

    — BJP (@BJP4India) June 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অগ্নিপথ বিরোধী আন্দোলনের জন্য দায়ী কংগ্রেস আর সপা ! দাবি যোগীর মন্ত্রীর

গত মঙ্গলবারই সেনা নিয়োগে 'অগ্নিপথ' নীতির ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এই নীতির মূল হল, চার বছরের জন্য 46 হাজার জনকে নিয়োগ করা হবে সেনার তিন বাহিনীতে ৷ এদের ডাকা হবে 'অগ্নিবীর' নামে ৷ সাড়ে 17 থেকে 21 বছর বয়সিদের নিয়োগ করা হবে (প্রথম বছরের নিয়োগে বয়সসীমায় কিছু ছাড় দেওয়া হয়েছে) ৷ চার বছর পর এই 46 হাজারের মধ্যে মাত্র 25 শতাংশকে সেনায় রেখে দেওয়া হবে ৷ বাকিদের অবসর নিতে হবে ৷ অবসরের পর কোনও পেনশন আর দেওয়া হবে না এই অগ্নিবীরদের ৷ অবসর নেওয়ার সময় এককালীন কিছু অর্থ তাঁদের দেওয়া হবে ৷ তবে কর্মজীবনের এই চার বছরে তাঁরা প্রতি মাসে বেতন পাবেন ৷

নয়াদিল্লি, 19 জুন : সেনা নিয়োগে কেন্দ্রের নয়া 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে বিক্ষোভ হচ্ছে দেশজুড়ে ৷ সরকার ও সেনা বাহিনীর শীর্ষ কর্তারা যখন এই প্রকল্পের বিষয়ে পঞ্চমুখ, তখন এর বিরোধিতায় পথে নেমেছে যুব সমাজ ৷ বিরোধী রাজনৈতিক দলগুলিও এর বিরুদ্ধে সরব হয়েছে ৷ এই অবস্থায় সরাসরি অগ্নিপথ প্রকল্পের নাম না নিলেও তাঁর সরকারের সিদ্ধান্তের পক্ষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷

রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশের দুর্ভাগ্য হল অনেক ভাল বিষয় যা সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়, তা রাজনীতির কারণে আটকে যায় ৷" গত বছর যে তিনি ডিফেন্স কমপ্লেক্সের উদ্বোধন করেছিলেন এদিন সেকথাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ উল্লেখ্য, রবিবারই দেশের তিন বাহিনীর তরফে সাংবাদিক বৈঠক করে 'অগ্নিপথ' প্রকল্পের প্রশংসা করে হয়েছে ও বিক্ষোভে অংশ না নিয়ে যুব সম্প্রদায়কে এই প্রকল্পের মাধ্যমে সেনায় যোগদানের আহ্বান জানানো হয়েছে ৷

  • पिछले वर्ष मुझे डिफेंस कॉम्प्लेक्स के लोकार्पण का भी अवसर मिला था।

    हमारे देश का दुर्भाग्य है कि बहुत सी अच्छी चीजें, अच्छे उद्देश्य से की गई चीजें, राजनीति के रंग में फंस जाती हैं।

    - पीएम @narendramodi pic.twitter.com/YOx4CMznWU

    — BJP (@BJP4India) June 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অগ্নিপথ বিরোধী আন্দোলনের জন্য দায়ী কংগ্রেস আর সপা ! দাবি যোগীর মন্ত্রীর

গত মঙ্গলবারই সেনা নিয়োগে 'অগ্নিপথ' নীতির ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এই নীতির মূল হল, চার বছরের জন্য 46 হাজার জনকে নিয়োগ করা হবে সেনার তিন বাহিনীতে ৷ এদের ডাকা হবে 'অগ্নিবীর' নামে ৷ সাড়ে 17 থেকে 21 বছর বয়সিদের নিয়োগ করা হবে (প্রথম বছরের নিয়োগে বয়সসীমায় কিছু ছাড় দেওয়া হয়েছে) ৷ চার বছর পর এই 46 হাজারের মধ্যে মাত্র 25 শতাংশকে সেনায় রেখে দেওয়া হবে ৷ বাকিদের অবসর নিতে হবে ৷ অবসরের পর কোনও পেনশন আর দেওয়া হবে না এই অগ্নিবীরদের ৷ অবসর নেওয়ার সময় এককালীন কিছু অর্থ তাঁদের দেওয়া হবে ৷ তবে কর্মজীবনের এই চার বছরে তাঁরা প্রতি মাসে বেতন পাবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.