ETV Bharat / bharat

Petrol-Diesel Price : পেট্রল বিকোচ্ছে 109.54 টাকায়, মুম্বইয়ে ডিজেল 100 ছুঁইছুই - ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের

শুক্রবার জ্বালানি তেলের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে ৷ লিটার প্রতি 37 পয়সা বৃদ্ধির পর এদিন মুম্বইয়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে 99.92 টাকা ৷ পেট্রলেরও দাম বেড়ে হয়েছে 109.54 টাকা প্রতি লিটার ।

Petrol-Diesel Price hike
Petrol-Diesel Price hike
author img

By

Published : Oct 8, 2021, 11:52 AM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর : শুক্রবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷ 37 পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়াল 99.92 টাকা ৷ মুম্বইয়ে ডিজেলের দাম একশোর ঘর ছুঁল বলে ৷ একই সঙ্গে ফের দাম বাড়ল পেট্রেলেরও ৷ 29 পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়াল 109.54 টাকা ৷ এই নিয়ে পরপর চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷

মুম্বইয়ের তুলনায় দিল্লিতে দাম খানিকটা কম ৷ তবে দেশের রাজধানীতে আজ সকাল থেকে পেট্রল বিকোচ্ছে 103.54 টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম 92.12 টাকা প্রতি লিটার ৷ দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে 30 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে 35 পয়সা প্রতি লিটার ৷

কলকাতায় আজ পেট্রল এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে 104.23 এবং 95.23 টাকা প্রতি লিটার ৷ পাশাপাশি চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে 101.01 এবং 96 টাকা ৷ দেশজুড়েই বেড়েছে পেট্রপণ্যে দাম ৷ রাজ্য বিশেষে তা আবার এক এক রকম দাঁড়াচ্ছে ভ্যালু-আ্যাডেড ট্যাক্সের কারণে ৷ পেট্রল-ডিজেলের দাম 100 টাকা ছাড়িয়ে ইতিমধ্যেই রেকর্ড তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লি, 8 অক্টোবর : শুক্রবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷ 37 পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়াল 99.92 টাকা ৷ মুম্বইয়ে ডিজেলের দাম একশোর ঘর ছুঁল বলে ৷ একই সঙ্গে ফের দাম বাড়ল পেট্রেলেরও ৷ 29 পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়াল 109.54 টাকা ৷ এই নিয়ে পরপর চারদিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম ৷

মুম্বইয়ের তুলনায় দিল্লিতে দাম খানিকটা কম ৷ তবে দেশের রাজধানীতে আজ সকাল থেকে পেট্রল বিকোচ্ছে 103.54 টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম 92.12 টাকা প্রতি লিটার ৷ দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে 30 পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে 35 পয়সা প্রতি লিটার ৷

কলকাতায় আজ পেট্রল এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে 104.23 এবং 95.23 টাকা প্রতি লিটার ৷ পাশাপাশি চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে 101.01 এবং 96 টাকা ৷ দেশজুড়েই বেড়েছে পেট্রপণ্যে দাম ৷ রাজ্য বিশেষে তা আবার এক এক রকম দাঁড়াচ্ছে ভ্যালু-আ্যাডেড ট্যাক্সের কারণে ৷ পেট্রল-ডিজেলের দাম 100 টাকা ছাড়িয়ে ইতিমধ্যেই রেকর্ড তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : LPG Price Hike: উৎসবের মরসুমের শুরুতেই উর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.