ETV Bharat / bharat

DGCA slaps Rs 30 lakh Fine: বান্ধবীকে নিয়ে ককপিটে, মাশুল গুনতে হল পাইলটকে

বান্ধবীকে ককপিটে নিয়ে যাওয়ার অভিযোগে লাইসেন্স বাতিল পাইলটের । এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকেও বিপুল পরিমাণ টাকার জরিমানা ।

30 lakh fine on Air India
বান্ধবীকে ককপিটে নিয়ে যাওয়ার অভিযোগে লাইসেন্স বাতিল পাইলটের
author img

By

Published : May 12, 2023, 10:30 PM IST

নয়াদিল্লি, 12 মে: দুবাই থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়া। বিপত্তি ঘটে মাঝ আকাশে। ককপিটে থাকা পাইলটের আহ্বানে হাজির বান্ধবী তথা ওই বিমানের যাত্রী। কিছু মুহূর্তের আনন্দের জন্য বিশাল বড় খেসারত গুনতে হল পাইলটকে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এই ঘটনার জন্য এয়ার ইন্ডিয়ার পাইলটের তিনমাসের লাইসেন্স বাতিল করেছে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া সংস্থাকে 30 লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে ।

ডিজিসিএ-এর তরফে জানা গিয়েছে, চলতি বছরের 27 ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঘটনাটি ঘটে । সেখানে পাইলট যিনি ছিলেন তিনি তাঁর বান্ধবীকে ককপিটে নিয়ে আসেন। মূলত, ওই বান্ধবীও এয়ার ইন্ডিয়ার কর্মী। তিনি সেই দিন ওই বিমানের যাত্রী ছিলেন ৷ বান্ধবীকে এইভাবে ককপিটে নিয়ে যাওয়ার অভিযোগে লাইসেন্স বাতিল করা হয়েছে অভিযুক্ত পাইলটের। এই ধরণের ঘটনা বিমান নিরাপত্তা বিষয়ক নিয়মের বিরোধিতা করে। পাশাপাশি ঘটনায় এয়ার ইন্ডিয়া সংস্থা কোনও ব্যবস্থা না নেওয়ায়, 30 লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এভিয়েশন রেগুলেটর আরও বলেছে যে, এয়ার ইন্ডিয়ার যে মহিলা কর্মী ককপিটে ছিলেন তাঁর বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ডিজিসিএ-এর তরফে বলা হয়েছে, ফ্লাইটের কমান্ডার পাইলট ডিজিসিএ নিয়ম লঙ্ঘন করে যাত্রী হিসাবে ভ্রমণরত একজন এয়ার ইন্ডিয়া স্টাফকে ককপিটে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। নিরাপত্তা সংবেদনশীল সমস্যাটি তাত্ক্ষণিকভাবে এবং কার্যকরভাবে সমাধান না করার জন্য এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: সোনা-হিরে নয়, রাজকোটে লুট 40 কেজি চুল ! দাম 2 লাখ

এই ঘটনার পরিপ্রেক্ষীতে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, "আমরা ডিজিসিএ-র রায়কে স্বীকার করে নিয়েছি। তবে আমরা এই দাবি মানতে নারাজ, যে অভিযোগের প্রতিক্রিয়ায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকগুলি অভিযোগ রয়েছে । যা যথাযথ প্রক্রিয়া এবং গোপনীয়তার সঙ্গে নেওয়া হয়েছে । এই ঘটনায় অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে ।" প্রসঙ্গত, বিগত কয়েক মাসেই এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে প্রায় 70 লাখ টাকা জরিমানার সম্মুখীন হতে হয়েছে ।

নয়াদিল্লি, 12 মে: দুবাই থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়া। বিপত্তি ঘটে মাঝ আকাশে। ককপিটে থাকা পাইলটের আহ্বানে হাজির বান্ধবী তথা ওই বিমানের যাত্রী। কিছু মুহূর্তের আনন্দের জন্য বিশাল বড় খেসারত গুনতে হল পাইলটকে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এই ঘটনার জন্য এয়ার ইন্ডিয়ার পাইলটের তিনমাসের লাইসেন্স বাতিল করেছে। পাশাপাশি এয়ার ইন্ডিয়া সংস্থাকে 30 লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে ।

ডিজিসিএ-এর তরফে জানা গিয়েছে, চলতি বছরের 27 ফেব্রুয়ারি দুবাই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ঘটনাটি ঘটে । সেখানে পাইলট যিনি ছিলেন তিনি তাঁর বান্ধবীকে ককপিটে নিয়ে আসেন। মূলত, ওই বান্ধবীও এয়ার ইন্ডিয়ার কর্মী। তিনি সেই দিন ওই বিমানের যাত্রী ছিলেন ৷ বান্ধবীকে এইভাবে ককপিটে নিয়ে যাওয়ার অভিযোগে লাইসেন্স বাতিল করা হয়েছে অভিযুক্ত পাইলটের। এই ধরণের ঘটনা বিমান নিরাপত্তা বিষয়ক নিয়মের বিরোধিতা করে। পাশাপাশি ঘটনায় এয়ার ইন্ডিয়া সংস্থা কোনও ব্যবস্থা না নেওয়ায়, 30 লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এভিয়েশন রেগুলেটর আরও বলেছে যে, এয়ার ইন্ডিয়ার যে মহিলা কর্মী ককপিটে ছিলেন তাঁর বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ডিজিসিএ-এর তরফে বলা হয়েছে, ফ্লাইটের কমান্ডার পাইলট ডিজিসিএ নিয়ম লঙ্ঘন করে যাত্রী হিসাবে ভ্রমণরত একজন এয়ার ইন্ডিয়া স্টাফকে ককপিটে প্রবেশের অনুমতি দিয়েছিলেন। নিরাপত্তা সংবেদনশীল সমস্যাটি তাত্ক্ষণিকভাবে এবং কার্যকরভাবে সমাধান না করার জন্য এয়ার ইন্ডিয়াকে 30 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: সোনা-হিরে নয়, রাজকোটে লুট 40 কেজি চুল ! দাম 2 লাখ

এই ঘটনার পরিপ্রেক্ষীতে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, "আমরা ডিজিসিএ-র রায়কে স্বীকার করে নিয়েছি। তবে আমরা এই দাবি মানতে নারাজ, যে অভিযোগের প্রতিক্রিয়ায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকগুলি অভিযোগ রয়েছে । যা যথাযথ প্রক্রিয়া এবং গোপনীয়তার সঙ্গে নেওয়া হয়েছে । এই ঘটনায় অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে ।" প্রসঙ্গত, বিগত কয়েক মাসেই এয়ার ইন্ডিয়া বিমান সংস্থাকে প্রায় 70 লাখ টাকা জরিমানার সম্মুখীন হতে হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.