ETV Bharat / bharat

PM Modi : জলবায়ু বৈঠকে যোগ দিতে গ্লাসগোয় মোদি, পরিবেশ রক্ষায় ভারতের ভূমিকা নিয়ে রাখবেন বক্তব্য - কনফারেন্স অব পার্টিজ়

26তম কনফারেন্স অব পার্টিজ় (COP26) ওয়ার্ল্ড লিডারস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদি ৷ সেখানে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে বক্তব্য রাখবেন তিনি ৷

PM Modi arrives in UK for COP26 summit, bilateral talks with Johnson
PM Modi arrives in UK for COP26 summit, bilateral talks with Johnson
author img

By

Published : Nov 1, 2021, 10:21 AM IST

Updated : Nov 1, 2021, 10:29 AM IST

গ্লাসগো, 1 নভেম্বর : রোমে জি-20 সম্মেলনের পর গ্লাসগো পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 26তম কনফারেন্স অব পার্টিজ় সম্মেলনে অংশ নিতে রবিবার গ্লাসগো পৌঁছান তিনি ৷ মূলত জলবায়ু সমস্যা সমাধান সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের এই সম্মেলন ৷ এর পাশাপাশি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন তিনি ৷

গ্লাসগো উড়ে যাওয়ার আগে টুইটারে তিনি লিখলেন, "রোমে সফল জি-20 সম্মলনের পর গ্লাসগোর উদ্দেশে রওনা দিলাম ৷ সম্মেলন চলাকালীন বৈশ্বিক বেশ কিছু সমস্যা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পেয়েছি ৷ যেমন করোনা প্যানডেমিক, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি, আর্থিক সহায়তার উন্নতি এবং অভিনবত্ব ৷" গ্লাসগো পৌঁছাতেই সেখানকার ভারতীয়দের মধ্যে মোদিকে নিয়ে আবেগ ধরা পড়ে ৷ ছোট, বড় সব বয়সের মানুষ তেরঙ্গা হাতে ভিড় জমিয়েছিলেন ৷ সেই ভিড় থেকেই উঠল মোদির নামে স্লোগান ৷ উপস্থিত ভারতীয়রা গাইলেন 'মোদি ভারত কি গেহনা' ৷

স্কটল্যান্ডের কমিউনিটি লিডারদের সঙ্গে বৈঠক দিয়ে সোমবার নিজের ইউরোপ সফরের ব্রিটেন লেগের শুরু করবেন ভারতের প্রধানমন্ত্রী ৷ এরপর 26তম কনফারেন্স অব পার্টিজ় (COP26) ওয়ার্ল্ড লিডারস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ৷ সেখানে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে বক্তব্য রাখবেন তিনি ৷ এই আন্তর্জাতিক সম্মেলনে পরিবেশ বাঁচাতে ভারতের ভূমিকার কথা বিশ্বের প্রায় 200টি দেশের সামনে তুলে ধরবেন তিনি ৷ গ্লাসগোয় কনফারেন্স অব পার্টিজ চলবে 13 দিন ধরে ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারতে 500 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে, জি-20 বৈঠকে জানালেন মোদি

উদ্বোধনী অনুষ্ঠানের পরই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷ এই আলোচনার কেন্দ্রে থাকবে যুক্তরাজ্য-ভারত জলবায়ু অংশীদারিত্ব ৷ পাশাপাশি এই বছরের মে মাসে একটি ভার্চুয়াল সম্মেলনে দুই নেতার স্বাক্ষরিত যুক্তরাজ্য-ভারত কৌশলগত অংশীদারিত্বের জন্য 2030 সালের রোডম্যাপের উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে । উভয় নেতা নির্ধারিত সময়সীমার মধ্যে রোডম্যাপ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ৷

গ্লাসগো, 1 নভেম্বর : রোমে জি-20 সম্মেলনের পর গ্লাসগো পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 26তম কনফারেন্স অব পার্টিজ় সম্মেলনে অংশ নিতে রবিবার গ্লাসগো পৌঁছান তিনি ৷ মূলত জলবায়ু সমস্যা সমাধান সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জের এই সম্মেলন ৷ এর পাশাপাশি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন তিনি ৷

গ্লাসগো উড়ে যাওয়ার আগে টুইটারে তিনি লিখলেন, "রোমে সফল জি-20 সম্মলনের পর গ্লাসগোর উদ্দেশে রওনা দিলাম ৷ সম্মেলন চলাকালীন বৈশ্বিক বেশ কিছু সমস্যা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পেয়েছি ৷ যেমন করোনা প্যানডেমিক, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি, আর্থিক সহায়তার উন্নতি এবং অভিনবত্ব ৷" গ্লাসগো পৌঁছাতেই সেখানকার ভারতীয়দের মধ্যে মোদিকে নিয়ে আবেগ ধরা পড়ে ৷ ছোট, বড় সব বয়সের মানুষ তেরঙ্গা হাতে ভিড় জমিয়েছিলেন ৷ সেই ভিড় থেকেই উঠল মোদির নামে স্লোগান ৷ উপস্থিত ভারতীয়রা গাইলেন 'মোদি ভারত কি গেহনা' ৷

স্কটল্যান্ডের কমিউনিটি লিডারদের সঙ্গে বৈঠক দিয়ে সোমবার নিজের ইউরোপ সফরের ব্রিটেন লেগের শুরু করবেন ভারতের প্রধানমন্ত্রী ৷ এরপর 26তম কনফারেন্স অব পার্টিজ় (COP26) ওয়ার্ল্ড লিডারস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ৷ সেখানে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে বক্তব্য রাখবেন তিনি ৷ এই আন্তর্জাতিক সম্মেলনে পরিবেশ বাঁচাতে ভারতের ভূমিকার কথা বিশ্বের প্রায় 200টি দেশের সামনে তুলে ধরবেন তিনি ৷ গ্লাসগোয় কনফারেন্স অব পার্টিজ চলবে 13 দিন ধরে ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারতে 500 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে, জি-20 বৈঠকে জানালেন মোদি

উদ্বোধনী অনুষ্ঠানের পরই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে ৷ এই আলোচনার কেন্দ্রে থাকবে যুক্তরাজ্য-ভারত জলবায়ু অংশীদারিত্ব ৷ পাশাপাশি এই বছরের মে মাসে একটি ভার্চুয়াল সম্মেলনে দুই নেতার স্বাক্ষরিত যুক্তরাজ্য-ভারত কৌশলগত অংশীদারিত্বের জন্য 2030 সালের রোডম্যাপের উপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে । উভয় নেতা নির্ধারিত সময়সীমার মধ্যে রোডম্যাপ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ৷

Last Updated : Nov 1, 2021, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.